নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়
তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায়।
গানের কথাঃ কেজি মুস্তাফা, শিল্পীঃ শাহনাজ রহমতুল্লাহ, সুরকারঃ রবিন ঘোষ।
ফুলের কানে ভ্রমর গুনগুন করে স্বপ্নভরা সম্ভাষণ জানিয়ে নিমন্ত্রণ জানায় বসন্তের। কোটি কোটি বছর ধরে ভ্রমর ও ফুলের মধ্যে পরস্পরের জন্য লাভজনক এক সম্পর্ক গড়ে উঠেছে। ভ্রমর বা মৌমাছি মধু বা নেকটার সংগ্রহের জন্য যখন ফুলের ওপর বসে তখন তাদের শরীরে ফুলের পরাগ লেগে যায়। পরবর্তীতে সেই মৌমাছি বা ভ্রমর যখন অন্য কোনো ফুলের ওপর বসে তখন পরাগায়ন ঘটে। তবে এটি এমনি এমনি ঘটে না। এর জন্য ফুল ও ভ্রমরের মধ্যে এক ধরনের বিশেষ আকর্ষণ ও কথোপকথন চলে। মৌমাছি ও ভ্রমর জাতীয় পোকা ফুলের কাছ থেকে মুধু (Nectar) ও পরাগ পায়। তার বদলে পোকাগুলি পরাগায়নের দায়িত্ব পালন করে। কিন্তু ভ্রমর যদি বসার পর কোনো ফুল থেকে মধু না পায়, তাহলে সে আর সেই ফুলে বসবে না। এতে ওই ফুলের পরাগায়নও আর হবে না। তাই রাগবহনকারীদের নিরাশ করার সাধ্য ফুলের নেই। সেটাই বাস্তব ঘটনা। অনেক শক্তি ক্ষয় করে ভ্রমরকে ফুলের উপর ওঠানামা করতে হয়, নেকটার খুঁজতে হয়। আপাতদৃষ্টিতে ফুল মুখের উপর বলে দিতে পারে না, ‘দেখো তোমার জন্য আমার কোনো নেকটার নেই! তাহলে সেগুলি আর ফিরে আসবে না। ফুলের কুঁড়ির উপর ভ্রমর যে পরাগায়ন প্রক্রিয়া চালায়, সেটা নতুন বিষয় নয়। এবার বিজ্ঞানীরা ফুল ও ভ্রমরের মধ্যে ‘কথোপকথন’-এর রহস্য ভেদ করেছেন। ভ্রমর ও ফুলের মধ্যে নানা কথার আদানপ্রদান চলে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের প্রোফেসর ডানিয়েল রোব্যার্ট ফুল ও পরাগবহনকারীদের মধ্যে এই ‘জাদুময় সংযোগ’ পরীক্ষা করছেন৷ তিনি বলেন, ‘‘বেশ কিছুক্ষণ ধরে ফুলগাছগুলির দিকে তাকিয়ে থাকলে বোঝা যায় যে ভ্রমর মোটেই যে কোনো ফুলের উপর বসে না; বরং যে ফুলে সবে অন্য পোকা বসেছিল, সেটি এড়িয়ে চলে। অনেক সময় ধরে যে সব ফুলে কোনো অতিথি আসে নি, ভ্রমর সেগুলির খোঁজ করে। সে সব ফুল নেকটার বা মিষ্টি রসের আধার ভরার যথেষ্ট সময় পেয়েছে। আমার মনে হয়, ভ্রমর সেটা টের পায়।’’ তিনি আরো বলেন, এখন কথা হলো- একটি ফুলে মধু আছে কি নেই সেটি সে ভ্রমরকে বসার আগে কীভাবে জানায়। কারণ ফুল দ্রুত নিজের রং, গন্ধ বা আকার পরিবর্তন করতে পারে না, যে এসবের মাধ্যমে সে ভ্রমরকে সংকেত পাঠাবে। তাই তারা গবেষণা করে দেখেছেন ফুল তার নিজস্ব ইলেক্ট্রো-স্ট্যাটিক সম্ভাবনা দ্রুত বদলাতে পারে পারে। তাই তারা ধারণা করেন, এর মাধ্যমেই ফুল ভ্রমর বা পরাগবাহীদের সংকেত দিয়ে থাকে।
