নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমাদের চাঁদগাজী (রম্য ছড়া)

০২ রা জুন, ২০২১ রাত ১২:০৩


আমাদের চাঁদগাজী (রম্য ছড়া)
নূর মোহাম্মদ নুরু

আমাদের চাঁদগাজী খুবই এক ত্যাড়া মাল
বুঝুক আর না বুঝুক উলুবনে মারে ফাল।
কাউকে সে ঝাড়ি মারে কাউকে ফুটায় হুল,
ভজঘট বাধিয়ে দিয়ে ব্লগ করে ভন্ডুল।

গাজীসাব হুট হাট ধরে বসে নামতা
প্রশ্ন শুনে কেউ কারে আমতা আমতা।
দাড়ি কমা ঠিক নাই বানানেতে আছে ভুল
ভুলের জোয়ারেতে ভেসে যায় দুই কুল।

ইদানিং তাকে নিয়ে ব্লগেতে লেখা হয়.
চারিদিকে গাজী গাজী গুঞ্জন শোনা যায়।
ভাব তার বেড়ে গেছে বুঝি তার লেখাতে,
তাইতো সে আসে আজ ব্যকরণ শেখাতে।

কেউ তাকে তাল দেয় দুধ কিন্ত দেয়না,
তোষামদী চাটুকারী কে বলে সে চায়না।
কেউ তারে ভয় পায় কেউ করে মান্য
আমি তারে ডরাইনা হোক যত বন্য।

শত অভিযোগ নিয়ে ব্লগেতে গাজীসাব
টিকে আছে বহু কাল করে শত কলরব।
সব কিছু সয়ে যায় এটা তার বড় গুন,
রাগেনা সে কভু যদি পান থেকে খসে চুন।

আমি তাকে ভালোবাসি কথা বড় সত্য
অসুখেতে আমি দিব যত লাগে পথ্য।
আসো মিলি সাম্যে নহে কভু দ্বন্দ্বে,
পৃথিবীটা ভরে আছে ভালো আর মন্দে।


প্রকাশ কালঃ ঢাকা, ১১ জানুয়ারি টি-২০ইং
উৎসর্গঃ সবজান্তা গাজীসাবকে

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি রম্য করছেন, আমার লাল-নীল সুতা বের হচ্ছে! এদিকে সাগরেদকে সাঁকোর পাশে বসিয়ে রেখেছেন।

০২ রা জুন, ২০২১ দুপুর ২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাতটি রঙের মাঝে আমি মিল খুঁজে না পাই,
জানি না তো কেমন করে কি দিয়ে সাজাই।।
সাদা রঙের জামা, সে তো ভালো নয়,
হলুদ না হয় নীলে কেমন জানি হয়!
লাল টুক টুক মালায় যদি দিতে পারি তাই,

২| ০২ রা জুন, ২০২১ রাত ১২:২৩

অনল চৌধুরী বলেছেন: Chandgazi কে?

০২ রা জুন, ২০২১ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইনি আমেররিকান Chandgazi
আমদের সবজান্তা চাঁদগাজীর জমজ!!
চাঁদগাজীর দূর্দিনে তাকে হেলপ করার
জন্য ১৪ ঘণ্টা আগে আবির্ভূত হয়েছেন
আমদের দেশে!

৩| ০২ রা জুন, ২০২১ রাত ১২:৩৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সত্যিকারের বিনোদন! কিন্তু উনার বোধহয় মন খারাপ।

০২ রা জুন, ২০২১ দুপুর ২:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাঁজীসাব অলওয়েজ গ্রীন!!
তার মন খারাপ হবার কোন
কারণ নাই। তার মন ফুরফুরা!

৪| ০২ রা জুন, ২০২১ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: সামুত ইতিহাসে যে ব্লগারকে নিয়ে সবচেয়ে বেশি লেখা হয়েছে তাঁর নাম চাঁদগাজী।

০২ রা জুন, ২০২১ দুপুর ২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাটি কথা কইছেন খানসাব,
আপনার গুরুকে নিয়ে আপনার চেয়েও
আমি বেশী লিখেছি। তার নামের সাথে
জড়িত আছে আপনার নাম। ১৪ ঘণ্টা আগে
আপনার । গুরুর ডুপ্লিকেট উদয় হয়েছে
তার সাথে বাতচিত কি ইংরেজীতে হবে?

৫| ০২ রা জুন, ২০২১ রাত ১:০৯

সাহাদাত উদরাজী বলেছেন: চুপচাপ পড়ে গেলাম!
কি এক অজানা কারনে চাঁদগাজী ভাই আমাকে পছন্দ করেন, তা জানি না। আর এই কারনে আমিও চাঁদ ভাইকে পছন্দ করি।
যেমন আপনাকেও পছন্দ করি। :D

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও গাজীসাবকে ভালোপাই
মম্ভবত তিনিও আমাকে !!
আর আপনাকেও আমি
পছন্দ করি যা বলার
অপেক্ষা রাখেনা।

৬| ০২ রা জুন, ২০২১ রাত ১:১৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নূর ভাইযে একজন জিনিয়াস সে আমাদের গাজী সাহেব (আপনার বন্ধু) ভালো করেই জানেন।

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি জি্নিয়াস নই তবে
গাজীসাব আমার পেয়ারের
মানুষ। শত্রু থেকে বন্ধু হলে
তা হয় ফেবিকলের চেয়েও
মজবুত!! =p~

৭| ০২ রা জুন, ২০২১ ভোর ৪:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: কবিতা জটিল কিন্তু বোধগম্য হয়েছে। ধন্যবাদ। :P

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি জিনিয়াস !!
বোধগম্য হবারই কথা।

৮| ০২ রা জুন, ২০২১ ভোর ৫:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



চারিদিকে কত সব রব
তারপরেও চাঁদগাজী সরব
চাদগাজীপনা করিতে দুর
চাঁদগাজীতে হচ্ছে ভরপুর।

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ! বাহ !!
সামুতে আরো একজন
বিজ্ঞ ছড়াকারের আগমন।
শুভেচ্ছা স্বাগতম!

