নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ প্রতিযোগিতাঃ আমারও ইচ্ছা হলো

২১ শে জুন, ২০২১ বিকাল ৪:০০


সামু ব্লগ টিমের আহ্বানে সাড়া দিয়ে সবা্ই ছবি ব্লগ প্রতিযোগিতায় নাম লিখাচ্ছে। সবার দেখা দেখি আমারও ইচ্ছা হলো সামুর আহ্বানে সাড়া দেবার। যে হেতু আমি ফটোগ্রাফার নই তাই আমার ছবি প্রতিযোগিতায় টিকবে এমন দূরাশা আমার নাই। তবে সবার সাথে তাল মিলাতে আমারও ইচ্ছা হলো কয়েকটি ছবি শেয়ার করার যা বিভিন্ন সময়ে আমার স্যামসাং গ্যালাক্সি নেট ২ (SAMSUNG GALAXY NOTE- II) এ তোলাঃ

১। আমার গ্রামের বাড়ি
ক)
খ)
২। আমাদের গ্রামের বাজার
ক)
খ)
গ)
৩্। হাউজিং প্রজেক্ট (মাওয়া সংলগ্ন)
ক)
খ)
৪। নিরালা হোটেল (মাওয়া সংলগ্ন)
ক)
খ)
৫। ব্লগ ডে ২০২০ ইং

৬। বুড়িগঙ্গা নদী

৭। মিনি কক্সবাজার, চাঁদপুর

৮। একটি আবাসিক প্রজেক্ট, বসিলা

৯। স্মৃতির পাতায় আমার টেলিভিশন

১০। বুদ্ধিজীবী স্মৃৃতিসৌধ চত্তর (রায়ের বাজার)

১১। আমার একমাত্র্ পৌত্র
ক)
খ)
গ)

সামুর ছবি ব্লগ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য রইলো শুভেচ্ছা ও শুভকামনা।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৪৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:২০

ঢুকিচেপা বলেছেন: আপনি তো দারুণ টেকনিক খাটিয়েছেন!!
প্রতি শিরোনামের আবার ক, খ দিয়ে, ১২ টা পর্যন্ত দেয়া যায় সে হিসাবে ১টা ঘর এখনো বাকী আছে।
তা ৬ নম্বর বুড়িগঙ্গা নদী ছোট হয়ে গেছে নাকি মোবাইলের স্ক্রীন ছোট ?

তবে আপনার পৌত্র’র ছবি সুন্দর হয়েছে।

প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঢুকিচেপা ভাই
আমি সহজ সরল মানুষ
টেকনিক ফেকনিক বুঝিনা।
সবার দেখাদেখি আমারও ইচ্ছা
হলো তাই দিলাম। বাকীর নাম ফাঁকি!!
বুড়িগঙ্গার ছবিটা আমার তোলা ভিডিও থেকে
নেওয়া সে কারণে হয়তো স্ক্রীন ছোট হয়ে গেছে ।
শুভকামনার জন্য ধন্যবাদ যদিও চাঞ্চ নাই !!

২| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:২৩

শেরজা তপন বলেছেন: কি বলব বুঝতে পারছি না -বিরাট টেনশনের ব্যাপার!!!!! :-0 B:-)
ও নুরু ভাই, প্রথমে তো তালগোল পাকায় ফেলছিলাম- আস্তে আস্তে বুঝে আসল :)

গ্রামের বাড়ি বলে গ্রামীন ব্যাঙ্কের ছবি দিলেন!! ( পরে বুঝলাম -এইটা আসলে আপনার বাড়ির ঠিকানা জানানোর কৌশল! দাওয়াত নিলাম)
বাজারের কথা বলে আওয়ামীলীগের সাততলা ইউনিয়নের স্থানীয় কার্যালয়ের ছবি দিয়ে বিসমিল্লাহ করলেন!!! ( রাজনীতিতে যোগদানের আশা আছে- আর বাজারের মাথায় সরকারি দলের হাত আছে)
মাওয়া ঘাটের 'হোটেল ও রেস্টুরেন্ট' এর ডাবল বিজ্ঞাপন দিলেন( ছবিটা ভাল হইছে-ভুল করে ডবল হৈসে)!!!! সাথে জলমগ্ন হাওজিং প্রজেক্ট 'পুস্পধারার' বিজ্ঞাপন( এইটা মনে হচ্ছে আপনার শরিক আছে :) )
সম্ভবত কাভা ভাই বলেছিল সর্বোচ্চ ১২ খানা ছবি দেবার কথা- দিলেন ২০খানা!!!
তবে মাশাল্লাহ পৌত্র আপনার হিরো হইসে। :) :)

