নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হে আল্লাহ তোমার কাছে কল্যান ও নিরাপত্তা চাই

৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০০


করোনা মহামারী থেকে মুক্তি, কষ্ট থেকে পরিত্রাণ, দুঃখের অবসান এবং যাবতীয় প্রয়োজন পূরণের জন্য আমরা কী করতে পারি, তার চমৎকার সমাধান দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহান আল্লাহপাক বলেন, তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। (সুরা মুমিন, আয়াত নং ৬০} আর রাসুলে আরাবি (সাঃ) আরও বলেন, যে ব্যক্তি মহান আল্লাহকে ডাকে না তার ওপর তিনি ক্রুদ্ধ হন। (ইবনে মাজাহ শরিফ, হাদিস নং ৩৮২৭)। আল্লাহর ক্রোধের শিকার হওয়া তো দূরের কথা তা কল্পনা করাও আমাদের পক্ষে অসম্ভব। আল্লাহতায়ালার রহমতে সিক্ত হওয়ার মূল্যবান হাতিয়ার দোয়া। রাসুলে পাক (সাঃ.) বলেন, দোয়াই হলো ইবাদতের মগজ। (তিরমিজি শরিফ, হাদিস নং ৮৭৪৬) যে কাজগুলো আল্লাহতায়ালা তার বান্দাদের থেকে বেশি বেশি কামনা করেন, সেসবের অন্যতম প্রধান আমল দোয়া। আষাঢ়ের প্রবল বর্ষণের মতো রহমত আসতে থাকে ওই ব্যক্তির উপর যে নীরবে-নির্জনে তার মনিবকে ডাকে ব্যাকুল হয়ে। আল্লাহপাক বলেন, তোমরা বিনীতভাবে ও সংগোপনে তোমাদের রবকে ডাকাে। (সুরা আ'রাফ, আয়াত নং ৫৫) তা্ই আসুন না,,,, আল্লাহর কাছে এভাবে একটু চাই । ইনশাহআল্লাহ কবুল হয়ে গেলে আর কিসে আটকাবে!
.
°°হে আল্লাহ! আমার এমন কোন গোনাহ বাদ রেখোনা যা তুমি ক্ষমা করবেনা, এমন কোন দুশ্চিন্তা ও বিপদ রেখোনা যা তুমি দূর করবেনা, এমন কোন ঋন রেখোনা যা তুমি পরিশোধ করবেনা, দুনিয়া ও আখিরাতের এমন কোন প্রয়োজন বাদ রেখোনা যা তুমি পূর্ন করবেনা।

°°হে আল্লাহ! তুমি প্রত্যেক অপারগ ও অক্ষমের দোয়া শুনো এবং প্রত্যেক রুগ্ন ব্যাক্তিকে স্বাস্থ্য দান করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির গোনাহ মাফ করে থাকো এবং প্রত্যেক ব্যাক্তির তওবা কবুল করে থাকো। তোমার এইসব নেয়ামতের কেউ প্রতিদান দিতে পারেনা। আর কোন প্রশংসাকারীর প্রশংসা তোমার প্রশংসার হক আদায় করতে পারেনা।

°°তুমি আমার সব আকাংখার শেষ প্রান্ত! তুমি আমার সব অভিযোগের সর্বশেষ শ্রবনকারী!

°° এখন ঘটুক বা পরে, কিন্তু আমার সাথে যাই ঘটুক, সব কিছুর জন্য তোমার কাছে কল্যান ও মংগল কামনা করছি।
.
°°আমি যা জানি এবং যা জানিনা, সব অনিস্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইছি।

°°আমি তোমার কাছে ঐ সব কল্যান ও সৌন্দর্য কামনা করছি, যা তোমার কাছে, তোমার বান্দা ও তোমার প্রেরিত নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করেছেন।
.
°°হে আল্লাহ! আমি তোমার কাছে জান্নাত চাইছি। প্রত্যেক ওইসব কাজ ও কথা আমল করতে তৌফিক চাইছি, যা আমাকে জান্নাতে নিয়ে যাবে।
.
°°আমি তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইছি। দূরে থাকতে চাইছি সে সব কথা, কাজ ও আমল থেকে, যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে।
.
°°হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, যেন তুমি আমার শরীরকে জাহান্নামের আগুন দ্বারা দগ্ধ না করো।
.
°°আমি তোমার কাছে দোয়া করছি, আমার সম্পর্কে তোমার সব মীমাংসাকে তুমি কল্যানকর বানিয়ে দাও...... তুমি যা কিছু মীমাংসা করবে তার সব পরিনাম আমার জন্য মংগলজনক করে দাও।
.
°°তুমি আমার সব গোনাহ এবং ইচ্ছা ও অনিচ্ছাকৃত সব ভুল-ভ্রান্তি ক্ষমা করে দাও..... আমার অন্তরের ক্রোধকে দূর করে দাও।

