নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কেন এত কুটিলতা!

১৯ শে জুন, ২০২১ রাত ১০:৪৭


কেন এত কুটিলতা!
© নূর মোহাম্মদ নূরু

সুন্দর এই দুনিয়াটায় জটিল মানুষ ভরা
ছদ্মবেশ লাগিয়ে চলে যায়না তাদের ধরা!
পর চর্চা পার নিন্দা করে যে দিন রাত
কারো ক্ষতি না করিলে যায়না পেটে ভাত!

হিংসে করে বন্ধু জনের দেখে তাদের ভালো
হাসি দেবে শুকনো মুখে ভিতরটা হয় কালো!
ন্যায় অন্যায় থোরাই কেয়ার বড় ভাগটা চাই
করতে হাসিল খুন করিতে এদের জুড়ি নাই।

আদর্শ আর নীতির কথা থাকে তাদের মুুখে
একটু খানি লাভ দেখিলে দিবে মামলা ঠুকে!
নিজের বেলা ষোল আনা উসুল করা চাই
পরেরও যে হিস্যা আছে সে ভাবনা নাই!

মনের মাঝে সদাই বাজে পরের ক্ষতির গান
সুযোগ পেলেই ধুলায় মিশায় মানি লােকের মান!
কুটিল মনের মানুষেরা জটিলতা বাড়ায়
সাধ্যকি নাই দেশের থেকে এদের কে কেউ তাড়ায়?

মানুষ যখন চুপ থাকিবে প্রতিবাদে নাই
আসবে তখন উপর থেকে আসমানী বালাই!
সৃষ্টিকর্তা ন্যায় ব্চিারক ধরবে চিপে টুটি
লম্ফ ঝম্ফ তোমার সেদিন হয়ে যাবে মাটি!

যাদের জন্য করো তুমি এত বাহাদূরী
পরকালে যেতে হবে সকল কিছু ছাড়ি!
ছাড়তে হবে গাড়ি বাড়ি হীরে জহরত
এসব তোমার কাজ দিবেনা হবে যে বিপদ!

সময় আছে তাঁকে স্মরো ছাড়ো কুটিলতা
মনের মাঝে না রাখিও কোন জটিলতা!
সহজ হও সত্য বলো করো ভালো কাজ
হিংসে ভুলে হাতটি মিলাও নাইতো তাতে লাজ!


প্রকাশকালঃ ঢাকাঃশনিবারঃ১৯ জুন ২০২১ ইং

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২১ রাত ১০:৫৫

আখেনাটেন বলেছেন: চমৎকার উপলব্ধি.... :D

সহজ হও সত্য বলো করো ভালো কাজ
হিংসে ভুলে হাতটি মিলাও নাইতো তাতে লাজ!
-- দুই নেত্রীরে গান আকারে এটি শুনে দিন নুরু ভাই....আপনি রেফারি...এরপর মাঠে আপনি টিকে থাকলে আল্লাহর নাম......হক মওলা...... :P

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আখেনাটেন দুনিয়াাত শুধু দুই নেত্রীই মানুষ
তা তো নয়! আল্লাহর দুনিয়ায় সব মানুষ সমান।
তবে শেষ বিচারের দিন সাধারণ মানুষের কারো
মর্যদা কারো দুনিয়ার রাজা বাদশাহ দের চেয়েও
বেশী হবে।

২| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার ছড়ার হাতজশ হয়ে যাচ্ছে নুরু ভাই - প্রতিটি ছড়াই যথেষ্ট সাবলীল ! চালিয়ে যান।
আমাদের মধ্যে কিছুটা চাণক্যের রক্ত আছে, সুতরাং অনেকের মধ্যে কিছুটা কুটিলতা থাকবেই |

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ স্বামী বিশুদ্ধানন্দ
অনুপ্রাণিত করা মন্তব্যের জন্য।
আসলে হাতযশ নয়; বরং মনের আনন্দ
অনুভূতি, ক্ষোভ, ভয় ও উচ্ছাস থেকে
বস্তনিষ্ঠ ভাব প্রকাশেই সৃষ্টি হয় সাহিত্য।
যা জোর করে আনা যায়না শুধু হয়ে যায়।

৩| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: স্বামী ভাইয়ের সাথে আমিও বলতে চাই, আপনার হাত সাবলীল হচ্ছে। তবে, সামান্য পর্ববেক্ষণ, আপনার মূল ভাব গত কয়েকদিন ধরে একই বিষয়ে ঘূর্ণিপাক খাচ্ছে, বিষয়ে বৈচিত্র আনা দরকার। ছড়া আরো খাটো করতে পারেন। আর ছন্দের দিকে (অন্তমিলের কথা বলছি না) একটু নজর দিতে হবে আর কী।

দেশে নিরীহ মানুষের সংখ্যাই বেশি। খারাপ বা কুটিল মানুষের সংখ্যা কম, এবং প্রতিবাদী মানুষের সংখ্যাও খুব কম। মানুষ নিজে যদ্দিন পর্যন্ত আক্রান্ত না হয়, তদ্দিন পর্যন্ত প্রতিবাদ করে না, গদ গদ হয়ে বলতে থাকে, উনারা খুব মানবিক মানুষ। এই চাটুকারদের জন্যই খারাপ মানুষগুলো লাই পাইয়া মাথায় ওঠে।

আপনার জন্য শুভেচ্ছা রইল নূরু ভাই।

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ সোনাবীজ ভাই!
চারিদিেকের পারিপার্শ্বিকতা ও বাস্তব ঘটনার
প্রকাশেই সাহিত্যের সৃষ্টি। বাস্তবতা বিবর্জিত
লেখা পাঠক সমাজে খুবই কম আগ্রহের সৃষ্টি
করে। কল্পনাপ্রসূত লেখাগুলি হয় রূপকথার
গল্প। যা হোক আপনার পরামর্শের জন্য
ধন্যবাদ। ছন্দ মিলের ব্যাপারে আরো সজাগ
থাকবো।
দেশের জটিল ও কুটিল মানুষের শুভবুদ্ধির
উদয় হোক সেই প্রত্যাশায়ই আমার আজকের
লেখা।

৪| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতায় মনুষ্যত্বের সহজ-সরল ভাবনার অভিব্যক্তি ভালো লেগেছে। লিখার জন্য ধন্যবাদ।

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভূইয়া সাহেব
কবিতাটি আপনার ভালে লাগার জন্য।
আমার ধারণা সত্য সব সময়ই সুন্দর।

৫| ২০ শে জুন, ২০২১ রাত ১:২৯

কামাল১৮ বলেছেন: ছড়াত থাকবে শুধু বিনোদন।এখানে কিছু নীতিবাক্য ও কুসংস্কার আছে।

২০ শে জুন, ২০২১ দুপুর ১২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছড়া ও কবিতায় শুধু বিনোদনই থাকবে
এমন মনোভাব কেন পোষণ করেন?
সাহিত্য সমাজ বদলের হাতিয়ার
এ হাতিয়ার বন্দুক কামানের চেয়েও
বেশী কার্যকরী বলে আমার বিশ্বাস।
সংস্কার ও কুস্ংস্কারের বেড়াজালে
বন্ধি মানুষের ভালোয় উত্তরণ হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.