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তপন দাদা কোন ব্যাপারই না !!
কোন টেনশন নিবেন না !! ম্যায় হু না !!
দাওয়াত রইলো সাতলা বিলের সাপলার স্বর্গে !
ওই হোটেলে এ্কবার খাইছিতো ডবল দামে তাই
ডবল হা হা হা =p~ !! পুস্পধারা এখন আর জলমগ্ন নয়!
ওই রাস্তায় যাওয়া হলে দেখে নয়ন জুড়াবে। শরিক করবার
চেষ্টায় ছিলো, এখন বাতিল। আপনার সখ থাকলে আওয়াজ দিয়েন।
পৌত্ররা হিরোই হয়, হিরো আলম নয় !! :`>

৩| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:২৩

হাবিব বলেছেন: একই বিষয়ের ছবি বার বার না দিলে মনে হয় ভালো হতো। শুভকামনা রইলো।

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুভকামনার জন্য্ ধন্যবাদ
পৌত্রের বিভিন্ন বয়সের ছবি
এটাকে কি বার বার একই বিষয়
বলছেন ?

৪| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ভাইয়া আপনার ছবি গুলো ও সুন্দর !
ইশ আমার তো এখন ই ঝাঁপিয়ে নামতে ইচ্ছে করছে ছবি ব্লগে।

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপু নাইমা পড়েন
তবে সাবধান বেশী পানিতে
নামবেন না !! আমি বরিশালের
পোলা সাতার জানি, আপনাকে নিয়ে
ভয় !!

৫| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৩

মিরোরডডল বলেছেন:




১১। আমার একমাত্র্ পৌত্র

পৌত্রকে পছন্দ হয়েছে :)


২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে আশায় গুড়ে বালি।
কোন চাঞ্চ নাই!!
ওর দাদী আগেই বুকিং
দিয়ে রাখছে !! :-P

৬| ২১ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৬

আমি সাজিদ বলেছেন: চমৎকার ছবি।

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আপনি সাজিদ !! =p~

৭| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:০২

আলমগীর সরকার লিটন বলেছেন: আমার মাথার ছবিটা দিয়েছেন --------

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার মাথা আপনার ঘাড়ের উপর নাই !!
হায় হায় কন কি? পড়ে কল্লা কাটার মামলা
খামু নাকি !!

৮| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:০৭

শাহ আজিজ বলেছেন: লোটা কম্বলের ছবি দিলে পূর্ণ হবে মনু । B-)

২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাই চিন্তার কারণ নাই
বিসমিল্লাহ হোটেলে আসেন
লােটা কম্বল ধরাই দিমুনে !!

৯| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২১

নতুন বলেছেন: ২ (ক) বোঝা গেলো রাজনিতি করার ইচ্ছা আছে আপনার B-))

২১ শে জুন, ২০২১ রাত ১০:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নতুন ভাই
মানুষ এখন আর সামাজিক জীব নয়
তারা এখন রাজনৈতিক জীব। জন্মের
পরই মানুষ রাজনীতিবিদ।

১০| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

কামাল১৮ বলেছেন: ছবি দেয়ায় নতুনত্ব আছে।বাজারে লোক দুইজন,তারা আবার মোল্লা,মনে হয় মোল্লার হাট।সাফল্য কামনা করি।

২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একেই বোধ হয় বলে শকুনের চোখ !!
সে যা খোঁজে তা দূর আকাশ থেকেও
ঠিকই নিশানা করে নেয় !!

১১| ২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো। তার মধ্যে আপনার ছেলের ছবিটি দেখে অনেক খুশি হলাম। ওর জন্য শুভকামনা রইল।

২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সুজন ভাই সামান্য সংশোধন !!
ছবিটি আমার ছেলের ছেলের মানে
আমার পৌত্রের! তার জন্য দোয়া প্রার্থী।

১২| ২১ শে জুন, ২০২১ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,





তালে তাল মেলানোর জন্যে ধন্যবাদ।
ভাজ নেয়া পৌত্রের ছবি সব ক'টাই সুন্দর।

২১ শে জুন, ২০২১ রাত ১০:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তালের সাথে তাল দেবার মানুষের অভাব না্ই
অভাব শুধু দুধ দেওয়ার মানুষের।
ধন্যবাদ আহমেদ জী এস ভাই
পৌত্রের জন্য দোয়া প্রার্থী।

১৩| ২১ শে জুন, ২০২১ রাত ৮:০৭

ঢাবিয়ান বলেছেন: আপনার গ্রামের বাড়ির ছবি দেখে খুব ভাল লাগলো

২১ শে জুন, ২০২১ রাত ১০:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ ঢাবিয়ান
নিমন্ত্রণ রইলো!
ঠিকানা দেওয়া আছে
সমস্যা হবার কথা নয়।

১৪| ২১ শে জুন, ২০২১ রাত ১০:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর পোস্ট। ছবিগুলো খুবই সুন্দর। একেবারে শেষের দিকে ছোট্ট বাবুর ফটোগুলো আমার খুবই ভালো লেগেছে।
এখন তো ব্লগের ছবি উৎসব চলছে। এমতাবস্থায় আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? দেখে মনে হচ্ছে ফোটোগ্রাফিতেও আপনি ডিলারসিপ নিয়েছেন।তা থেকে গোটা দশেক ছবি যদি আমাকে দিতেন তাহলে এ যাত্রায় ছবি ব্লগ সিরিজে নাম লিখিয়ে নিজের ব্লগ আইডিটা অক্ষত রাখতে পারতাম।একটা অনুরোধ ছবিগুলো পাঠাবেন যেন কাকপক্ষী টের না পায়। হেহে হে...

