নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মাষ্টারঃ কামাইল্যা নিচের ইংরেজী শব্দ ও বাক্যগুলির বাংলা করে দেখা। সময় কিন্তু ৩০ মিনিট।
কামাইল্যাঃ স্যার টেনশন লইয়েন না! এত সময় লাগবোনা, আধা ঘণ্টার মধ্যেই ফিনিস! এহনই হগলগুলার বাংলা কইরা দিতাছি!!
মাষ্টারঃ আইচ্ছা, তুই করতে থাক আমি একটু জিরাইয়া লই!
কমাইল্যাঃ জে আইচ্ছা ! কামাইল্যা খাতার মধ্যে লিখতাছে !!
We = মোরা
OMG = ও মোর খোদা!
Hello = এ ব্যাডা
I will crush you = তোরে এক্কালে পুতাইদ্দা ছেইচ্চা হালামু
He is very excited = হালার পো হালায় বেশি চ্যাতছে
He is suffering from fever = হেরে জ্বরে চ্যাতাইয়া হালাইছে
Hey man! = ও মোনু
I see = ও হেইয়া
I will not go = মুই কিন্তু যামুনা
But why? = হ্যাকা?
What the hell = ওয়া কি অইলে
Let’s Check out = ওয়, দ্যাহ দ্যাহ
I have got one = মুই এউক্কা পাইছি
Hey bro = ও ম্যাবাই / ও দাদো
She is crying loudly = হে কুহোইল দিয়া চিকরাইতে আছে
Motaleb calling you = মোতলিব্বায় তোরে বোলায়
I’m going home by launch = মুই লঞ্চে হইররা বাড়ি যাইতে আছি
Who is he? = হালার পো হালায় কেডা?
Why are you laughing? = তুই ভ্যাটকাইতেআছো ক্যা
He goes to toilet right after eating. =হালার পো হালায় খাইয়াই হাগদে গেছে
He is a very foolish = হালার পো হালায় একছের বোগদা
May I sit here? = মুই কি ল্যাডাইয়া বইতে পারি?
Come here baby = এম্মে আয় ছেমরি
I am surprised = মুই তো টাস্কি খাইয়া গেছি
What he say? = হালার পো হালায় কি কয়?
He is a donkey= হালার পো হালায় এউক্যা পাডা
Yes, he is shouting a lot =হালার পো হালায় চিককৈর দিয়া মোহে ফ্যানা উডাইয়া হালাইছে
Where is your home? = আম্নের বাড়ি কোম্মে?
Come here = এম্মে আয়
Who are you? = তুই কেডা?
Is it? = হেইয়া?
Where are you coming from? = তুই কোম্মে গোনে আইছো?
That's not fair! = হেইয়া অইবে না!
সংগৃহীত
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যাকতো আজকে করি নাই !!
২| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৯
হাবিব বলেছেন:
২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৩| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
আমাদের জাতীয় সংগীতটা বরিশাইল্যা ভাষায় অনুবাদ করার দরকার!
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অইবো মিয়াবাই
ঠিক্ই একদিন হুনবেন
তবে তার আগে
এইডা হোনেন
৪| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার মন্তব্যটা মুছে দিলেন?
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনটি দাদা ?
আমার স্মরনে আসছে না!
এটি রি পোস্ট!! !জেনারেল থাকাকালিন
মন্তব্য করে থাকলে আগেরটি দেখুন ।
৫| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪০
কামাল১৮ বলেছেন: ৭১ রে আমদের সাথে একজন কৃষক ছিল, সে আর্মস বললে সবাই হাসতো।তার বক্তব্য ছিল,আমি যখন আরমচ বলতে পারি না,তখন আমি রাইফল বলবো।তার বাড়ী ছিলো ঝালকাঠির কোন গ্রামে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলুক তার যা ইচ্ছা
তাতে রাইলের মান মর্যদার হানী হবেনা !
৬| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৪
শেরজা তপন বলেছেন: আরেব্বাস-নুরু ভাই এসেছেন যে!!!
ফিরে আসায় স্বাগতম। যাক ব্লগের একটু ঝিমানো কাটবে মনে হয়
@ চাদ্গাজী ভাই- এই রিস্ক নেয়া ঠিক হবে? ওইখানে~হালার পো হালায়~ বাক্যটা আসা অসম্ভব নয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুজুররা আসছে জলের বানের মতো
আমি না থাকলেও তাদের দাপটে
ঝিমুনি কেটে যাবে ব্লগের !!
৭| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:১১
শুভ্র বিকেল বলেছেন: খুব বলেছেন ভাই, শুভ কামনা সব সময়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
৮| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩০
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো লিখেছেন, ধন্যবাদ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ভূইয়া ভাই
৯| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১২:১৯
জগতারন বলেছেন:
প্রায় সব বরিশাইল্লারা আত্ম কেন্দ্রিক ও নির্মম স্বার্থপর।
আমার পরিবার বরিশাইল্লা স্ত্রী'র দ্বারা নির্মম দুঃখজনক অবস্থায় পতিত হইয়াছি
যাহা এ জীবনে আর সংশোধনাকরা সম্ভব নয়া।
তাই এখন বরিশাইল্লা কাউকে দেখলে দূরে সরে দাড়াই।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার এই মনোভাব কি ঘরের তিনি জানেন !!
সাবধানে র্থাকবেন !! পরে্ আসার দোষ দিবেন না
যে আমি সাবধান করি নাই !!
১০| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:৩০
রাজীব নুর বলেছেন: বরিশালের লোকজন শিক্ষিত বেশি।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লোকে বলে !!
১১| ২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৮
রানার ব্লগ বলেছেন: সু স্বাগতম !!! মেজর জেনারেল থেকে সাধারন সৈনিকে পদন্নোতি হওয়ার জন্য।
১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদনতি অবনতি উর্ধগতি
জীবনে থাকবেই !! সময়ের
সাথে তাল মিলিয়ে চলতে হবে!!
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন: ওয়েল কাম ব্যাক