°°আমি তোমার কাছে সঠিক হিতাহিত জ্ঞ্যানবুদ্ধি ও প্রজ্ঞা কামনা করছি। তোমার কাছে তওবা করছি। তুমি আমার তওবা কবুল করে নাও। আমাকে তোমার প্রতি আকৃস্ট করে দাও। আমার হৃদয়কে প্রাচুর্যমন্ডিত করে দাও এবং যা কিছু আমাকে দান করেছো তাতে বরকত ও সাফল্য দান করো।
.
°°আমি তোমার কাছে সুদৃঢ় ঈমান, স্বাস্থ্য, সম্পদ, সাফল্য ও সন্তুষ্টি চাইছি। পবিত্র জীবন ও সম্মানজনক মৃত্যু চাইছি।
.
°°আমার জন্য, মা-বাবা ও পরিবারের জন্য, আপনজন ও বন্ধুবান্ধবদের জন্য অনুগ্রহ ও ক্ষমা, সঠিক জীবন ও দৃঢ় ঈমান, অফুরন্ত নেয়ামত ও বরকত চাইছি।

°° হে আল্লাহ! আমার দেশের জন্য তোমার কাছে বরকত, সজীবতা ও শ্যামলতা, শান্তি ও নিরাপত্তা কামনা করছি।
------আমীন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি সামুতে কতবার চাইলেন, কোন রেজাল্ট আছে?

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব এই নসিহত মুমিন ও বিশ্বাসীদের জন্য। যারা সন্ধেহ বাতিকগ্রস্থ তাদের জন্য নয়।
বিশ্বাসীরা জানেন যে দোয়া মুমিনদের পাপ মোচনের অন্যতম হাতিয়ার। অর্থাৎ দোয়াই সব ইবাদতের মূল।
আরবি দোয়া শব্দের অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া ইত্যাদি।
দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। এমনকি দোয়ার ফলে ভাগ্যও ঘুরে যায়।
মানুষের কাছে কিছু চাইলে মানুষ বিরক্ত হয়। আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হন।
রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার ওপর রাগ হন।’
(তিরমিজি, হাদিস নম্বর ৩২৯৫।) রাসুলুল্লাহ (সাঃ) যখনই কোনো কঠিন সমস্যা বা বিপদের
সম্মুখীন হতেন, তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন। ইরশাদ হয়েছে,
‘সুতরাং তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।

২| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৮

কামাল১৮ বলেছেন: আল্লাহ কারো ডাকে সাড়া দিয়েছেন এমন কোন প্রমান নাই।সাড়া দেয়ার অনেক গল্প আছে।

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি এথনো আল্লাহর অনুগ্রহে তার বাতাস, পানি
গ্রহণ করছেন, করোনাকালে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন
তার প্রমাণ আল্লাহ আপনার ডাকে সাড়া দিচ্ছেন। যেদিন
এসব বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবেন এসব ছিলো তার রহমত।
হযরত ইউনুস নবী। হজরত ইব্রাহীম, হযরত জাকারিয়া এদের
ঘটনা আপনার বিশ্বাস করা আবশ্যক।

৩| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৭

সাসুম বলেছেন: @কামাল১৮

আবাবিল পাখির কথা ভুলে গেলেন? আল্লাহ কারো আহবানের অপেক্ষা করেন না। উনি নিজ থেকেই সাহায্য পাঠিয়ে দেন।


নুরু সাহেব আপনার আহবান কাজে লাগুক। এই দেশের মানুষ দুনিয়ার সব চেয়ে ধার্মিক। খোদার রহমত এই দেশে আসতেই হবে। অবশ্যই আসবে

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহর রহমত আমাদের দেশের উপর অবশ্যই আছে
যার কারনে এখনো সাধারণ খেটে খাওয়া মানুষগুলো
তার দয়ায় টিকে আছে !!

৪| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫০

বারবোসা বলেছেন: পোস্টের কমেন্টগুলো দেখে মনে হচ্ছে,সৃষ্টিকর্তা সামুতে এসে পোস্ট কমেন্ট করলে আমরা সবাই ধার্মিক হইতাম

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর।
এরা তর্কে পারদর্শী বিশ্বাসে অন্তঃসারশূণ্য!!

৫| ৩১ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:



@বারবোসা,

সামুতে উনার থাকার কথা! মনে হয়, কমেন্ট ব্যানে আছেন!

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সৃষ্টিকর্তাকে নিয়ে ব্যঙ্গ করা সমীচীন নয়!
কারো মনে তুমি দিওনা আঘাত,
সে আঘাত লাগে কাবার ঘরে!!

