নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
গাধার ছাগল দর্শন
© নূর মোহাম্মদ নূরু
গাধা বাবু বেজায় কাবু বোঝা বইতে বইতে
ছাগলগুলো সহ্য হয়না সুখ পারেনা সইতে!
নাদুস নুদুস ছাগলগুলো লাফায় তাথৈ থৈ
গাধা ভাবে আমি কেন এত বোঝা বৈ!!
ভাগ্যগুনে ছাগলগুলো খায় যে কচি ঘাস
গাধা কেবল খেটেই মরে দেয় যে উপবাস!
ভাবছে গাধা ছেড়ে যাবে মহাজনের বাড়ি
কাজ কর্ম করবেনা সে দিলো কঠিন আড়ি!!
মালিক যখন টের পেয়েছে গাধার মনোভাব
কঠিন বাড়ি মারলো ঝাড়ি গাধায় মারে লাফ!
তিড়িং বিড়িং যতই করে মালিক নাহি ছাড়ে
মস্তবড় চিনির বস্তা তুলে দিলো ঘাড়ে!
ধীর পায়ে চলে গাধা নানা ফন্দি আটে
পানি পানের অযুহাতে নামলো পুকুর ঘাটে!
মন্দ বুদ্ধি দুরভিসন্ধি গাধার পেটে পেটে
ঝাড়ি খেয়ে রয়েছে সে মনিবের উপর চটে!
ভাবতে ভাবতে পুকুরেতে পড়লো হয়ে কাত
চিনি সবই গলে গেলো করলো বাজিমাত।
মালিক তখন ভাবছে বসে অকর্মন্য গাধা
তাকে দিয়ে কাজ হবেনা বৃথাই তাকে সাধা।
পরের দিনই বেচে দিল দুর গায়ের এক হাটে
এক মুচি কিনলো তাকে চামড়া যদি জোটে।
করলো জবাই চামড়া ছিলে শুকায় লবন দিয়ে
জুতা বানায় ছোট বড় গাধার চামড়া দিয়ে।
ছাগল দেখে হিংসা করা গাধা গাধার কিযে হাল
অসময়ে তুলে নিলো তাহার গায়ের ছাল।
হিংসা করার পরিণতি সবাই দেখে শেখো
পাপের সাস্তি পেতেই হবে কথা মনে রেখ।
© নূর মোহাম্মদ নূরু
প্রকাশকালঃ ঢাকাঃ মঙ্গলবারঃ ২২ জুন ২০২১ ইং
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ হাবিব স্যার
আপনার ভালো লাগার জন্য।
গাজীসাবের সাথে কি আপনিও..........
©somewhere in net ltd.
১| ২৩ শে জুন, ২০২১ সকাল ৮:০৬
হাবিব বলেছেন: কবিতা ভালো হয়েছে। চাঁদগাজীও লাইক দিয়েছেন।