নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর পুরোপুরি সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সাগর বক্ষ উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে সাগর ও নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সাগরের বড় বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে— লঘুচাপের প্রভাবে আগামী তিনদিন বৃষ্টির প্রবণতা থাকবে। বুধবার সকাল থেকে বৃষ্টি ও বাতাসের গতিবেগ বেড়ে যাওয়ায় গভীর সমুদ্রে জেলেরা মাছ ধরা বন্ধ রেখেছে। উত্তাল সাগর বক্ষের ঢেউয়ের তান্ডবে কারণে জাল গুছিয়ে শতশত মাছ ধরা ট্রলার নিয়ে জেলেরা নিরাপদ আশ্রয়ে এসেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে— উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও এর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় বায়ূচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ও গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তা ছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। লঘুচাপের প্রভাবে বুধবার (২৮ জুলাই) বেলা এগারোটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভুমিধ্বসের সম্ভাবনা রয়েছে।সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৬২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এক সপ্তাহ ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারী ও ভারী বৃষ্টিপাতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ।
সূত্রঃ একাত্তর টিভি
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখা যাক কি হয়!
২| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩০
হাবিব বলেছেন: কক্সবাজারে শুনলাম অনেক বন্যা হয়েছে। পাহাড় ধ্বসের আশাংকা রয়েছে অনেক। আল্লাহ সবাইকে হেফাজত করুক।
১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন।
আল্লাহ সবাইকে
হেফাজত করুন।
৩| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১১
শেরজা তপন বলেছেন: সকাল থেকেই আকাশের মুখ ভার-
ছিটে ছিটে বৃষ্টি পড়ছে- আবহাওয়া বেশ মনোরম!
কিন্তু শংকিত হলাম ঝড়ের পূর্বাভাসে
১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহই হেফাজত করার মালিক।
৪| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩৭
মরুভূমির জলদস্যু বলেছেন: উপকুলে যখন অবস্থা খারাপ হয় ঢাকায় তখন গরম থেকে স্বস্তির আবেস বয়। কিবিচিত্র বৈপরিত্ব!!!
১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো পৌষ মাস
কারো সর্বনাশ!
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:১৬
চাঁদগাজী বলেছেন:
৩ নং সিগন্যালের সময় বাতাসের গতিবেগ তো সামান্য, ৫০/৬০ কিলো/ঘন্টায়; ভয়ের কিছু নেই।