৬| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:১৩

বারবোসা বলেছেন: চাঁদগাজী বলেছেন,সামুতে উনার থাকার কথা! মনে হয়, কমেন্ট ব্যানে আছেন!
আয় হায়!!!আগে বলবেন না,আমি তো নতুন,জানতাম না।যাই হোক,দেখি ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনার হেদায়াতের ব্যবস্থাটা করতে পারি কি না।

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আল্লাহর হেদায়েত সবার জন্য নসীব হোক।
সবাই যেন থাকে দুধে ভাতে !!

৭| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



@বারবোসা,

ব্লগে এসেছেন, এখনো ২ দিনও হয়নি; কিন্তু হেদায়েত করতে জানেন? এটাই বিশাল দক্ষতা!

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কারো নয়তেই হয়ে যায়
আবার কারো নব্ব্ইতেও হয়না!!
প্রমাণিত সত্য !!

৮| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:৩৪

বারবোসা বলেছেন:
চাঁদগাজী বলেছেনঃব্লগে এসেছেন, এখনো ২ দিনও হয়নি; কিন্তু হেদায়েত করতে জানেন? এটাই বিশাল দক্ষতা!
ছি ছি,,,হেদায়াত আমি করব কেন,আপনের জন্য সুপারিশ করতে পারি।
১০/১২ বছর ব্লগে থাকলে যদি আপনের মতো অবস্থা হয়,তবে তার আগেই ব্লগীয় জীবনের ইতি টানবো ইনশাআল্লাহ।

৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমাদের দায়িত্ব পৃথিবীর সকল মানুষে্র জন্য দোয়া করা।
গাজীসাবেরজন্য, কামাল-১৮ এর জন্য, আমার জন্য
দোয়া করবেন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বেশি বেশি দোয়া পড়ে
কোরআনের ঘোষণা অনুযায়ী হাদিসের ওপর আমল সাপেক্ষে
আল্লাহর কাছে যথাযথভাবে নিজেদের প্রয়োজন পূরণে দোয়া
করার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমীন।।

৯| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



দেশে যেই পরিমাণ দোয়া হচ্ছে, ইহা কাজে লাগলে, শুধু বাংলাদেশ নয় ইসারায়েল থেকেও করোনা চলে যেতো!

৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিশ্বাস করুন বা নাই করুন
দোয়া না থাকলে এতদিনে যত
লােক মারা গেছে তার থেকে কয়েকশত
গুন মানুষ মারা যেতো !! আল্লাহর উপর
ভরশা রাখুন তিনিই সব সমস্যার সদাধান দাতা।

১০| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১১:২৫

কামাল১৮ বলেছেন: কয়েকশগুন বেশি মানুষ মারা যেতো এটা আপনি জানলেন কিভাবে।নিশ্চয় করোনার বা করোনার মালিকের সাথে যোগাযোগ আছে।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আকাশে মেঘ দেখলে যেমন বোঝা যায় বৃষ্টি হবে
তেমনি পারিপার্শ্বিক অবস্থা দেখে বোঝা যায় সামনে
আছে!! উন্নত দেশে উন্নত চিকিৎসা পেয়েও করোনায়
নাস্তানাবুদ সে দেশের মানুষ। অথচ তুলনামূলক কম
সুবিধা পাওয়া বাংলাদেশের মানুষ তাদের চেয়ে ভাগ্যবান।
অবিশ্বাসীদের জন্য অবশ্য এসবের কোন মূল্য নাই।

১১| ০১ লা আগস্ট, ২০২১ রাত ১২:৫৩

স্প্যানকড বলেছেন: নুরু ভাই! জোরে একটা ফু দেন কিছু ধুলো জমছে চলে যাবে । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ সবার মংগল করুন।

০১ লা আগস্ট, ২০২১ রাত ১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চেষ্টা করছি !! আবার হয়তো
গজাল সাবল ধরতে হবে
গাধা ছাগল তাড়াবার জন্য।
ওদের ফুঁতে কোন কাজ
হবেনা। ব্যামো অনেক
পুরাণো!!

১২| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৯

রাজীব নুর বলেছেন: সব ধর্মের বেহাল অবস্থা দেখছি। ধর্ম গুল এখন মানুষ কম খাচ্ছে।৷ তারমানে মানুষ এখন ধীরেধীরে মানুষ হচ্ছে।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানুষ অমানুষ হচ্ছে, পশুও মানুষের আচরণে
লজ্জা পাচ্ছে। তাই আল্লাহ মানুষকে শাস্তি দিচ্ছে।
যতদিন না মানুষ শুদ্ধ হবে তত দিন তারা যন্ত্রণা
ভোগ করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.