৯| ০২ রা জুন, ২০২১ সকাল ৮:৪৯

ইনদোজ বলেছেন: আপনি নেতিবাচক মানসিকতা নিয়ে লিখেছেন - এই ব্যাপারটা আমার ভালো লাগেনি। উনার ভালো কিছু রেকর্ডও আছে। উনি দেশকে নিয়ে চিন্তা করেন। দেশের প্রতি তার টান আছে। তবে সেই দেশ কোনটা - বাংলাদেশ না আমেরিকা, সেটা নিয়ে আমার সন্দেহ আছে।

উনি সবার ব্লগেই হাজিরা দেন - এটা একটা ইতিবাচক দিক। যে কেউ চাইবে, আমার ব্লগে এসে কেউ মন্তব্য করুক। তার কারণেই সামুর কোন পোস্ট মন্তব্য ছাড়া দ্বিতীয় পাতায় যায়না।

সামু ব্লগে তার অনেক অবদান আছে - এটা অস্বীকার করার কোন উপায় নেই।

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছড়াটির শেষের দুইটি প্যারা পড়লে
আপনার ভ্রম নিরশন হতো। আপনি
ছড়াটি হৃদয়ঙ্গম করতে না পারার কারণে
নেগেটিভ মনে হয়েছে আপনার কাছে!
যা হোক আপনাকে ধন্যবাদ মন্তব্য করার
জন্য।

১০| ০২ রা জুন, ২০২১ সকাল ১০:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকে চাঁদগাজীর জ্বীনে আসর করেছে বলেই মনে হচ্ছে । আর আপনার এই পোস্টের প্রথম কমেন্টটা সম্ভবত: তার ভূত বা প্রেতাত্মার হতে পারে। সুতরাং সাধু সাবধান ! =p~

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব সবাইকেই আছর করেছে !!
কেউ কেউ তার শিষ্যত্ব বরণ করেছে।
প্রথম কমেন্টকারী ইংরেজ Chandgazi রর
গাজীসাবের সহধর!! বিশ্বাস
না হলে লিংকে খোঁচা মারুন

১১| ০২ রা জুন, ২০২১ সকাল ১০:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চাঁদগাজী সাহেব সবকিছুই মুখের উপর বলে দেয় মনে মধ্যে ওনার কোন হিংসা নেই।

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জানি আমি জানি তিনি
ঘোলা করেন পানি!
উল্টা পাল্টা কথা বলে
টানেন তেলের ঘানি !!

১২| ০২ রা জুন, ২০২১ সকাল ১০:২৬

রবিন.হুড বলেছেন: ছড়ায় ছড়ায় সত্য কথা বলেছেন

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সদা সত্য্ কথা বলিবো,
সত্য বই মিথ্যা বলিব না!

১৩| ০২ রা জুন, ২০২১ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আমাদের পপুলার চাঁদগাজী ভাই....
সুস্থ থাকুক দোয়া করি

সুন্দর হয়েছে

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার অদ্যকার ছড়ার শেষ প্যারায়
আমি তার সুস্থ্যতা কামনা করেছি আপু।

১৪| ০২ রা জুন, ২০২১ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান আপনে আমার পোস্টে আসেন না। মাত্তাম না থুক্কু

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একদিকে গাজীসাবকে নিয়ে প্যাজগীর মধ্যে আছি
অন্য দিকে কয়েকটা পাগল শুধুই সাাঁকো নাড়াচ্ছে!!
তাই সব বাড়িতে দাওয়াত নিতে পারছিনা !!
মনে কিছু নিবেন না, সময় করতে পারলেই
আপনার বাড়ি আসুমনে !

১৫| ০২ রা জুন, ২০২১ দুপুর ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়াখানা সরস-সুপাঠ্য হয়েছে।
গাজী সাহেবের মন্তব্যে রসের ষোলআনা পূর্ণ হয়েছে।

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ দাদা
সময় করে রম্যটি পাঠ করে
মন্তব্য করার জন্য।

১৬| ০২ রা জুন, ২০২১ দুপুর ১২:৪৩

রানার ব্লগ বলেছেন: নুরু ভাই চাদ্গাজী ভাইয়ের প্রেমে কঠিন ভাবে আক্রান্ত।

০২ রা জুন, ২০২১ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পি্রিতী কাঠালের আঠা
ও আঠা লাগলে পরে ছোটেনা !!

১৭| ০২ রা জুন, ২০২১ বিকাল ৫:১৪

রাজীব নুর বলেছেন: জয় হোক চাঁদগাজীর।

০৫ ই জুন, ২০২১ দুপুর ২:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তার শিষ্যেরও কল্যাণ হোক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.