নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

রম্য কবিতাঃ গাধার মানুষ হওয়া!!

০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:২৫


রম্য কবিতাঃ গাধার মানুষ হওয়া!!
নূর মোহাম্মদ নূরু

গাধা পিটাই মানুষ করি পাগল কেন পারবো না
যতই করো ছোটা ছুটি তোমায় আমি ছাড়বোনা।
পাগলাদের পাগলামিটা বেড়ে গেছে বহু গুন
চ্যাচামেচি ম্যাও প্যাও করে পান থেকে খসলে চুন!

সাঙ্গ-পাঙ্গ পোলা পাইনে তাড়া করে রাত বিরাত
এ জ্বালাতে পাগল গুলোর চলে নাকি যাচ্ছে জাত।
যতই বলি ধৈর্য্য ধরো মানেনা তা পাগলাটা
সাঁকো নাড়ায় নৌকা দোলায় বিষেয়ে তোলে পাড়াটা।

ওষুধ পথ্য কাজ করেনা বেড়ে যাচ্ছে পাগলামি।
অতিরিক্ত গরম হলে ডুবায় পুকুরে নামি।
ভাবছি বসে কেমন করে ঠিক করি তার মাথাটা।
এমন সময় সামনে দেখি মস্ত বড় গাধাটা!

শুনে ছিলাম পণ্ডিত মশাই গাধা পিটায় পাঠশালে
মানুষ হবার আশায় গাধা ধরা পরে তার জালে।
পিট্টি খেয়ে মানুষ হচ্ছে পাঠশালাতে গাধার দল
আনো লাঠি মারো চটি কোথায় গেলিরে পাগল!!

মারের উপর ওষুদ নাই জানে তাও পাগলে
লাঠির ভয়ে পাগল গুলো চলে যাবে জঙ্গলে।
পাগল মুক্ত বিশ্ব হবে চলে যাবে পাগলামি
আসুন এমন স্বপ্ন নিয়ে পাগল উচ্ছেদে নামি!!


প্রকাশকালঃ ঢাকাঃ মঙ্গলবারঃ ৮ জুন ২০২১ ইং
উৎসর্গঃ নব্য্ পাগলদের করকমলে!

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



মরা মানুষের মৃত্যুদিবস-জন্মদিবস নিয়ে ছিলেন, উহাই ভালো ছিলো, দেখছি!

সাগরেদকে লাগিয়ে দিয়েছেন সাঁকো নাড়াতে, নিজে হাতে লাঠি নিয়ে পাঠশালা খুলছেন, ভয়ংকর ব্যাপার।

০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি যা করি তাতেই দোষ !!
জন্ম-মৃত্যু নিয়ে ছিলাম সেখানে বাগড়া
এখন গাধা পিটিয়ে মানুষ করার একটা
ভালো উদ্দ্যোগ নিয়েছি তাতেও বাধা !!
আসলে আপনি কারো ভালো দেখতেই
পারেন না। এত হিংসুক কেন ? :P

২| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৩৬

জটিল ভাই বলেছেন:
এসব রেখে আপনি পারেন ভালো কিছু লিখতে,
চাইলে পারেন খাতা ভরে আবোল-তবোল আঁকতে।

আমি পাঠক আমার কথার মূল্য কি নেই কিছু?
কেনো আপনি নেন সদা গুরু আর চ্যালার পিছু?

এসব রেখে নেট ঘেটে তুলে এনে জঞ্জাল,
কপি করে পোস্ট দিয়ে ব্লগিং করুন চিরকাল।

তবু এবার সাঁকো নাড়ায় দেন দেখি খ্যান্ত,
বলা যায়না কখন আবার সাঁকো হয় জ্যান্ত!
=p~

০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল ফটিল কতা কইয়া
আমারে রাগায়েন না।
পাগল ধরার ফাঁদ পেতেছি
সে জালে পইরেন না।

ধরব পাগল মারবো গুতা
বন্ধ হবে হাগা মুতা।
মনে কইরেন না
আমার কথা তিতা!!

৩| ০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন। দিনে দিনে প্রতিষ্ঠিত ছড়াকার হয়ে ওঠছেন যেন। শুভকামনা আপনাকে...

০৮ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ সেলিম ভাই
আসলে আমি ছড়াকার
হয়েছি ঠেলায় পড়ে।
এতে আমার কোন কৃতিত্ব
নাই, সব দ্বায়ভার বা কৃতিত্ব
যা্ই বলেন সব গাজীসাবের!

৪| ০৮ ই জুন, ২০২১ রাত ১১:০৫

রাজীব নুর বলেছেন: গাধা কে হাজার পিটালেও সে মানুষ হবে না। গাধা অতি নিরীহ একটা প্রানী। কিন্তু দুষ্টলোককে পিটিয়ে ভাল কড়া যেতে পারে।

০৯ ই জুন, ২০২১ দুপুর ১:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব জামানা বদল গ্যায়া !
এখন বন্য পশুকেও বাগে আনা যায়
কিন্তু দুষ্ট মানুষদের সৎপথে আনা বড়ই
কষ্টের কাজ। চোরা না শোনে ধর্মের কাহিনী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.