নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
দুটি পাখি একটি ছোট্ট নীড়ে
কেউ তো কারো পানে চায় না ফিরে।।
একি দুঃসহ ব্যাথা অস্ফুট হয়ে বাজে।
এ দুটি জীবন ঘিরে
কেউ তো কারো পানে চায় না ফিরে
গীতিকারঃ গাজী মাজহারুল ইসলাম
শিল্পীঃ শওকত হায়াত খান
(এত অভিমান! এত নিরবতা!!}
মান-অভিমান! সেকি শুধু মানুষের অধিকার নাকি মানুষের মতো পাখিদেরও কি রাগ, মা্ন অভিমান থাকে? একান্ত বাধ্য হয়ে এক ছাদের নিচে থেকেও দুটি মানুষ যেমন স্বতন্ত্র জীবন যাপন কেরে তেমনি পাখিদের বেলাতেও কি তাই ঘেটে!! যদি নাই ঘটবে তা হলে গীতিকার কেন এমন ধারার গান রচনা করবেন। বাস্তবতা বিবর্জিত সাহিত্য মানুষের কাছে গ্রহনীয় হয় না। তা হলেকি ধরে নিবো পাখিদের মাঝেও মান অভিমান, ক্ষোভ রাগ আছে? যদিও রাগ আর অভিমানের মধ্যে অনেক পার্থক্য আছে। রাগ একটি মানসিক মনোভাব, যা বিভিন্ন কারণে সৃষ্টি হয়। রাগ হলে মানুষ নেতিবাচক কাজে প্রলুব্ধ হয়। যে কারওর প্রতি রাগের সৃষ্টি হতে পারে। কিন্তু রাগের মধ্যে ভালোবাসা থাকে না, আর রাগের থেকে বেশি শক্তশালী অভিমান। যে অনুভূতি অনেক মৃদু, কিন্তু এর পরিধি অনেক বেশি বিস্তৃত। শুধু কাছের মানুষের প্রতি অভিমান সৃষ্টি হয়। অভিমানের মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। পাখিদের মাঝেও কি এমন হয়?
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সায়মা আপু পাখি দু'টো একসময় আপনার মতোই
অবিরাম বকর বকর করতো !! (গতকাল আপনি
যে ভাবে বকর বকর করছেন) এখন তাদের অভিমান
হয়েছে তাই কেউ কােরো পানেই ফিরে তাকায় না। মানুষও
মাঝে মাঝে এমন করে।্এক ছাদের নিচে এমনকি এক বালিশে
মাথা রেখেও তারা যোজন যোজন দূরের মানুষ!!
তবে একসময় সে দুরত্ব কমতে থাকে আবার ক্ষেত্র্ বিশেষ
তা বাড়তেই থাকে।
আপনার মন্তব্যে মজা পেলাম।
২| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: অভিমান ভেঙে যাক। প্রণয় হয়ে যাক।
২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিদের মন সহজ সরল হয় তাই
তারা বিচ্ছেদ নয় মিলন চায়!
কিন্তু দুষ্ট লোকরা কুটিল
স্ববাবের কারনে
ভালোবাসার
চেয়ে ঘৃনা
বেশী
করে।
৩| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬
খায়রুল আহসান বলেছেন: "পাখিদের মাঝেও কি এমন হয়"? আমার মনে হয়, হয়! পাখিদেরও নিজস্ব ভাষা আছে, প্রকাশভঙ্গিমা আছে, হয়তো তাদের মাঝে মান অভিমানও আছে।
গানটার কথার সাথে পাখিদুটোর ছবি দারুণ মিলে গেছে! + +
২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খায়রুল ভাই
সব প্রাণিদের নিজস্ব ভাষা থাকবে
এটাই স্বাভাবিক। তবে
অন্য্ প্রাণির ভাষা বোঝা
গেলেও মানুষের ভাষা
বোঝা কঠিন। কাতের
কোনটা সঠিক আর
কোনটা বেঠিক
তা মালুম করা
দুঃসাধ্য!!
৪| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট
২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবির মতো ছবি আপু ইদানিং
দুই শব্দে মন্তব্য সারেন !!
আপনারও কি এ্ই
পাখি দুটোর মতো
অভিমান !!
৫| ২৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৪
নিয়াজ সুমন বলেছেন: শুধু মানুষ নয়, পাখিদেরও মান অভিমান আছে বৈ কি
২৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ নিয়াজ সুমন।
আপনি পাখিদের ভাষা বোঝেন !!
আমি বুঝতে চেষ্টা করি। আমার ধারণা
মানুষের ভাষা বোঝার চেয়ে পশু পাখিদের
ভাষা বোঝা সহজ। কারণ তাদের মাঝে
কুটিলতা নাই।
৬| ২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: কিতা কইতাম ভাইজান!!!!
ভাবতাম আমরা মানুষ,আমাদের জীবনের জটিলতায় এবং অভাবের কারনে এত মান-অভিমান আমাদের মাঝে । এহন এই ছবি দেইখা বড়ই চিন্তায় পড়ে গেলাম ।
খালি এই দুনিয়ায় আমরাই একলা না যাদের মাঝে ইরকম হয় । উনাদের মাঝেও হয়।যাউকগা অনেকদিন পরে মনে শান্তনা পাইলাম যে আমাদের সাথে আরো কেউ আছে যারা এই আকাম করে।
পোস্টে +++।
২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিচ্ছু কহবার নাই।
মানুষের দেখাদেখি
উহারাও স্বার্থপর হইয়া
গিয়েছে। কথায় বলেনা
মাটির ঢেলা ফুল বাগানে
থাকলে তার থেকেও ফুলের
সুবাস আসে আর যদি সে
দুর্গন্ধযুুক্ত জায়গায় র্থাকে
তখন তার থেকে দুর্গন্ধই
আসে।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২১ দুপুর ২:৩৬
শায়মা বলেছেন: মনে হচ্ছে দুইটাই ঝগড়ু নাম্বার ওয়ান পাখি।
কেমন গাল ফুলায় আছে। মনে মনে বলছে দাঁড়া তোরে কেমনে সাইজ করি তার বুদ্ধি বের করি।