নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

লাভ কি হলো ! (এক সাজাপ্রাপ্ত কয়েদির আত্মকথন)

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:২০


লাভ কি হলো !
(এক সাজাপ্রাপ্ত কয়েদির আত্মকথন)
নূর মোহাম্মদ নূরু

লাভ কি হলো তোমার বলো কেটে নিয়ে হাত
কত বড় হলে তুমি বাড়ছে বড় জাত?
ছিলাম আমি নিজের মতো খেলতাম মনের সুখে
হাত হারিয়ে বন্ধ খেলা বড়ই ব্যথা বুকে!

হাত কাটিলে জাত মারিলে লজ্জাতে যাই মরে
তোমরা সবাই কেমন করে রইলে দূরে সরে!
লঘু পাপে গুরু দণ্ড হয়েছে কিনা ভাবো
সুযোগ পেলে মনের কথা সবার কাছে কবো।

দিন কাটেনা রাত্রি জাগি পুরানো কথা ভাবি
এত দিনের মধুর স্মৃতি কত ছিলো দাবি!
সবি হলো মিথ্যা বুঝি কোপনলে পড়ে
সবার জন্য মনটা আমার কেমন কেমন করে!

তোমরা যারা সুখে আছো করছো কত মজা
ভাগ্য দোষে আমি আজ ভোগ করছি সাজা।
ভুল ত্রুটি সবার মাঝে থাকে আমি মনি
ভুল হলেও ক্ষমা আছে সে কথাও জানি।

পরিশেষে একটি কথা বলে যেতে চাই
ক্ষমা করা মহৎগুন তার উপরে নাই।
যদি পারো ক্ষমা করো যত ছিলো ভুল
সত্য পথে থাকবো এবার নড়বোনা এক চুল!!


© নূর মোহাম্মদ নূরু
প্রকাশকালঃ ঢাকাঃ মঙ্গলবারঃ ১৫ জুন ২০২১ইং

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা!!!

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাজার অপরাধী মুক্তি পাক তবে
একজন নিরাপরাধীও যেন শাস্তি না পায়!

২| ১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৩৫

নজসু বলেছেন:



কথায় বলে ভাবিয়া করিও কাজ।
করিয়া ভাবিওনা।
সবার সময় সবসময় এক যায়না।

লাইক দিলাম বড় ভাই।

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাই যদি ভাবতো আগে
কেনটা তাহার ভুল
তা হলে কি চড়া দামে
দিতো তার মাশুল !

লাইক কি মনে মনে !!
সাইন দেখিনা তো।

৩| ১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: লাভের চিন্তা কলে এরকম করে না ----------------

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নিজের খুশীর জন্য
আকাশের রং চুরি করি আমি।
এতে আর্থিক লাভ না হোক
মনের লাভ ষোল আনা!
ধন্যবাদ লিটন ভাই

৪| ১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই জুন, ২০২১ সকাল ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ সনেট ভাই
শুধু উপরের সৌন্দর্য নয়
ভিতরের কান্না শুনুন!

৫| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:৪০

নজসু বলেছেন:

এই নিন ভাই প্রমাণ :-B

১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথাসময়ে উপযুক্ত প্রমাণ হাজির করার জন্য
নজসু ভাইকে আন্তরিক ধন্যবাদ। সাথে
মহাজাগতিক চিন্তাবিদকেও!

৬| ১৫ ই জুন, ২০২১ বিকাল ৪:১৩

জটিল ভাই বলেছেন:
নিশ্চিন্তে থাকুন। ইহা আত্মকথন অব্দিই থাকিবে। আত্মহননে রূপ লইবে না! =p~

১৫ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে


যিনি কয়েদ খানায় আছেন
তিনি বুঝতেছেন জ্বালা কি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.