নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বিয়া যে করবা !!
© নূর মোহাম্মদ নূরু
বিয়ে বিয়ে করে কেন ভাসছো হাওয়ার দোলায়,
কি আছে বিয়ের মাঝে, টাকা আসবে ঝোলায়?
জীবনটতো সুখে কাটে যত দিন না বিয়া,
বিয়ের পরে সুখ পাখিটা যাবে উড়াল দিয়া।
বিয়েটা কি মজা নাকি, দুঃখ কেন করা,
যে করেছে সে বুঝেছে জীয়ন্তে সে মরা।
বিয়ে করে কে কবে হয়ে গেছে বড়?
বিয়ে করার বদ চিন্তা ঝেড়ে বিদায় কর।
তার পরেও বিয়ে যদি করতে কেহ চাও,
চোঁখে ঠুলি, মুখে কলুপ তবে এটে নাও।
অন্ধ আর বোবা স্বামীর আছে বড় গুণ,
তানা হলে কুরুক্ষেত্র, লাগবে যে আগুন।
সুখে ঘর বাঁধতে পারো যারা করো বিয়া,
যদি পারো এক বাঁধনে বাধতে দুটি হিয়া।
তা না হলে সুখের পাখি যাবে উড়াল দিয়া,
দিল্লিকা লাড্ডু এ যে পস্তাও করে বিয়া।
উৎসর্গঃ জমীরউদ্দীন মোল্লা ভাইকে ! তার বিয়া যে করবা, বউকে খাওয়াবা কি? এর জবাবে!!
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাঙ্গালীর জীবনে নাকি মরার পরেও
পরিপূর্ণতা আসেনা !!
তা্ইলে কি আপনার সূত্র
অনুযায়ী ৪/৫টা বিয়ে করেলে
পরিপূর্ণতা আসবে !!
২| ২৯ শে জুলাই, ২০২১ রাত ১১:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে
৩০ শে জুলাই, ২০২১ রাত ১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
৩| ৩০ শে জুলাই, ২০২১ রাত ২:২০
কামাল১৮ বলেছেন: অভিজ্ঞতার সুন্দর প্রকাশ।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুল দাড়ি পা্ইকা গেলেও যাদের
অভিজ্ঞতা হয়না তারা না ডাব না ঝুনা
তারা দুরমা !!
৪| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ৯:৫৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিয়ে হোল দিল্লীকা লাড্ডু, মস্ত এক ধোঁকা
বিয়ে যে করে সে একেবারেই বোকা।
পৃথিবীতে পুরুষের দুটি মাত্র প্রকার
একদল মৃত আরেক দল ব্যাচেলার।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিয়া কেউ কইরাে না থাকতে চাইলে সুখে
আরাম করে ঘুরে বেড়াও বাতাস লাগাও বুকে।
কে কবে হইছে সুখী কইরা তিন চার বিয়া
টাকা পয়সা কেড়ে নেবে গলায় রশি দিয়া !!
৫| ৩০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৪৯
হাবিব বলেছেন: বিয়ে করলে দুইটা করবেন তাতে সুবিধা অনেক
৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইলে চারটা করতে দোষ কি
চার গুন সুবিধা !!
৬| ৩০ শে জুলাই, ২০২১ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: এক হিসবে বিয়ে না করার ভালো।
৩১ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একি কথা শুনি আজ মন্থরার মুাখ !
অমৃতে অরুচি ব্যথা বুঝি বুকে !
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
বিয়ে করলে জীবনে পরিপুর্ণতা আসে।