নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
নে্ই কাজ তো খই ভাজ !!
নূর মোহাম্মদ নূরু
কাজের থেকে ফালতু ক্যাচাল বেড়ে গেছে সামুতে
ভাবছি তাই ছুটি নিয়ে বেড়াতে যাবো রামুতে !
লেখা, পাঠক মন্তব্য যে কমে যাচ্ছে প্রতিদিন
কি কারণে ঝড়ছে লেখক সেদিকটাতে নজর দিন।
সবার কাছে দামী লেখা আশা করা যায়কি ভাই
কি বা ক্ষতি ভালোর সাথে যদি একটু সস্তা পাই!
সবাইতো আর বিজ্ঞ নন যে খবর রাখে দূনিয়ার
কেউ যদি তা তুলে এনে সুযোগ দেয় শুনিবার।
কাজ নেই বলে খই ভাজাটা মোটেই সহজ কাজ না
কাঠ খড় যে পোড়াতে হয় শুনতে খইয়ের বাজনা।
কপি পেস্টে বাধা কো্থায় যদি না চায় খাজনা
কি দোষ তাতে ভাঙ্গা ঢোলে যদি বাজে বাজনা।
সোনার সাথে খাদ মিশালে কমেনা গহণার মান
খাটি সোনা পেতে গেলে হবে বৃথা হয়রান।
দুনিয়াটা বড়ই আজব নিজের দোষ তো খুঁজিনা
পরের একটু ত্রুটি পেল এক বিন্দু ছাড়িনা !
কপি করার বারণ আছে যদি তা হয় কপি রাইট
তা না হলে সময় নষ্ট বৃথা যাবে তোমার ফাইট।
কপিরাইটের মেয়াদ মরার ৬০ বছর পর থাকেনা
তখন তা কপি করতে অনুমতি লাগেনা।
স্বীকৃত আছে করা যাবে খবরে সম্পদনা
উৎস কি তার কেবা লেখক কি্ই বা তার ঠিকানা
তবে পরের কিছু নিজের বলে দাবী করা ঠিক না
যদি থাকে সে জিনিসের আইনানুগ মালিকানা!
মনের খুশী লেখা লেখি যেথায় কোন পয়সা নাই
একটু মিশেল হলোই বা কারোতে কোন ক্ষতি নাই!
সবাই থাকি মিলে মিশে দোষ না খুঁজি অপরে
কথায় আছে মিলবে মেওয়া সবার একটু সবরে!
কাজ করিলে ভুল পাওয়া যায় অকর্মার দোষ যে নাই
পরের দোষ খুঁজতে পারে নিজের বেলার খবর নাই।
দোষ গুণে আমরা মানুষ ফেরেশতা বা সয়তান নই,
সবাই আমরা দোষে গুণে একে অপরের হয়ে রই।
সামু মোদের প্রিয় বাগান গাছ ও ফুলের যত্ন চাই
তা না হলে বিরাণ হবে দিব্য চোখে দেখতে পাই!
আর নয় হিংসা দ্বেষ থাকি সবাই এক সাথে
সুখ শান্তি বিরাজ রবে ক্ষতি কি বলো তাতে?
সংবিধিবদ্ধ সতকীকরণঃ এটা একান্তই আমার নিজস্ব ভবনার ফসল। ভিন্নমত থাকতেই পারে। কেউ
অযথা সূত্র খুঁজে হয়রান হবেন না প্লিজ!!
প্রকাশকালঃ ঢাকাঃ শুক্রবারঃ ১১ জুন ২০২১ ইং
১১ ই জুন, ২০২১ রাত ৯:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই
খই বড়ই উপাদেয় খাদ্য !
খই খেলে চট করে খিদে পায় না।
কোষ্ঠকাঠিন্য দূরে রাখে। বিটাগ্লুকন নামে
উপাদান থাকায় রক্তে সুগার ও কোলেস্টরলের
মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ওটস হার্টের পক্ষেও উপকারী।
২| ১১ ই জুন, ২০২১ রাত ৮:৪৭
শেরজা তপন বলেছেন: আপনার ভাবনাকে সম্মন জানাই!
লোম বাছতে বাছতে কম্বল না উজাড় হয়ে যায়।
প্রায় সব বাঙলা ব্লগ হারিয়ে গেছে- একটা মাত্র টিম টিম করে টিকে আছে। আসুন আমরা সবাইকে স্বাগত জানাই- ভুল ভ্রান্তি থাকলে
শুধরে দিই।
১১ ই জুন, ২০২১ রাত ৮:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ তপন দাদা
প্রথম আলো ব্লগ যখন ছেদ
টেনে দেয় কর্তৃপক্ষ সেদিন
আমরা বেশ মু্ষড়ে পরেছিলাম।
আমরা যে কয়জন ব্লগার ছিলাম তারা
একে অপরকে মনে করতাম একই পরিবারের
সদস্য। সামুতে অবশ্য বেশ কয়েকজন আমরা
এসেছিলাম প্রথম আলো ব্লগ থেকে তাদের অনেকেই
আজ নাই। ব্যাথিত হই সামুতে আমরা অনেকদিন এক সাথে
খাকলেও কয়েকজন ব্যতিত কারো আপন হয়ে উঠতে পারি নাই।
দোষ ত্রুটি ব্যক্তি আক্রমন সবই এখানে বিরাজমান। তবে চলে যেতে
চেয়েও যেতে পারিনা নাড়ির টানে! ভুল মানুষই করে তাই বলেতাকে
ঘর ছাড়া করতে হবে এমন নিষ্ঠুর যেন না হই আমরা। ধন্যবাদ আপনাকে
সাথে থাকার জন্য।
৩| ১১ ই জুন, ২০২১ রাত ৮:৫২
শাহ আজিজ বলেছেন: আসুন সবাই আরও লিখি ।
১১ ই জুন, ২০২১ রাত ৮:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাইলেই কি পারবেন !!