২১ শে জুন, ২০২১ রাত ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ পদাতিক দাদা
ছবি সব সময়ই সু্ন্দর হয়। কারণ
ছবিতে কুটিলতা বা জটিলতা নাই।
যত কুটিলতা ও জটিলতা মানুষের
মাঝে। ছোট্ট বাবুটি এখন আর ছোট্টটি
নেই। সে এখন গান ধরে ললনা ছলনা
বোঝো আবেগ বোঝোনা!

আপনার অনুরোধ পালিত হবে যদি
আমি জিতে যাই, যদিও সে চান্স নাই।

১৫| ২২ শে জুন, ২০২১ রাত ২:৩৩

সোহানী বলেছেন: ঠিকানা পেলাম, এবার কবে যাবো তার সময়টা বলে দিয়েন :P

ছবিতে ভালোলাগা আর বংশধরতো দারুন স্মার্ট।

২২ শে জুন, ২০২১ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সোহানী আপু মেহমানের জন্য আমার অবারিত দ্বার
যেখানে কবি গুরুর মতো করুন ভাবে
আপনাকে বলতে হবেনা
খোলো খোলো দ্বার, রাখিয়ো না আর
বাহিরে আমায় দাঁড়ায়ে।
সময় সুযোগ মতো চলে আসুন
যে কোন তিথিতে!
বংশধরের জন্য দোয়া করবেন।

১৬| ২২ শে জুন, ২০২১ সকাল ৯:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ইলিশ এবং পৌত্র ভাললেগেছে।

২২ শে জুন, ২০২১ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাছের রাজা আর আমার
বংশের রাজা ভালাে লাগা
ভিন্ন অন্য কোন পথ নাই!!

১৭| ২২ শে জুন, ২০২১ সকাল ১০:৪২

হাসান রাজু বলেছেন: সত্যি বলছি, সব না কিন্তু বাজারের কয়টা ছবি ভালো লেগেছে । একেবারে চিরচারিত চিত্র এসেছে। কোন আগাম প্রস্তুতি নাই ছবির সবগুলো সাবজেক্ট সহজাত ভঙ্গিতে আছে।

একটা লাইক তো আপনার পাওনা।

২২ শে জুন, ২০২১ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রাজু ভাই আপনার সত্য কথনের জন্য ধন্যবাদ।
বহুদিন পরে এলেন। আমি ফটোগ্রাফার ন্ই
বলেই এমন সহজ ও সাধারণ ছবি।

১৮| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:৪২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি!!

২২ শে জুন, ২০২১ সকাল ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী
মন্তব্য্ প্রদান করে উৎসাহিত করার জন্য।

১৯| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৫১

মোঃমোজাম হক বলেছেন: অফিসের সামনে একঝুরি লাউ রাখাটা হাস্যকর :P

২২ শে জুন, ২০২১ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার কোন দোষ নাই
আমি কিন্তু রাখি নাই !!

২০| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:২২

সামিয়া বলেছেন: মাশাল্লাহ আপনার নাতি তো একদম হিরো, সুন্দর হয়েছে ছবি ব্লগ

২৩ শে জুন, ২০২১ রাত ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব দাদিরা আমার নাতির
পিছে লাগছে কেন !!

দোয়া করবেন নাতির জন্য
আগামী দিন তার জন্ম দিন!
৭ বছরে পদার্পন

২১| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৪:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ আপনাকে সনেট কবি
আপনার পুনঃআগমনে দারুন খুশী!

২২| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান , প্রাকৃতিক এবং যাপিত জীবনের ছবি ব্যাপক সৌন্দর্য ।এর জন্য পোস্টে +++।

আর ভাইজান,লাউ বড় সুবোধ তরকারী তবে উনি যেখানে অবস্থান নিয়েছেন তাতে উনার বিপদের সমুহ সম্ভাবনা । জলদি তাদের সেখান থেকে সরান।

২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য্ ধন্যবাদ কামরুজ্জামান ভাই।
লাউ আর গাধা দুটোই নিরীহ প্রকৃতির ।
এরা নিজেদের কোরবান করে আত্মতৃপ্তি লাভ
করে। তাদের আনন্দের পথে বাধা হওয়া কি
ঠিক হবে!! ওরাতো অকাট-মূর্খ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.