নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আমিও একদিন!!
© নূর মোহাম্মদ নূরু
আমিও একদিন বড় কবি হবো। বিশাল অশ্বত্থবৃক্ষের ন্যায়
চারিদিকে ঝুলে থাকবে অজস্র কবিতার ঝুড়ি। ছোট শিশুরা
মনের হরষে যেমন দোল খায় সেই ঝুড়িতে, তেমনি অজস্র
পাঠক পড়ন্ত বিকেলে প্রেয়সীর আচলে মাথা রেখে পাঠে তাকে
মুগ্ধ করার চালাবে অনন্ত কোশেষ ময়ূর যেমন পেখম তুলে নাচে।
কবি মনে কতইনা আজব খেয়াল বাসা বাধে তার গাছ পাথর নাই
কখনো রোদ কখনো বৃষ্টি লুকোচুরে করে র মনের আঙ্গিনা জুড়ে।
রাম ধনুর সাত রঙ্গ কেলি করে তার কবিমনের নীল গগনে। আমিও
তেমনি খেই হারিয়ে খাবি খাই কবিতার অথৈ সাগরে, কখনো বা
পরিশ্রান্ত হয়ে ডানা ঝাপটাই অকূল সমু্দ্রে নীড় হারা পাখির মতো।
জানি আমার কবিতা আমাকে রেহাই দিবেনা অস্ফুট এ যন্ত্রনা থেকে
নিভু নিভু প্রদিপের মতো অহর্নিশি দগ্ধ করবে ভুমিষ্ট না হওয়ার আক্রোশে।
তাই জিদ চেপে রাখি আর মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হই আামিও একদিন.....
যেদিন আমাকে নিয়েও লেখা হবে মানপত্র। গুনীজনেরা সভা সেমিনারে
তুষ্টি কথায়, বড় বড় বিশেষণে আমার ললাটে একে দিবে রাজটিকা।
স্বপ্ন উবে গেল !! যখন বেরসিক মাছিটা নশ্যাত করে দিলো আমার
দিবা স্বপ্ন। বড় কবি হবার ইচ্ছাটা চুরমার হয়ে খসে পড়লো আসমান
থেকে পপাত ধরনী তল। আমার এ কবিতা খানি তাই পাবেনা উষ্ণতা
শীতে কিংবা শীতল বারি উষ্ণতায়। অংকূরে বিনষ্ট হবে না ফোটার যন্ত্রণা
নিয়ে নিষ্ঠুর এ পৃথিবীতে অযত্নে অবহেলায়। তাই কবিতা তোমার ছু্টি।
প্রথম প্রকাশঃ ঢাকাঃ ০৯ সেপ্টেম্বরঃ ২০২০ ইং
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে আমূল পরিবর্তনের জন্য!!
সময় ও পরিস্থিতিতে মানুষ অভ্যস্ত হয়ে যায়।
তাই একসময় সব কিছুই ইতিবাচক মনে্ হয়।
ভালো থাকবেন।
২| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি অলরেডি একজন বড়ো কবি - ৭২-এ তো কেউ ছোটো কবি নন
শুভেচ্ছা রহিল বড়োকবি নূরু ভাই।
০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দশ বছর আগেই মৃত্যুর ডঙ্কা বাজিয়ে দিলেন সোনা ভাই
বাহাত্তর হবো আমি আরো বছর দশেক পরে যদি আয়ু পাই!
পৃথিবীর অসুখের কারনে পাল্টে গেছে হিসাব নিকাশ
বাঁচিবার ছিলো মোর সাধ তবে ভরশা না পাই।
দোয়া প্রার্থী।
৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওহহো, আমি তো কোথায় যেন দেখলাম আপনার এখন ৭২। যাই হোক, লিখেছিনু ঢের বেশি এটা মোর গর্বই
আর, ৭২ হলে মৃত্যুডঙ্কা বাজবে কেন? আপনি আরো ১০ না, ৬২ বছর বাঁচবেন, তখন হবেন ৭২ + ৬২ = ১৩৪
আপনার জন্য অনেক অনেক দোয়া, শুভ কামনা। আল্লাহ আপনাকে সুস্থ দীর্ঘ জীবন দিন।
০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনা ভাই বাংলাদেশের পুরুষদের গড় আয়ু
এখন ৭১,১ বছর। আমি যদি আরো
৬২ ব্ছর বেশী বাঁচতে চাই তা হলে কারোনা
কারো প্রতি অবিচার করা হবে। তারওতো
বাঁচতে সাধ হয় সুন্দর এ ভূবনে!!
