নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মহামারী করোনা!!
© নূর মোহাম্মদ নূরু
মহামারী করেনাতে মরছে মানুষ প্রতিদিন
না খেয়েও মরতে হবে বাঁচা যে হবে কঠিন।
বছর দেড়েক গত হলো যাওয়ার কোন নামই নাই
কাজ কর্ম শিকেয় তোলা টাকা পয়সা কোথায় পাই?
টাকা ছাড়া ভাত মেলেনা রোগ সারাতে ওষূদ চাই
ধনী গরিব মজুর মু্টে কারো মনে শান্তি নাই।
লেখা পড়া বন্ধ আছে স্কুলেতে যায়না কেউ
হোটেল মোটেল পর্য্টনে সবখানে করোনার ঢেঊ।
এমন মরণ ব্যাধি এটা যারে ধরে ছাড়েনা,
মানুষও অবুঝ অতি স্বাস্থ্য বিধি মানেনা।
যমে মানুষ টানা টানি ধরে যখন করোনা
কিযে হবে আগামী কাল রয়ে গেছে অজানা।
সবার দেখি মলিন মুখ কারো মুখে হাসি নাই
কবে যাবে মহামারী কার কাছে যে ভরশা পাই!
করোনারাই মাঝে আবার আসছে ফিরে বর্ষাকাল
মরার উপর খড়ার ঘা চারি দিকে যাতাকল।
লকডাউনে বন্ধ সবই গাড়ী ঘোড়া চলেনা
দোকান পাটও বন্ধ রবে খুলবে কবে বলেনা।
জঠর জ্বালা বড় জ্বালা নীতি কথা মানেনা।
কি করে মিটবে ক্ষুধা তাও তারা জানেনা।
আসবে ফিরে সুদিন আবার চলে যাবে করোনা
সাহস নিয়ে যুদ্ধ করো মরার আগে মরোনা।
দেশে চলছে লক ডাউন কঠিন থেকে কঠিনতর
দোহাই লাগে করনাজী এবার মোদের দেশটা ছাড়।
প্রকাশকালঃ ঢাকাঃ ০১ জুলাইঃ বৃহস্পতিবারঃ ২০২১ ইং
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
০১ লা জুলাই, ২০২১ সকাল ১১:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশ প্রেমিক বাঙালী ভাই,
মানুষ আল্লাহর আইন ও
আদেশ নির্দেশ ভুলে গিয়ে
অপ্রকাশ্যে তাঁর বিধান ভঙ্গ করছে
যার পরিণতি এ্ই গজব।
তিনিই একমাত্র মুক্তিদাতা যদি
মানুষ তার ভুলের জন্য ক্ষমা চায়।
আল্লাহ বড়ই দয়ালু ও মেহেরবান।
২| ০১ লা জুলাই, ২০২১ সকাল ১১:৩০
মনির হোসেন মমি বলেছেন: এদেশের মানুষের ভাবগতি দেখে করোনা এমনিতেই বেহাল অবস্থায় আছে ।।
সরকারের সিদ্ধান্তহীনতা করোনা সংক্রমনের বড় শত্রু।
সব ঠিক হয়ে যাক করোনা নিপাত যাক।এই কাম্য।
কবিতা ভাল লাগল।
০১ লা জুলাই, ২০২১ রাত ৮:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মমি ভাই
আসলে করোনার লজ্জা সরমের
বালাই নাই। তা না হলে এ দেশের
সাধারণ মানুষ তাকে যেমন তুচ্ছ তাাচ্ছিল্য
করে তাতে তার সামান্য বোধ থাকলে দেশ
ছেড়ে পালাতো!!
৩| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৪০
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
মহান আল্লাহ আমাদের এই মহামারি থেকে দ্রুত মূক্তি দান করুন।
০১ লা জুলাই, ২০২১ রাত ৮:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সোহেল ভাই
মহান আল্লাহ আমাদের এই মহামারি থেকে
দ্রুত মূক্তি দান করুন। আমিন
৪| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৪০
মরুভূমির জলদস্যু বলেছেন: সকলের জন্য সুস্থ এক দুনিয়ার প্রত্যাশায়।
০১ লা জুলাই, ২০২১ রাত ৮:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জলদস্যু ভাই
পৃথিবীর সব মানুষ
করোনা থেকে নিরাপদ
থাকুক।
৫| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ২:০০
সনজিত বলেছেন: কবিতা ভাল লাগল
০১ লা জুলাই, ২০২১ রাত ৮:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা ভালো লাগার জন্য
আপনাকে ধন্যবাদ সনজিত দাদা
৬| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৫২
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ আমাদের এই মহামারি থেকে দ্রুত মুক্তি দান করুন।
০১ লা জুলাই, ২০২১ রাত ৮:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
''আমিন"
আপনার প্রার্থনা কবুল হোক
মহান আল্লাহর দরবারে।
৭| ০১ লা জুলাই, ২০২১ রাত ৯:৫৩
কামাল১৮ বলেছেন: আল্লাহই ভালো জানেন।আল্লাহর দান সাদরে গ্রহণ করতে হবে।
০১ লা জুলাই, ২০২১ রাত ১০:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রোগ ব্যধি মহামরী আর যত সব বালাই
সবই হলো গোমরাহির ফল নিজ নিজ কামাই।
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০২১ সকাল ১১:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একমাত্র আল্লাহ জানেন কবে এই মহামারী থেকে মুক্তি পাবো।