নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা বড়াই, গাধার লড়াই !!

০৩ রা জুলাই, ২০২১ রাত ১:০৯


মিথ্যা বড়াই গাধার লড়াই !!
© নূর মোহাম্মদ নূরু

মিথ্যা বড়াই কেন করো মূর্খ গাধার দল
সময় আছে দম্ভ ছেড়ে সহজ পথে চল।
যতই করো ফালা ফালি কাজ দেবেনা কিছু
মনে রেখ নিয়তি তোমার চলছে পিছু পিছু।

আজ নয়তো কাল তোমায় পড়তে হবে ধরা
যমদূতের মতো সে যে আছে পিছে খাড়া।
সরল সোজা পথটি ধরো বাকা পথটি ফেলে
সে দম্ভকারী করতে দমন বাড়িছে গোকূলে।

গাধায় কাদায় লড়াই করে ঘোলা করে পানি
ছুতা পেয়ে ব্যাঘ্র তাহার প্রাণটি নেবে জানি।
কি লাভ হবে তুমি বলো বাঘকে সুযোগ দিয়ে
বাগে পেয়ে বাঘে তোমায় ফ্রাই করিবে ঘিয়ে!

যেমন কর্ম তেমন ফল জ্ঞানী জনে কয়
সত্য পথে চললে কারো রবেনা ডর ভয়।
ক্যাচকি কলে পড়ে যাবে মূর্খ্ গাধা শুনাে
সদা সত্য বলি আমি সে কথাটা মেনো।

সত্য বলো সমঝে চলো না প্যাচাইয়া ত্যানা
দম্ভকারীর পরিণতি আছে সবার জানা।
বোঝা টানো আপন মনে কান রাখিও খাড়া।
ভার বহিতে বিকল্প নাই তোমরা গাধা ছাড়া!


প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ৩ জুলাই ২০২১ ইং

© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২১ রাত ৩:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
কাকে উৎসর্গ করলেন? গাধা কে?

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাধা চিনতে হয় তার সভাব,
আকৃতি ও গায়ের রং দেখে!!
কাক ময়ুর পুচ্ছ ধারণ করলে
কিংবা গাধা গায়ে ডোরাকাটা
দাগ মাখলেও কাকের কর্কশ
কণ্ঠ এবং গাধাকে পানিতে
চুবাইলে তারা আসল রুপে
ফিরে আসে। তখন তাদের
চিনতে কষ্ট হয়না। চোখ কান
খোলা রাখুন গাধা দেখতে পাবেন।

২| ০৩ রা জুলাই, ২০২১ সকাল ৯:৪৯

ইসিয়াক বলেছেন: হো হো হো.........

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাসির জোয়ার বাধ ভেঙ্গেছে
উথলে পড়ে আলো............
ও কবি ভাই তোমার
কবিতার খাতা খোল...........

৩| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৫:১৩

হাবিব বলেছেন: ইদানিং ছাগল আর গাধাদের পিছনে লাগলেন যে বড়!! :)

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাবিব স্যার !
ছাগল আর গাধা পিটিয়ে
মানুয করার একটা স্কুল খুলেছি !!!
তাই গাধা আর ছাগল সংগ্রহ করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.