নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

অকাট-মূর্খ গাধা !!

২৩ শে জুন, ২০২১ রাত ১১:৩১


অকাট-মূর্খ গাধা !!
© নূর মোহাম্মদ নূরু

এক বনেতে দেখা গেল তিনটি গাধার ছানা,
নাদুস নুদুস দেখতে তবে একটা ছিলো কানা।
দুইটি গাধা খুশী মনে থাকে মায়ের সাথে,
তিন নম্বরটা শুধুই লাফায় ঘুমায়না ও রাতে।

সবল হলো দুইটি গাধা আদর পেয়ে মায়ের,
কানাটা তো লাফায় শুধু জৌলুশ দেখে ভায়ের।
নিজের দিকে দেয়না নজর তিন নম্বর ছানা,
অন্য দুটা সুযোগ নিলো জানলোনা তা কানা।

লাফা-লাফি, ছোটা ছুটি কানা গাধা করে,
এরে গুতায় ওরে মারে কারো ধার না ধারে।
কানা গাধা ভাবে মনে বুদ্ধি তাহার ভারী
সবার আগে কথায় কাজে করে মাতুব্বরী!

অসময়ে বেসুরা গলায় গেয়ে ওঠে গান
পোলাপাইনকে বলে আমার কান ধরে দে টান।
পোলাপানে টে্নে টেনে কান ছিড়িল তার
কান এর ব্যাথায় কাতর কানা মুখে নাই আহার।

কানা গাধা বোঝেনা যে কখন কোন ভাও,
গায়ের জোরে বাঘকেও সে বলতে গেছে ম্যাও!!
অন্য দু'টা আপন মনে খাচেছ কচি ঘাস
তিন নম্বার বাচ্চা নিজের করলো সর্বনাশ।

সময় থাকতে সমঝে চলো কানা গাধার দল,
নিজের ভালো সবাই বোঝে হলেও পাগল।
হাত দিওনা সাপের গর্তে না যেনে তার মন্ত্র ,
বে ঘোরে প্রাণ হারাবে দাওনা এবার ক্ষ্যান্ত।


প্রকাশকালঃ ঢাকাঃবুধবারঃ ২৩ জুন ২০২১ ইং

© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:৩৪

কামাল১৮ বলেছেন: আবার ব্লক করেছেন।

২৩ শে জুন, ২০২১ রাত ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাকে, কখন, কেন?
মানে কি!

২| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:৩৭

কামাল১৮ বলেছেন: কমেন্ট করে না যাওয়াতে লিখলাম,দুঃখিত ।

২৩ শে জুন, ২০২১ রাত ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কোথায় কমেন্ট করতে হবে !!

৩| ২৪ শে জুন, ২০২১ সকাল ৭:৫২

ঢাবিয়ান বলেছেন: কবিতা ভাল হয়েছে। তবে কাদের উদ্দেশ্যে বুঝলাম না =p~

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঢাবিয়ান ভাই আপনাকে ধন্যবাদ।
আমিতো গাধার তিন নম্বর কানা
বাচ্চার কথা বলতে চেয়েছি।
আশা করি বুঝতে পারছন

৪| ২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২৭

অগ্নিবেশ বলেছেন: ডাইরেক্ট বলাই তো ভালো, গীবত গাওয়া গুনার কাজ। এই কোবতের জন্যই হয়ত আপনি হুর কিছু কম পাইবেন, আল্লায় মালুম।

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অগ্নিবেশ ধরলে যেমন দরবেশ কয়না
তেমনি সত্য কথা বললেও গীবত হয়না।
আল্লাহ জানেন ভালো কার অন্তর ভালা
আর কার অন্তর কালো!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.