নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
করোনার প্রভাবঃ স্থবির সামু !!
নূর মোহাম্মদ নূরু
কয়েকদিন দেখছি সামুর মন্ নাই কাজ কামে
সকাল বেলা পোস্ট দিলে তা সন্ধ্যায় নিচে নামে।
সুদিনের পোস্ট গুলো সব তড়িৎ পরের পাতায়
এখন কেন ধীর গতি তার রক্ত ওঠে মাথায়।
করোনা কি ছোবল দিলো নাস্তানাবুদ সামু!
ভয় নাই তার আমরা পাশে আছি শত মামু।
সবা্ই মিলে যত্ন নিলে সামু হবে খাঁড়া
লেখো পড়ো মন্তব্য করো সামু ভক্ত যারা।
মন্তব্য কম পাই লেখাতে পাঠকও কম পাঠে
এমন ধারা চলে যদি উঠবে মামু লাটে।
আমরা যারা ভক্ত সামুর চিন্তা করি বসে
এমন কেন হল সামু স্থবির কার দোষে!
এমন দেখে মন্তব্যখান দেয় যে বহু লেখা
তারপরেও হচ্ছেনা কাজ কি করবে সে একা!
সবাই যদি তাহার মতো লগি বৈঠা মারে
তাহলে কি এমন অসুখ সামুকে আর ধরে!
সামু ছাড়া দিন কাটেনা রাতে স্বপণ দেখি
সামুর তরে দিবা রাত্রি তাইতা শুধু লিখি।
একা লেখে একা পড়ে সমাধান যে নাই
পড়বো সবাই লিখবো আর মন্তব্যও চাই।
একার বোঝা দশের লাঠি কথা মিথ্যা নয়
লেখা লেখি বন্ধ হবে যদি সামু তুলসি তলা যায় ।
সুযোগ আছে সামু দিছে লেখা লেখির মাঠ
লেখো তাই বেশী করে মন্তব্য আর পাঠ।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
২৯ শে মে, ২০২১ রাত ১২:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসবে সুদিন আছে যে খান
রাখবে সামুর মান!!
কাজ হবেনা ধুয়া তুলে
গা্ন না যতই গান!!
২| ২৮ শে মে, ২০২১ রাত ১১:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: বাস্তব চিত্রের চমৎকার ছড়া।
২৯ শে মে, ২০২১ রাত ১২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ
মরুভূমির জলদস্যু উৎসাহিত
করার জন্য।
৩| ২৯ শে মে, ২০২১ রাত ১:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সময়োপযোগী।
২৯ শে মে, ২০২১ রাত ১:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ আনোয়ার ভাই
আপনাকে খুব কম দেখছি আজকাল!
৪| ২৯ শে মে, ২০২১ রাত ৩:১২
রাজীব নুর বলেছেন: এটা সাময়িক সমস্যা।
আগামী ১/২ দিনের মধ্যে এই সমস্যা কেটে যাবে।
৫| ২৯ শে মে, ২০২১ রাত ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
লেখার বদলে গার্বেজ আসছে অনেক।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২১ রাত ১১:১৬
জটিল ভাই বলেছেন:
লেখার যতোই আকাল পড়ুক, তবুও নিয়ম মানো,
সারাদিনে প্রথমপত্রে একটা লেখা থাকে যেনো!
আপনি বলেন সারাদিনে লেখা নামে না নিচে,
আমিতো দেখি অনেকে লাগে অন্যের লেখার পিছে!
কেউতো আবার এমনভাবে করে আচরণ,
অন্যদের সামু ছাড়া করবে মরণ পণ!
এমন করলে কি করিয়া বাঁচে আপনার মামু?
তাইতো আজ আইসিইউতে আছে পরে সামু