৪| ১১ ই জুন, ২০২১ রাত ৯:২৬
আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,
খই ভাজা নয় বারোভাজা হয়েছে লেখা। কিছুই বাদ যায়নি ভাবনার ফসলের। ভিন্নমত নয় সহমতই জানাচ্ছি।
প্রথম স্তবকের শেষ লাইনটি আসলেই ভেবে দেখার মতো। শেষের স্তবকটি সবারই মনে রাখা উচিৎ।
খুব ভালো হয়েছে ছন্দ মিল এবং পুরো ছড়াটি।
১১ ই জুন, ২০২১ রাত ৯:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ আহমেদ জী এস
আমরা যারা এখানে লেখালেখি করি
তা একান্তই মনের হরষে! কোন লাভ
বা লোভের জন্য নয়। এ খানে লিখে
কেউ পিএ্ইচডি ডিগ্রি লাভ করবেনা।
তা হলে অহেতুক কেন খোঁচাখুঁচি তা
বোধদয় হচ্ছে না। সবাই নিরাপদে
ব্লগে থাকুক এ প্রত্যাশা আমার।
৫| ১১ ই জুন, ২০২১ রাত ১০:১৯
নজসু বলেছেন: অসাধারণ
১১ ই জুন, ২০২১ রাত ১০:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সুজন !!
ভালো থাকবেন।
৬| ১২ ই জুন, ২০২১ ভোর ৫:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
ছন্দে ছন্দে অনেক মুল্যবান কথা বলেছেন ।
শুভেচ্ছা রইল ।
১২ ই জুন, ২০২১ রাত ১০:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলী ভাই আপনাকে ধন্যবাদ
তবে আমার শঙ্কা হচ্ছে আপনি
হয়তো কারো কারো কোপানলে
পড়তে পারেন যারা আমার এই
লেখার সাথে এক মত নন।
আমি সর্বদা মধ্যম পথ অবলম্বন
করি নরম বা গরম হইনা।
৭| ১২ ই জুন, ২০২১ ভোর ৬:০৫
হাবিব বলেছেন: দারুণ লিখেছেন। সহমত পোষণ করছি
১২ ই জুন, ২০২১ রাত ১০:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাবিব স্যার আপনার জন্যও একই সতর্কবানী!!
আমার মতের সাথে আপনি সহমত প্রকাশ করলে
তারা নাখোস হবেন যারা সামুতে নিজেদের মহাজ্ঞানী
সুশীল গোত্রের ভাবেন।
৮| ১২ ই জুন, ২০২১ সকাল ১০:৪৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার এই ছড়াটি সময়োপযোগী হয়েছে - অনেক মূল্যবান কথাই বলে ফেলেছেন ছড়াটি দিয়ে।
কারো কর্ম, চিন্তা-চেতনা, মতবাদ পছন্দ না হলে সেটাকে যুক্তি দিয়ে খণ্ডন করা ভালো, নতুবা এভোয়েড করা উচিত - হিংসা দিয়ে নয়।
১২ ই জুন, ২০২১ রাত ১০:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার
মূল্যবান ভাবনার হন্য স্বামী বিশুদ্ধানন্দ।
দোষ গুনেই মানুষ। তবে দুঃখ একটাই
কেউ সাগর চুরি করেও দাবড়ে বেড়ায
পৃথিবী আর কেউ পেটের দায়ে পান্তা
চুরি করে সাজা ঘাটে! কি নিষ্ঠুর নির্মমতা!!
৯| ১৩ ই জুন, ২০২১ সকাল ১১:৪০
রানার ব্লগ বলেছেন: হাতে কাজ না থাকলে বেড়িয়ে আসুন রামু হিলি যেখানে ইচ্ছা এতে মন ভালো থাকে।
১৩ ই জুন, ২০২১ বিকাল ৪:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: '
এই বর্ষাতে রামুতে বেড়ানো
খই ভাজার মতোই কঠিন কাজ।
কথার কোন ট্যাক্স নাই তাই বলতে
সমস্যা হয়না।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২১ রাত ৮:৪২
ইসিয়াক বলেছেন: আপনার ছড়া/কবিতা পড়ে খই এর মুড়কি খেতে ইচ্ছে হল।
বেশ লাগলো।