নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
অব্যক্ত কষ্ট (কবিতা)
© নূর মোহাম্মদ নূরু
অনেক কষ্ট এই বুকেতে, হাসি নিয়েছে নির্বাসন,
দেখিয়া শুনিয়া, মরমে মরেছি,
বুকে জ্বলে আজ হুতাশন।
সারলীরা আর খেলেনা বনে, হাসেনা যে বনকৌরি
নির্মম ব্যধ হানিছে যেন,
বিষাক্ত তীর বুকে তারি।
স্বার্থ আর নিজেকে ছাড়া, কেহই ভাবেনা ভূ্বনে,
পরের কষ্ট ব্যাথা বেদনা,
শুনিতে চাহে না দুই কানে।
ভালবাসা আজ বিকিকিনি হয়, সময় মেপে কড়ায় গণ্ডায়,
প্রাণ থাকেনা কোন কাজে তাই,
ভরা থাকে কেবল শূণ্য ফাঁকায়।
মা বোনেরা আজ ধর্ষিতা হয়ে নীরবে যায় সহিয়া
প্রতিকার চাহি, প্রতিবাদ করি
পাইনা বিচার চাহিয়া।
দেখিয়া শুনিয়া বধির হয়েছি, মর্মে মরেছি শরমে,
জানি আমার অক্ষমতা,
ক্ষমা করিবেনা ধরমে।
প্রথম প্রকাশঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫ইং
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার মাঝে মানবতাবোধ জাগ্রত হোক
আর যেন বিধাতার কাছে নালিশ দিতে
না হয় কারো।
২| ১৭ ই জুন, ২০২১ সকাল ৮:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছেন
তাই মনে আসে যা, তাই লেখেন
কালো যাহা তাকে কালোই বলুন
সাদা বলুন, যাকে সাদা দেখেন
যারা নরাধম, অন্যায়কারী
তাদের কখনো লাই দিতে নেই
ভালো মানুষকে উৎসাহ দিন
মাহাত্ম্য আপনার সেইখানেই
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লোম বাছতে কম্বল উজাড়
কথাটা মিথ্যা নয়।
পারেনা সবাই বলিতে
করিয়া কভু নয় ছয়!
যা মনে লয় যায়না বলা
করি অবলম্বন মৌনতা
রক্ত দিয়ে কিনেছিলাে কি তারা
এমন স্বাধীনতা!
৩| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লাগল কবি নূল দা
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে লিটন ভাই
ভালো লাগার জন্য। তবে
আমি এমন লিখার প্লট না
পেলেই খুশীই হতাম
৪| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৫৫
সামিয়া বলেছেন: সুন্দর কবিতা ভাইয়া
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সামিয়া আপু
ভালো লাগলো আপনার মন্তব্য।
৫| ১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:১১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+
১৭ ই জুন, ২০২১ বিকাল ৩:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সনেট কবি ভাই,
আপনার শারীরিক সুস্থ্যতা
কামনা করছি।
৬| ১৮ ই জুন, ২০২১ রাত ১২:২৩
হাবিব বলেছেন: সুন্দর কবিতা।
১৮ ই জুন, ২০২১ রাত ১০:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে স্যার হাবিব
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২১ ভোর ৫:৪০
কামাল১৮ বলেছেন: সুন্দর অভিজ্ঞতার তথা বলেছেন।সেই সাথে অক্ষমতার কথাও বলেছেন।এই প্রকাশটা খুবই ভালো লাগলো।