নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

চুপ !! ( একটি রম্য কবিতা)

১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:১৬


চুপ !! (একটি রম্য কবিতা)
© নূর মোহাম্মদ নূরু

চুপ! চুপ!! চুপ পেলাপান, এক্কেবারে চুপ !!!
চ্যাচা মেচি করলে রাজা রাগ করিবেন খুব।
কথা বলো চুপি চুপি দাড়ি পাল্লায় মেপে
ওজন বেশী হলে কিন্তু ধরবে গলা টিপে!

রাজা কি আর তোমার মতো রাত দিনে ঘুমায়
কর্ম নিয়ে ব্যস্ত রাজা পান শুপারী খায়!!
রাজা থাকের মৌণ ব্রতে কথা বলেন কম
দিবা নিদ্রা তিতেই থাকেন নাহি ফেলেন দম!!

পাইক পেয়াদা মন্ত্রি সেপাই রাখে তারে ঘিরে
যায়না দেখা রাজার মাথা এত লোকের ভীরে!
মাঝে মাঝে রাজা আসেন সমুদ্রেরই তীরে।
রাজা আসুক যেথায় খুশি তোমার তাতে কি রে!!

তাকিওনা রাজা পানে কভু মনের ভূলে
গোস্যা হলে রাজা কিন্তু দিতে পারে শূলে!!
এদেশ রাজার প্রজা তাহার বিধান মানো তার
খুশী হলে রাজা তুমি পেতে পারো ছাড়!

রা করোনা, নীরব থাকো ঢেউ দিওনা পানি
সঠিক ভাবে করতে দিয়ো রাজার কর্মখানি।
রাজা যদি রাগ না করেন প্রজা রবে ভালো
শা্ন্তি রবে রাজ্য জুড়ে প্রশাদ হবে আলাে!

প্রজা যারা করবে তারা রাজার জয়গান,
তাতেই হবে দেশের সুনাম বাড়বে রাজার মান।
হিংসা বিবাদ ক্যাচাল করা ছেড়ে দিতে হবে
তা হলেই রাজ্য জুড়ে শা্ন্তি বিরাজ হবে।


কপি রা্ইটঃ © নূর মোহাম্মদ নূরু
প্রকাশকালঃ ঢাকাঃ রবিবারঃ ১৩ জুন ২০২১ইং
সতর্কীকরনঃ অহেতুক নিজেকে কেউ রাজা মনে করে অধমকে দয়া করে কেউ শূলে চড়াবেন না!!

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৩

রবিন.হুড বলেছেন: চুপি চুপি চুপসে গেছি
কথা বলতে ভুলে গেছি
যত বলি লিখি কম
তারপরও যায় দম


১৪ ই জুন, ২০২১ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা কাজে মিল রাখুন
কাজে রাখুন দম!
দৃঢ় ভাবে পথে চলুন
ভয় পাবে জম!

২| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৩

রবিন.হুড বলেছেন: চুপি চুপি চুপসে গেছি
কথা বলতে ভুলে গেছি
যত বলি লিখি কম
তারপরও যায় দম


১৪ ই জুন, ২০২১ রাত ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মন্তব্য কম দেখে
একাই একশো !!

৩| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৩

রবিন.হুড বলেছেন: চুপি চুপি চুপসে গেছি
কথা বলতে ভুলে গেছি
যত বলি লিখি কম
তারপরও যায় দম


১৪ ই জুন, ২০২১ রাত ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জানি আপনার বহুত দম
তিনটিতেও বহুত কম!!

৪| ১৩ ই জুন, ২০২১ বিকাল ৫:৫২

হাবিব বলেছেন:



কি আর যাবে করা
এসবই যে হাতের কামাই
খেতেই হবে ধরা।

১৪ ই জুন, ২০২১ রাত ১২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খরায় মরা তবুও ধরা
লোম বাছতে কম্বল সারা!!

৫| ১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা বেশ! বেশ!! বেশ!!!

এই চুপ X(( একদম চুপ ।

কবিতা বড়ই সৌন্দর্য ঐছে।

১৪ ই জুন, ২০২১ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হাত তালিতো হয়েছে বেশ
শেষ হলেও রয়েছে রেশ !!

৬| ১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৫

নজসু বলেছেন:



রাজা হয়না রাজার মতো
ছেলের হাতের মোয়া,
অনেক রাজা সাধু সাজেন
তুলসী পাতা ধোয়া। B-)

কমেন্ট কপি রাইটঃ © নজসু (কেউ কপি করলে স্ট্রাইক দিমু :D )
সূত্রঃ © চিহ্নটা আমি কী-বোর্ডে খুঁজে পেলাম না। ব্লগের লেখাও কপি করা যায় না বলে বড় ভাই নূরু ভাইয়ের লেখা থেকে কপি করতে পা্রিনি। তাই গুগল থেকে © চিহ্নটা সংগ্রহ করেছি। :) :D B-)

১৪ ই জুন, ২০২১ রাত ১২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তা্ইলে দড়ি ধরে মারো টান
রাজা হবে খান খান !!

৭| ১৩ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

খায়রুল আহসান বলেছেন: রম্য কবিতা এবং রূপক কবিতা, দুটো বিভাগেই বোধকরি কবিতাটিকে শ্রেণীভুক্ত করা যায়।

১৪ ই জুন, ২০২১ রাত ১২:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই
কবিতা ক্লাসিফাইড করার জন্য ! ভালো থাকবেন!

৮| ১৪ ই জুন, ২০২১ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
চুপি চুপি কবিতাটা পড়লাম। বেশ হয়েছে।

১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরকার ভাই
শোরগোল না করে চুপি
চুপি পড়া্ই ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.