নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মিছে বংশের বড়াই (একটি ফরমায়েশি কবিতা)

০৯ ই জুন, ২০২১ বিকাল ৫:২৭


মিছে বংশের বড়াই (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

বংশ নিয়ে বড়াই করা মূর্খতারই সামিল
কাজে কর্মে কথা বার্তায় থাকে যদি অমিল।
শেখ সৈয়দ কাজী মুন্সি আরো আছে খন্দকার
সবাইকেই দখতে হবে কবরের অন্ধকার।

মাটিতে হয়েছে সৃষ্টি সব বংশের মানুষ
মাটিতেই মিশে যাবে রঙ্গিন ফানুস।
কবর থেকে লাশ যদি দেখ কভু তুলে।
কে সৈয়দ কে কাজী সব যাবে ভুলে।

সৈয়দ হলো নবীর বংশ আমরা সবাই জানি
কুকর্ম করে কেউ তারা টানছে জেলের ঘানি।
বংশ ছাড়া নাই যে কেহ সে তুমি বা আমি
বংশ দিয়ে যায়না বোঝা কে কতটা দামী।

মুচি নাপিত কামার জোলা কাজ করে খায় ভাত
সৈয়দ হয়ে করলে চুরি থাকবে তোমার জাত?
কাজ না কেরে চুরি করো তাতে নাহি বাধে
কাজ করিতে বংশ তোমার কেনই বা বাধ সাধে!

বংশ নিয়ে গর্ব করে মোটা মাথার দল
কি হবে তোর বংশ দিয়ে গায়ে লাগলে মল!
শুদ্ধ হও নিজে আগে তাতে মর্যদা বাড়ে
তা না হলে বংশ গৌরব রবে ধুলায পড়ে।

আর করোনা বংশের বড়াই সবাই যে ভাই ভাই
আল্লাহর কাছে মনুষ সবাই ভেদাভেদ যে নাই।
মিথ্যা বংশের বড়াই করে কেউ ওঠেনা জাতে।
কর্মগুনে বড় হও সম্মান বাড়ে তাতে।


প্রকাশকালঃ বুধবারঃ ৯ জুন ২০২ ইং
উৎসর্গঃ শেরজা তপন আমার একজন প্রিয় সুহৃদ

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



সৈয়দ বংশের কাউকে কবর দেয়ার পর, সাথে সাথে কবরটাকে খুঁড়ে দেখলে, দেখবেন যে, দেহ নেই; ততক্ষণে বেহেশতে চলে গেছে।

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব সৈয়দ বংশ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না।
জানেনতো সৈয়দদের নামের আগে মিস্টার বা জনাব লেখা
দরকার হয়না। সৈয়দ মিস্টার বা জনাবের চেয়েও দামী !
যদিনা বেড়া ভাঙা সৈয়দ হয়!

২| ০৯ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আনোয়ার ভাই
মন্তব্য করে কৃতার্থ করলেন।

৩| ০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: যদিও মানুষে মানুষে ভেদাভেদ কখনো কাম্যও নয় বা উচিত নয় তারপরেও আমাদের সমাজে বংশগৌরব বা মানুষে মানুষে ভেদাভেদ প্রকট ভাবেই বিরাজমান।

তবে মৃত্যু মানুষের সকল ভেদাভেদ ভূলিয়ে দেয় । আর দুনিয়ার সকল বড়াই অহংকার ক্ষণিকের যা পরকালের কোন কাজেই আসবেনা।

১০ ই জুন, ২০২১ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ মোহামমদ কামরুজজামান ভাই
তাইতো কবি বলেনঃ
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক অনলে তখনই পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়েঘরে।

৪| ০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ছন্দ মিল ভালো হয়, বেশ ভালো হয়।

১০ ই জুন, ২০২১ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ মরুভূমির জলদস্যু
সময় করে কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

৫| ০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: লেখালেখির মধ্যে এক ধরনের আনন্দ আছে। আপনি কি সেই আনন্দ পান/

১০ ই জুন, ২০২১ রাত ১২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিতো লিখি আমার নিজের
মনের আনন্দের জন্য। সব
লেখকই তাই। আপনি্ ?

৬| ০৯ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৮

শেরজা তপন বলেছেন: প্রিয় নুরু ভাই,
আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা নিবেন।

দারুন পুলকিত ও আনন্দিত হলাম-আমার অনুরোধটি রেখেছেন দেখে।
আপনি সুস্থ্য থাকুন- ভাল থাকুন নিরন্তর।

১০ ই জুন, ২০২১ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে দেওয়া কথা রক্ষা করতে এবং
আপনকে খুশী করতে পারার জন্য নিজেকে
ধন্য মনে করছি। সাথে থাকবেন আগামীতেও।

৭| ১০ ই জুন, ২০২১ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি লিখে আনন্দ পাই। পড়েও আনন্দ পাই।

১০ ই জুন, ২০২১ রাত ১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব লেখকই তাই করে!

৮| ১০ ই জুন, ২০২১ রাত ১:১১

জটিল ভাই বলেছেন:
বেশি করলে বংশ-বংশ,
অনিবার্য তাহার ধ্বংস!

১০ ই জুন, ২০২১ রাত ১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানি আমরা মানিনা
বললেও কেউ শোনে না।

৯| ১০ ই জুন, ২০২১ দুপুর ১:১২

রবিন.হুড বলেছেন: সুন্দর কথায় লিখেছেন সত্য কথা
মেনে চললেই উচুঁ হবে সবার মাথা

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাই মানুষ আসুন
আমরা বিভেদ ভুলে যাই।
সবার উপর মানুষ সত্য
তার উপরে নাই!

১০| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বংশ নিয়ে বড়াই করা চরম মূর্খতার শামিল। আধুনিক যুগে এসব এক্কেবারে অচল।

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তারপরেও মানুষ বংশের গর্ব করে
নিজের অপকর্ম ঢাকতে বংশকে ঢাল
হিসেবে ব্যবহার করে।

১১| ১০ ই জুন, ২০২১ দুপুর ২:৫৭

হাবিব বলেছেন: অতীব সত্য বচন।

১০ ই জুন, ২০২১ বিকাল ৪:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ
মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.