দোয়া করবেন আল্লাহ যেন নেক হায়াত
আর ঈমানের সাথে মৃত্যু নসিব করেন।
৪| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:১৯
মনিরা সুলতানা বলেছেন: দারুন !!
০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মনিরা আপু
সুন্দর মন্তব্য প্রদানের জন্য।
৫| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:০০
কৃষিজীবী বলেছেন: যদিও কবিতা বোঝার মত জ্ঞান নাই , পড়তে ভালো লাগে তাই পড়লাম, ভালোই লাগলো। তবে আপনার ছড়াগুলি বেশিরভাগ সময়ই বিরক্তিকর মনেহয় । আমার আবার ইতিহাসের প্রতি বিশেষ দুর্বলতা আছে তাই আপনারে ভালো পাই, কিন্তু সম্প্রতি সময়ে আপনাকে ইতিহাসের চাইতে ছড়া লেখায় বেশি ব্যাস্ত মনে হচ্ছে।
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা ঠিক আমিও বুঝিনা
তবে মনে যা আসে তাই লিখে দেই
ছন্দবদ্ধ ভাবে যদিও এটা তার ব্যতিক্রম!!
আপনার ভালো লাগার জন্য ধন্যবাদ।
আগে ইতিহাস লিখতাম তবে ইদানিং সুত্র
নিয়ে খুব টানাটানি হচ্ছে! শঙ্কা হচ্ছে সূর্য
পূর্ব দিকে ওঠে তারও সূত্র দরকার হতে
পারে। তাই ওই পথে হাটা আপাতত বন্ধ!
নিত্যদিনের অসংগতিগুলো ছড়ার মাঝে
প্রকাশ করি তাতে সূত্রের কোন বালাই নাই।
আপনার বিরক্তি উদ্রেকের জন্য ধন্যবাদ।
সবাইকে খুশী করার কৌশল আমার জানা নাই।
আমার র্জ্ঞান সীমিত!!
৬| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:১২
স্প্যানকড বলেছেন: নুরু ভাই পুরা কাঁপায় দিছেন ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেন কি !!
টের পেলামনাতো কোথায় কাঁপলো
তবে একজন বিরক্ত হয়েছেন জেনেছি!!
আপনিও ভালো থাকবেন।
৭| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কবি আনোয়ার
ধন্যবাদ ও শুভেচ্ছো নিরন্তর।
৮| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:২৫
শেরজা তপন বলেছেন: 'একটি পঞ্চপদী গদ্যরীতির না কবিতা'
বাকি কবিতা কি পড়ব নুরু ভাই? শিরোনামের বাঙলা-টুকু যদি বুঝতে পারতাম~ তবে আমিও বড় সাহিত্যিক হতাম
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তপন দাদা আপনারা বিজ্ঞজন, সাহিত্য নিয়ে ভাবেন
দারুন সক গদ্য পদ্য লিখেন। আপনাদের দেখাদেখি
ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হ'লো তার সাধ
পঞ্চপদী হল পদ্যের এক বিশেষ ধরনের রচনা শৈলী,
যা সাধারণত ৫টি চরণে হয়। গদ্যরীতির আমার না কবিতায়
৫টি চরণ ব্যবহার করা হয়েছে তাই এটাকে পঞ্চপদী কবিতা
বলেছি আর যেহেতু এটা কোন কবিতার পর্যায়ে পড়েনা তাই
এটি না-কবিতা। আপনার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে
আগে বাড়বেন না ক্ষ্যান্ত দিবেন। কোন জোর দবস্তি নাই!!
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৪
কামাল১৮ বলেছেন: আজকের কবিতাটি মনোমুগ্ধকর।কবিতাতেই আপনাকে ভালো মানায়।এমন কবিতা আরো আশা করি।