নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
তালকানা ছাগল ছানা (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
এক ছাগী জন্ম দিলো তিনটি ছাগল ছানা,
নাদুস নুদুস দেখতে তবে একটা ছিলো কানা।
দুই বাচ্চা দুধ পানে থাকে মনের সুখে
তিন নম্বরটা শুধুই লাফায় দুধ জোটেনা মুখে।
সবল হলো দুইটি ছানা দুগ্ধ পানে মায়ের,
কানাটা তো লাফায় শুধু জৌলুশ দেখে ভায়ের।
নিজের দিকে দেয়না নজর কানা ছাগল ছানা,
অন্য দুটা সুযোগ নিলো জানলোনা তা কানা।
লাফা-লাফি, ছোটা ছুটি কানা ছাগল করে,
এরে গুতায় ওরে মারে কারো ধার না ধারে।
এমন করে গুতায় গুতায় শিং ভাংলো তাহার,
শিং এর ব্যাথায় কাতর কানা জুটেনা তার আহার।
কানা ছাগল বোঝেনা যে কখন কোন ভাও,
গায়ের জোরে বাঘকেও সে বলতে গেছে ম্যাও!!
অন্য দু'টা আপন মনে খাচেছ কচি ঘাস
তিন নম্বার বাচ্চা নিজের করলো সর্বনাশ।
সময় থাকতে সমঝে চলো তাল কানা ছাগল,
নিজের ভালো সবাই বোঝে হলেও সে পাগল।
হাত দিওনা সাপের গর্তে না যেনে তার মন্ত্র ,
বেঘোরে প্রাণ হারাবে দাওনা এবার ক্ষ্যান্ত।
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
২৭ শে মে, ২০২১ দুপুর ১:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুই টাতে সব খায়
তিননম্বরটা শুধুই লাফায়!!
২| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ দারুন হয়েছে
২৭ শে মে, ২০২১ দুপুর ১:৫১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনােকে ধন্যবাদ আপু
ভালো থাকুন, সুখে থাকুন।
৩| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:৪০
ইসিয়াক বলেছেন: চ/র/ক(ন)
২৭ শে মে, ২০২১ দুপুর ১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই আমি সহজ সরল মানুষ
সাংকেতিক ভাষা বুঝিনা। একটু বুঝাইয়া দেন !
৪| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় নুরু ভাই জটিল হয়েছে। ++++
২৭ শে মে, ২০২১ দুপুর ১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল ভাই মাইন্ড করতে পারে
আপনার মন্তব্যে !!
৫| ২৭ শে মে, ২০২১ বিকাল ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
মানুষের জীবন টীবন নিয়ে লেখেন, আর কতদিন ছাগল/পাগল নিয়ে সময় কাটাবেন?
২৭ শে মে, ২০২১ রাত ১১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগল পাগল কিন্তু মানুষের জীবনের সাথে
অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সুতরাং যতদিন মানুষের
বিচরণ আছে ধরায় ততদিন ছাগল পাগলও থাকবে।
আর তারা আছে বলে্ই তাদের নিয়ে কিছু সময় কাটাতে
হবে। যদি কোন দিন সমাজ থেকে এরা সমুলে উৎপাটিত
হয় তখন না হয় তাদের নিয়ে লেখার ইতি টানবো।
৬| ২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৩০
নতুন নকিব বলেছেন:
মজার ছড়া।
২৭ শে মে, ২০২১ রাত ১১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বর্তমানে করোনা কালে মানুষকে মজা দেওয়া বড়ই
কষ্টসাধ্য ব্যাপার। তবুও আপনি মজা পেয়েছেন
যেনে খুশি হলাম।
৭| ২৭ শে মে, ২০২১ বিকাল ৪:৩৬
রাজীব নুর বলেছেন: জীবনের গল্প লিখুন। ছাগল পাগল অনেক হয়েছে। এবার মানুষের কথা লিখুন।
২৭ শে মে, ২০২১ রাত ১১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুরু শিষ্য দেখি একই সুরে কথা বলছেন !!
মনে হয় দুজন দুজনার ।
৮| ২৭ শে মে, ২০২১ রাত ১০:১৭
মা.হাসান বলেছেন:
জরিমানা, নিলডাউন, কান ধারে উঠ বস করা, হাউজ অ্যারেস্ট - কোনো কিছুতেই কাজ হবে না। কারণ এই গুলা হলো ছাগোল।
যাক গে, খান সাব যে ছাদে আম-কাঠালের চাষ করছেন এটা কি জানেন?
২৮ শে মে, ২০২১ রাত ২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে ভাবে ছাগল পালনের উপর জোর দেওয়া
হচ্ছে তাতে অচিরেই কাঠাল পাতার ঘাটতি
হবে নিঃসন্ধেহে ! তাই খানসাব আম বাগাণ
না করে কাঠাল বাগান করলে লাভবান হতেন!!
৯| ২৭ শে মে, ২০২১ রাত ১১:৪৬
স্প্যানকড বলেছেন: রোজ দেখি ছাগলে
নম্বর তিন হয়ে নাচে
ছাগলে পাগলে
এক যোগে বলে
ছাগল আগে
না,
পাগল আগে
এই নিয়ে তর্কটা জমে।
জমতে জমতে হয় না ক্ষীর
ছাগল পাগল
অহেতুক করছে ভীড় !
২৮ শে মে, ২০২১ রাত ২:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগল পাগল হরিহর আত্তা
না বুঝেই মারে পাথরে গোত্তা!!
নাদান ছাগলের ভেঙ্গে যায় শিং
ব্যাথায় কোকায় লাফায় তিড়িং বিড়িং!!
১০| ২৮ শে মে, ২০২১ রাত ১২:২১
রাজীব নুর বলেছেন: লাইনে আসেন।
২৮ শে মে, ২০২১ রাত ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: '
সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাড়িয়ে
এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে!
খোকা ফিরবে,ঘরে ফিরবে কবে ফিরবে,
নাকি ফিরবে না ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:১৪
জটিল ভাই বলেছেন:
এই ছাগল কি খালি ঘাস আর কাঁঠালপাতাই ভক্ষণ করিয়া থাকে?
নাকি আমি যেই উদ্ভিদ লইয়া পোস্ট দিলাম তাহাও ভক্ষণ করে?
পুনশ্চঃ আপনার সংস্পর্শে আসিয়া ইদানিং আমিও উদ্ভিদের আর
ইহার খাদকের প্রতি মনোনিবেশ করিয়াছি......