নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমি নিতাই পণ্ডিত !!

০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৫:৫৮


আমি নিতাই পণ্ডিত !!
© নূর মোহাম্মদ নূরু

আমি যা বলি তা সবই ভাবি ঠিক
কার এমন সাধ্য বলে তা বেঠিক
কাজ কাম করি যা সবই নিখুঁত
আমি নিতাই পণ্ডিত!

বুদ্ধিতে পেট আমার আছে ফুলে ফেপে
জ্ঞান রাখি হাড়িতে কেজি দরে মেপে
তা থেকেই বিলাই আমি কিঞ্চিত
আমি নিতাই পণ্ডিত!

দুনিয়ার সব পচাঁ শুধু আমি ছাড়া
পঁচাদের ঝেটিয়ে করি ছাড়া পাড়া
পাড়ায় আমার মতো আর নাই সৎ
আমি নিতাই পণ্ডিত!

কেউ দেয় বাহবা কেউ উস্কানী
ভালো যা লাগে তা নিজ কানে শুনি
মন্দটা দূরে রেখে শুই হয়ে চিত
আমি নিতাই পণ্ডিত!

এই ভাবে দিন যায় আসে রাত ফিরে
তেলবাজ চাটুকার রাখে মোরে ঘিরে
মোটা মাথার গাধাদের কি করি বিহীত
আমি নিতাই পণ্ডিত!

যাক তারা গোল্লায় আমার কি আসে
শুকনা মরা কাষ্ঠই নদী জলে ভাসে
পেটে কিছু থাকলে ডুবিতাে নিশ্চিৎ
আমি নিতাই পণ্ডিত!


প্রকাশকালঃ ঢাকাঃ রবিবারঃ ৪ জুলাই ২০২১ ইং

© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৬

শায়মা বলেছেন: ভাইয়া এবারে বইমেলায় একটা বই বের করো।

এক টপিকে পঁচাপঁচি পোস্ট দিয়ে দিয়ে ছড়া লিখে লিখে তো মহা কাব্য করে ফেললে।

অবশ্য এতে ভালোই হলো বইমেলার জন্য একটা সঞ্চয় হয়ে গেলো।

এই প্রাকটিসটাকেই কাজে লাগিয়ে এবার ভালো কোনো টপিকে মন দাও ভাইয়ামনি।

এই বোরিং টপিকে আমি বোর হয়ে গেলাম। :(


০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সায়মা আপু ধন্যবাদ তোমাকে
আমি সাধারণত টপিক খুঁজিনা
টপিকই আমাকে খোঁজে !!
তোমার যদি এর চেয়ে
ভালো কোন টপিক
মাথায় থাকে
জানিও!

২| ০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: শুনে রাখো আমি নিতাই পণ্ডিত
করলে তেরি বেরি করে দেব চিত।
কুলো বেঁধেছি পিঠে আর তুলো দিয়েছি কানে
যত খুশি গালি দাও লাগে না মোর সম্মানে।

চামচারা তেল দেয় সুখে আর দুখে
খাঁটি তেলে ভাসিয়া আছি মহা সুখে।
যতই আমাকে শাস্তি দাও জেনো, নাই মোর লাজ
কটাক্ষ আর ব্যঙ্গ করাই আমার সব চেয়ে বড় কাজ।

ব্লগের নিয়ম আমি থোরাই কেয়ার‍্ করি
মডুদের কড়া কথায় নাহি আমি ডরি।
আবারও বলছি আমি শুধু চাই জিত
ভুলে যেয়ো না মোর নাম নিতাই পণ্ডিত।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বড়ই বিপদ যদি হয় একাধিক পণ্ডিত
কে হারে কে জিতে কে হবে চিত
আমি বাপু ভালো আছি গাধাদের নিয়ে
পিটিয়ে মানুষ করি স্কুলেতে নিয়ে।


৩| ০৪ ঠা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: নিরপেক্ষভাবে কেউ কিছু বলেনা ।প্রত্যেকেই তার নিজস্ব দৃষ্টিভংগিতে পরামর্শ বা সমালোচনা করে থাকে।

তেলবাজদের জয়-জয়কার সবসময় সর্বকালের ।জয়তু তেলবাজী।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ সরমর্ম বোছার জন্য!
তেলবাজ জিন্দাবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৯:৩৪

নজসু বলেছেন:



আপনার ছড়াগুলো আসলেই মারাত্মক।
বুঝলে বুঝপাতা; না বুঝলে তেজপাতা।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আহত হননিতো নজসু ভাই!!
তাহাদের ভাষা বুঝিবার আশা
হয়েছে দুরাশা!

৫| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১০:০১

সেলিম আনোয়ার বলেছেন: ব্যঙ্গ বিদ্রুপ উপমা এগুলো সাহিত্যের অংশ যেমন ক্রীতদাসের হাসি ... অনেক আছে। সমাজের অন্ধকার দিকগুলো পাঠকের চোখে আমজনতার চোখে তোলে ধরে অযাচিত অন্ধকার দূর এবং সচেতনতা তৈরি করা উদ্দেশ্য হয়ে থাকে। আশা করি দেশের হিতৈষী হিসেবে আপনার এ প্রতিভা ব্যবহৃত হবে। আসল কথা হলো ভালোবাসা দিয়ে জয় করা যায় সব।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ কবি!
আসলে কবি মনের খেয়ালই
হলো সবার সাথে সুসম্পর্ক
বজায় রাখা। কারো সাথে
কবির বৈরীতা কাম্য নয়।
তবে বর্তমানে ভালোবাসা
অর্থের কাছে পরাজিত তাই
ভালোবাসাও কিনতে হয়
টাকার বিনিময়ে।

৬| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:০৭

শায়মা বলেছেন: নতুন টপিক দিলাম করোনা এবং তুমি ।

এবার লিখবে কাল থেকে

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপু করোনা নিয়ে আমার আগে প্রকাশিত
লেখা্টি পড়লে নতুন করে আর হয়তে এই
টপিক যথার্থ মনে হবেনা। আমার ১ জুলাইয়ের
মহামারী করোনা!!
লেখাটি পড়ুন যেখানে আপনার পদধুলি পড়েনি
এখনো। মতামত জানাবেন

৭| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কোন পন্ডিতকে যে পচাইলেন,তার খবরই আছে।পন্ডিত কি কমেন্ট ব্যানে আছে?জানাবেন কিন্তু।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পণ্ডিতকে পঁচানো যায়না।
পণ্ডিতজনকে ভক্তি না করিলে
মুক্তি মিলবে না!!
শুধু এটুক জানুন যে, আমার পণ্ডিত
আর আপনার পণ্ডিত আলাদা ব্যক্তি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.