নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
১। আশুলিয়ায় এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার
২। মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ধর্ষণ
৩। বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ।
৪। শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার
৫। স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা
জানাতে চাই,জানতে চাই
©নূর মোহাম্মদ নূরু
ধর্ষণ কেন বাড়ছে দেশে কেনই বা তার বিচার নাই?
বোনেরা কেন ভয়ে থাকে কোথায় তারা নিবে ঠাই?
বাড়ি, গাড়ি বাস ট্রেনে ধর্ষিতা হয় আমার বোন,
তোমরা শুধু মোম জালিয়ে কর কি দ্বায়িত্ব পালন ?
প্রশ্ন আমার আরো আছে শুনতে কি চাও, সাহস আছে?
তোমার বোনের এমন হলে তুমি কি চাও থাকতে বেঁচে?
মানুষ নামের কুকুর গুলো ছিড়ে খেলে তোমার বোন,
বুঝতে তখন কেমন জ্বলে তোমার ওই পাষাণ মন।
হায়নারা সব হোলি খেলে খুবলে খেয়ে বোন আমার
প্রতি দিনই ঘটে এসব কেউ নাই কি থামাবার?
এমন করে আর কতদিন ঝড়ে যাবে বোনেরা?
ক্রর হাসি হাসতে হাসতে ধর্ষণ করবে খুনিরা।
সময় এখন রুখে দেবার আর যাবেনা দেয়া ছাড়,
কোন ভাবেই ধর্ষকেরা পথ যেন না পায় পালাবার।
শক্ত হাতে রুখতে হবে নর পিশাচ এই দানবে
আর যেন না বধতে পারে ফুলের মতো মানবে।
মোমবাতি আর ব্যানার ফেস্টুন সবই দূর্বল হাতিয়ার
রুখে দাঁড়ও শক্ত হাতে নিশ্চিত কর অধিকার।
ধর্ষকের নোংরা হাসি দেখতে চাইনা পূনর্বার
এদেশ হবে মানবতার নয় তো কোন হায়েনার।
কাঁদবোনা আর বোনের শোকে এবার নিবো প্রতিশোধ,
বাধা এলে সবাই মিলে করবো তাদের প্রতিরোধ
সোনার বাংলায় সোনার মানুষ নিরাপদে থাকিতে
আজি সবার অঙ্গিকার হোক হায়েনাদের রুখিতে।
উৎসর্গঃ উপরে পাঁচটি লিংকের ধর্ষিতাদের স্মরণে যা ঘটেছে গতকাল!
রচনা কালঃ ঢাকা, ১৯ জুলাই ২০২১ ইং সোমবার।
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জলদস্যু ভাই
লেখায় বৈচিত্র চাই
যেন একঘেয়েমিতে
না পেয়ে বসে।।
গাধা ছাগলের উৎপাত
বেড়ে গেলে একটু শক্ত
হাতে দমন করতে হয়।
নইলে হাজার টাকার বাগান
শেষ করে দিবে পাঁচ সিকার ছাগলে!!
২| ১৯ শে জুলাই, ২০২১ ভোর ৪:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: আইনের মারপ্যাঁচে পড়ে অনেক সময় বিচার দীর্ঘায়িত হয়। এসব অন্যায়ের বিচার দ্রুত আর দৃষ্টান্তমূলক করা উচিত। কবিতার জন্য সাধুবাদ জানাই, অন্যায়ের প্রতিবাদ চলুক ঘরে ঘরে। ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ভূইয়া সাহেব!
শুধু প্রতিবাদ নয় এখন প্রতিরোধও করতে
হবে যার যার সাধ্যমতো।
৩| ১৯ শে জুলাই, ২০২১ ভোর ৫:০৫
কামাল১৮ বলেছেন: মানুষ জন যত বেশি মৌলবাদী হয় ধর্ষণ তত বাড়ে।আগে মানুষ জন সেকুলার ছিল এতো মসজিদ মাদ্রাসা ছিল না ধর্ষণ কম ছিল।রাষ্ট্র ধর্ম ইসলাম হবার পর এক লাফে ধর্ষণ অনেক বেড়ে গেছে।
যখন ছোট ছিলাম অনেক গ্রামে কোন মসজিদ ছিল না,লোকজন হাটের মসজিদে যেত জুম্মার নামাজ পড়তে এখন প্রতি গ্রামে দুই তিনটা মসজিদ।দশ গ্রাম খোজলে একটা মাদ্রাসা পাওয়া যেত এখন প্রতি গ্রামে মাদ্রাসা।ধর্ষণ বেড়ে যাবার আরো কারন থাকতে পারে, অনুসন্ধান করতে হবে।খোলা চোখে যা দেখলাম তাই বললাম।
১৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মসজিদ মাদ্রাসার করনে ধর্ষণ বাড়ে!
এটা আপনার মত !! আমার নয় !!
আপনার খোলা চোখ হীরাকে
কাঁচ বলে হেলা করতেই
পারে। তাই বলে হীরা
কাঁচ হয়ে যায়না।
৪| ১৯ শে জুলাই, ২০২১ সকাল ১১:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+++
১৯ শে জুলাই, ২০২১ দুপুর ২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট কবি
আপনার জন্য ঈদ শুভেচ্ছা।
৫| ১৯ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৭
কামাল১৮ বলেছেন: সমাজের আর কোন বড় পরিবর্তন দেখি না,তাই বললাম।ঠিক হতেও পারে আবার না হতেও পারে।
২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা করতে দোষ নাই
আল্লহ পবিত্র কোরআনে বলেনঃ
"আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি
তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।"
[আল ইমরান; ১৩৯]
©somewhere in net ltd.
১| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টে +
বিখ্যাত-অখ্যাত-কুখ্যাতদের নিয়ে
গাধা-গরু-কেঙ্গারুদের নিয়ে
চালাক-বোকা-ত্যাদরদের নিয়ে
ছড়ার চেয়ে এই ধরনের ছড়া আমার বেশী পছন্দ।
ধারনা করি অনদেরও পছন্দই হবে।