নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
এবার তোরা মানুষ হ !!
© নূর মোহাম্মদ নূরু
আল্লাহ রসুল (সঃ) ভুলে গিয়ে অহমিকা করেছো জাহির
অফুরন্ত ক্ষমতা নিয়ে ঘর থেকে কেন হওনা বাহির?
পর্যুদস্ত মানব জাতি অদৃশ্য এক কঠিন রোগে
প্রতিষোধক নাইকো যাহার অন্তহীন কষ্টে ভোগে ।
কোথায় তোমার বজ্র নিনাদ দেখাও দেখি এবার তবে!
ক্ষমতা তোমার আছে কত এবার তা বোঝা যাবে!
মুখে শুধুই বড় বোল হেন করেঙ্গা তেন করেঙ্গা
করোনা এসব ধার ধারেনা বাগে পেলে নেহি ছারেঙ্গা।
গরীব মানুষ অনাহারে পরিজনের আহার নাই
হাত পাতে জঠর জালায় বাচতে হলে খাবার চাই।
গরীবের ত্রানের চালে বাড়াও তোমার কালো হাত
ধরা পড়ে অবশেষে খুয়ালে যে তোমার জাত।
হাত পা থাকলেই হয় না মানুষ না থাকিলে মান আর হুস
সময় এখন হুস ফেরাবার যদি তোরা বুঝতে পারিস।
সময় আছে বুঝতে শেখ মা্নুষ তুমি তুচ্ছ অতি
পাপাচার ভুলে গিয়ে ধর্ম কর্মে হওগো মতি।
যতই করো ফালা ফালি লাটাই কিন্তু তারি হাতে
তাইতো বলি দয়া মাগো সকাল বিকাল সন্ধ্যা রাতে।
সৃষ্টিকর্তা দয়ার সাগর বান্দাকে সে ভালোবাসে
ইচ্ছা নয় তাহার কভু মানবের জীবন নাশে!
কষ্ট ক্লেশ যাহা আসে আমাদের কর্মদোষে
ফিরতে হবে তাহার কাছে ক্ষনিকের এইজীবন শেষে।
নিজের বলে নাইরে কিছু সব এবার ভুলে যা
হাত পা ওয়লা প্রাণি গুলো এবার তোরা মানুষ হ!
প্রথমপ্রকাশঃ ঢাকা ১৫ এপ্রিল ২০২০ ইং
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দুর!!
পবিত্র কোরআন মানুষের পূর্ণ জীবন
বিধান। কোরআনের মাঝে সব ফর্মূলা
দেওয়া আছে বিশ্বাসীদের জন্য।
অতএব (হে জ্বীন ও মানুষ!) তোমরা
তোমাদের প্রতিপালকের কোন নেয়ামতকে
অস্বীকার করবে?
সূরা আর রাহমানঃ আয়াতঃ ১৩
২| ২৮ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯
খেলাঘর০২ বলেছেন: চোরে না শুনে ধর্মের কাহিনী
২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
The devil would not listen to the scripture.
৩| ২৮ শে জুন, ২০২১ দুপুর ১২:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর
২৮ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট কবি ভাই
আপনার কুশল কামনা করছি।
৪| ২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
স্প্যানকড বলেছেন: আর হইছে মানুষ ! প্রমাণ তো পাইছেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। খুব সুন্দর হইছে।
২৮ শে জুন, ২০২১ রাত ৯:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রমাণ আপনিও পা্ইছেন
আমিও পাইছি!!
আমার মনে হয়
কিছু বদ ছাড়া
সবাই পাইছে।
তাই আফসোস
নাই।
৫| ২৮ শে জুন, ২০২১ রাত ১০:১৩
হাবিব বলেছেন: জাতি কি কথা শুনবে?
২৮ শে জুন, ২০২১ রাত ১০:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাবিব স্যার, না শুনুক
আমার তাতে কি!!
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২১ রাত ১২:৪১
কামাল১৮ বলেছেন: দয়া ময় আল্লাহর দয়ার দান মানুষের তরে।আল্লাহ মহান তাই তিনি করোনা দেন।কিন্তু ভ্যাকসিন দেন না।কোরানের কোথাও ভ্যাকসিনের ফরমুলা লুকানো আছে মুমিনরা খুঁজে পায় না।