নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমার তাতে কি !

১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:১৬


আমার তাতে কি !
© নূর মোহাম্মদ নূরু

খাচ্ছো তুমি গরম ভাতে খাঁটি গাওয়া ঘি
ফি্ন্নি পোলাও কোরমাও খাও আমার তাতে কি!
এত টাকা কোথায় পেলে জবাব দেবে কি?
দামী গাড়ি হাকাও তুমি কাজটি কর কি?

রোদে পুড়ি বর্যায় ভিজি জোগার হয়না ভাত
খিদের জা্লায় ঘুম হয়না জেগে কাটাই রাত!
উপোষ করে থাকছে আমার বউ পোলা আর ঝি
প্রতিবেশী তুমি আমার খবর রাখ কি?

নিয়ন বাতির নিচে বসে ফূর্তি করো রাতে
রঙ্গিন পানির নেশার বোতল থাকে তোমার হাতে!
পা্য়না ওষুধ জ্বরের ঘোরে অবুঝ শিশু কাঁদে।
হয়না ব্যাঘাত তোমার নেশার মোদের আর্তনাদে!!

ভাবছো বুঝি এমন রবে তোমার প্রতি ক্ষণ?
বুঝবে সেদিন রঙ্গিন নেশার ঘোর কাটবে যখন!
দু'দিনের এই দূনিয়াদারি সবই মায়ার খেলা
খালি হাতে যেতে হবে তোমার বিদায় বেলা!

আসবে সময় ছাড়তে হবে দিন দুনিয়ার মায়া
মৃত্যু এসে ফেলবে যেদিন তাহার কালো ছায়া।
প্রতিবেশীর হক আদায় করছো তুমি কি?
জিজ্ঞাসিলে মালিক তোমায় জবাব দিবে কি?

ধনীর ধনে হক আছে যে গরীব প্রতিবেশীর
শুনেও তুমি গা করোনা যেনো অন্ধ ও বধির!
সাজা তোমার পেতে হবে সেটা মানাে কি?
দোজখ হবে কষ্ট পাবে আমার তাতে কি?


প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ১৯ জুন ২০২১ ইং

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২৮

জটিল ভাই বলেছেন:
দুনিয়াতে যাহার সনে পাতবে তুমি বাসর,
তাহার সাথেই জেনো হবে তোমার হাশর!

অসৎজনে যতো তুমি লালন করবে মনে,
নিজের মনও তত কলো হবে তারই সনে!

১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

“কারো মনে তুমি দিও না আঘাত
সে আঘাত লাগে কাবার ঘরে।”
আমরা যখন আমাদের কথায় বা ব্যবহারে
কারো মনে আঘাত দেই, সে আঘাতটা শুধু
সে-ই পায়না, আঘাতটা পৌঁছে যায় সৃষ্টিকর্তার কাছে।
কারো মনে কষ্ট দিলে সে কষ্টটা সৃষ্টিকর্তাও পান।
আমরা কি কখনো এটা ভেবে দেখেছি?

২| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। সাম্যবাদী ও মানবিক কবিতা।

১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে সোনাবীজ ভাই
মানুষে মানুরষ হিংসে বিভেদ
আমরা যেন ভুলে যাই!

৩| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!!

১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জাকির ভাই আপনাকে ধন্যবাদ
চমৎকার বলার জন্য।

৪| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৪:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি দা

১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ
লিটন ভাই, কবিতাটি
পাঠ করার জন্য।

৫| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪১

হাবিব বলেছেন: চমৎকার

১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ স্যার হাবিব
মন্তব্য প্রদানের জন্য।

৬| ১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

কামাল১৮ বলেছেন: সব উপর ওয়ালার খেল,মানুষের কিছুই করার নেই।কাকে কি খাওয়াবে এই দায়িত্ব আল্লাহর।তকদিরে বিশ্বাস রাখতে হবে।লৌহমাহফুজের কিতাতাব্ যা লিখা আছে এক চুল এদিক সেদিক হবার উপায় নাই।তার পর একদিন সকলকেই পটল তোলতে হবে।

১৯ শে জুন, ২০২১ রাত ৯:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনেকেই তা বিশ্বাস করে না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.