ভ্রমর যে ইলেক্ট্রো স্ট্যাটিক ক্ষেত্র টের পায়, প্রোফেসর রবার্ট গবেষণাগারে তা প্রমাণ করতে পেরেছেন৷ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভ্রমরের কলোনিকে সেই পরীক্ষায় শামিল করা হয়েছিল। গবেষকরা অতি ক্ষুদ্র নেগেটিভ চার্জ তৈরি করে নেকটার-ভরা ফুলের নকল করেছিলেন৷ ভ্রমর এত সূক্ষ্ম তারতম্য সত্ত্বেও প্রতিক্রিয়া দেখিয়েছে। নিউরো বায়োলজিস্টরা এমনকি ফুল ও ভ্রমরের মধ্যে ‘কথোপকথন’ শ্রবণযোগ্য করে তুলতে পারেন।
সূত্রঃ ভ্রমর ও ফুলের মধ্যে সংলাপ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
২৭ শে জুন, ২০২১ বিকাল ৩:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেইখেন কারো যেন
নজর না লাগে !!
২| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে জুন, ২০২১ বিকাল ৫:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ সুন্দরের পুঁজারী !!
তাই সবাই সুন্দর মানুষ খোজে
সুন্দর মন কেউ খোজে না।
কিন্তু জীবন গড়তে সুন্দর মানুষের
প্রয়োজন নয় প্রয়োজন হয় সুন্দর মনের।
৩| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২২
মনিরা সুলতানা বলেছেন: বাপ রে ভ্রমরের তো দেখছি বেজায় নাক উচা।
ভালো পোষ্ট ভাই।
২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুম ভ্রমর কারো দলিতো ফুলে বসেনা।
কারো স্পর্শ করা ফুল ছুয়েও দেখেনা।
৪| ২৭ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪১
কামাল১৮ বলেছেন: কোটি কোটি বছর কোন হিসাবে বললেন।ধর্মীয় না বৈজ্ঞানিক কোনটা,নাকি কথার কথা।
ভালো কিছু তথ্য দিয়েছেন, পড়ে ভালো লাগলো।
৫| ২৭ শে জুন, ২০২১ রাত ১০:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কামাল সাহেব
আধুনিক ভূ-তাত্ত্বিকদের মতে পৃথিবীর জন্ম হয়েছিলো আজ
থেকে প্রায় ৪৫০ কোটি বছর আগে। আর আজ থেকে প্রায়
২০ কোটি বছর আগে পৃথিবীতে ছিলো ডায়নোসরদের বসবাস।
সুতরাং কো্টি কোটি বছর আগে পৃথিবীতে ফুল আর ভ্রমর থাকবেনা
তা কি করে সম্ভব? শুধু আপনার জন্য বলছি
যেসব উদ্ভিদবিজ্ঞানী উদ্ভিদের ফসিল নিয়ে গবেষণা করেন, তাঁরা জানিয়েছেন
যে পৃথিবীর প্রথম ফুলটি ফুটেছিল আজ থেকে ১৭ কোটি ৪০ লাখ বছর আগে।
এ পর্যন্ত জানা সবচেয়ে প্রাচীন সপুষ্পক উদ্ভিদ প্রজাতিটির নামকরণ করা হয়েছে
নানজিঙ্গানথাস ডেন্ড্রোস্টাইলা (Nanjinganthus Dendrostyla)।
মাথা খাটান, বুদ্ধি বাড়ান !!
ভালো লাগার জন্য ধন্যবাদ। তবে ভালো কিছুর দাম সবার
কাছে পাওয়া যায়না। মানুষ এখন আসল হীরা রেখে কাঁচকাটা
হীরের বেশী কদর করে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২১ দুপুর ২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট