নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমি বড়ই সুশীল !!

১২ ই জুন, ২০২১ রাত ১১:২৪


আমি বড়ই সুশীল !!
নূর মোহাম্মদ নূরু

আমি বড়ই সুশীল মানুষ ফাও ক্যাচালে নাই
আমার গায়ে গন্ধ যে নাই পরের গন্ধ পাই।
কথা বার্তা চাল চলনে কেতা দুরস্ত আমি
অন্তরটা যে কর্দমাক্ত যানে অর্ন্তযামি!

নিজের কোন দোষ দেখিনা চোখটি রাখি বন্ধ
পরের বেলায় ছাড় নাহি দেই সব কিছুতেই গন্ধ!
আমার বেলা ষোল আনা বুঝে নিতে চাই
অন্য কারো হিস্যা দিতে মনে কষ্ট পাই!

নিজকে ভাবি সব জান্তা নামী মহারাজ
কাজের বেলা অষ্টরম্ভা মহা ফাঁকিবাজ!
লম্বা লম্বা কথা বলে হাত তালি নেই তুলে
তেলবাজ আর চাটুকারদের রাখি মাথায় তুলে!

সব কিছু যে আড়াল করি মুখোশের আড়ালে
লম্ফ ঝম্ফ অনেক করি ক্যাচালে জড়ালে !
যে যাই বলুক কাইজ্যা করুক তালগাছটি আমার
উঠছি যখন মাথায় তাহার নামায় সাধ্য কার!!

এমন তরো বহু সুশীল আছে আমার জানা
তোমরা কেউ খোঁজ পাবেন রাখছি করে কানা।
সুশীল আমি হাম বড়া ভাব করি সর্বদাই।
আমি থাকি মহা সুখে তোমরা হও বিদায়!!


প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ১২ জুন ২০২১ ইং
উৎসর্গঃ হামবড়াভাব গাজীসাবকে; যাকে খোচাইয়া আমি অমৃতের তৃপ্তি লাভ করি!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২১ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: উৎসর্গঃ হামবড়াভাব গাজীসাবকে; যাকে খোচাইয়া আমি অমৃতের তৃপ্তি লাভ করি!!



দিন দুই ধরে গাজী সাহেব নিরব আছেন!!!!

১৩ ই জুন, ২০২১ রাত ১২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তিনি সোলেমানী ব্যান খেয়ে
গর্তে লুকিয়েছেন !
তার ফিরে আসার অপেক্ষায়
আছি আমি।

২| ১৩ ই জুন, ২০২১ রাত ১২:০৭

হাবিব বলেছেন: শুশীল হয়ে আর কি হবে বলুন

১৩ ই জুন, ২০২১ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এমন সুশীল যেন না হই ভূবনে
মানুষ্যলয় ছেড়ে যাবো তপ বনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.