নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
খানসাবের কারিশমা !!
নূর মোহাম্মদ নূরু
ব্লগ পাড়াতে খানসাবের নামটি সবাই জানে
গাজী সাবের শিষ্য সে যে বলি কানে কানে।
আলাদিনের চেরাগ পেয়ে মন্তবে আজ তুঙ্গে
নানারকম বাদ্য বাজে কেউ ফু দেয় শৃঙ্গে!
সে যেখানে যায় সেখানে তাহার গুরু গাজী
এ কথাটা মানবে সবাই হোকনা যত পাজি!
কোন লেখা যায়না বাদ তার মন্তব্য ছাড়া
ভালো মন্দ যাই হোক মন্তব্য চাই করা।
ঝড় ঝঞ্ছা যতই আসুক মিঠা কিংবা কড়া
আছে তারা দৃশ্যমান যতই লাগুক খড়া।
মন্তাজের তাবিজ নিয়ে রোগ বালাই নাশে
তার পরেও মাঝে মাঝে দম যায় আর আসে!
বিজন দাদা তাকে নিয়ে দিছে একখান পোস্ট
সবার এটা পড়া চাই জরুরী ও মোস্ট!
জটিল ভাই আইসা পড়লে লাগবে জটিল প্যাচ
সবই আমরা গ্যালারিতে দেখবো তাদের ম্যাচ!
লক্ষাধিক মন্তব্যতে ভাবছে পার্টি দিবে
কি কি হবে খানা পিনা পান সুপারি রবে।
ব্লগ পাড়ায় এমন কিছু খানসাব থাকা চাই
তাদের জন্য আমরা সবাই মন্তব্য যে পাই।
সব খানেতে খানসাবের পড়ে পদ ধুলি
তা না হলে খালি যেতো মন্তব্যের ঝুলি।
গুরু তাহার গাজীসাব শিক্ষা দিছে ভালো
আছে তারা হাসি খুশি ব্লগটা করে আলো।
লক্ষাধিক তার মন্তব্যতে সামু আজ গরম
যদিও মডুর মন্তব্যেতে পেলাম একটু শরম!
তার পরেও হাত তালি দেই জানাই ধন্যবাদ
থাকবো মোরা সুখে দুঃখে কাধে মিলাই কাধ!
দোয়া করি মন্তব্য তার হবে কোটি কোটি
নিন্দুকের নিন্দা করলে ধরবো চেপে টুটি!
জিতে রহো খানসাহেব আর তাহার গুরু গাজী
শুভাশীষ জানিয়ে আমি ক্ষ্যান্ত দিলাম আজি!
প্রকাশকালঃ ঢাকাঃ ১৭ মে ২০২১ ইং সোমবার
উৎসর্গঃ সবার প্রিয় সহ-ব্লগার রাজীব নূর খানের ১ লক্ষ তম মন্তব্য স্মরণীয় করে রাখতে খানসাবকে
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
১৭ ই মে, ২০২১ বিকাল ৪:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও আন্তরিক ধন্যবাদ গাজীসাব
আপনিও আমার লেখায় বেশ প্রভাব বিস্তার
করে আেছেন। আমার অধিকাংশ মৌলিক
লেখা আপনাকে ঘিরে আবর্তিত হয়েছে।
যদিও নিন্দুকেরা আমার আর আপনার
মাঝে একটা দা কুড়াল সম্পর্ক দেখে!
খানসাবকে আমি অত্যন্ত স্নেহ করি
তার সরলতার জন্য। সরল মানুষ
একটু বোকা হয়। আর বোকা
মানুষকে কিছু খেসারত
দিতে হয়।
২| ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:১৬
বিজন রয় বলেছেন: ও আচ্চা, এই তাহলে কারবার!!
এবার বুঝলাম।
রাজীব নুর আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
১৭ ই মে, ২০২১ বিকাল ৪:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজন দাদা আপনার বোঝার জন্য ধন্যবাদ
ভালো থাকুন সেই কামনা করি সর্বদা।
আজ সামু কর্তৃপক্ষ আমার একটা পোস্ট
ড্র্রাফট করে দেওয়াতে মন খারাপ।
মন চাৃঙ্গা করতে এই রম্য।
৩| ১৭ ই মে, ২০২১ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: কবিতাটা রম্য হলেও একদম বাস্তব।
আপনার ছড়া কবিতার আমি ভক্ত। আগামী বছর আপনার ছড়া কবিতার একটা বই প্রকাশ করুন।
১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গোমড়া মুখে হাসি ফোটাতে পেরে
আমি যারপরনাই আনন্দিত।
যে যাই বলুক ভেংচি কাটুক কি আসে যায় তাতে।
আপনি আছেন আমার আর আমি আপনার সাথে!
আপনার এই লক্ষাধিক মন্তব্যের ব্যারোমিটারকে স্মরণীয়
করতে একখান জম্পেশ খানাপিনার আয়োজন হলে কিন্তু
মন্দ হতোনা। কি বলেন ?
৪| ১৭ ই মে, ২০২১ বিকাল ৫:১৯
মা.হাসান বলেছেন: মডু মাঝে দুবার বাগড়া না দিলে এই মাইল ফলক উনি আরো কদিন আগেই পার হতে পারতেন। যাহোক উনি বিলিয়ন বিলিয়ন মন্তব্য প্রসব করুন এটাই কামনা থাকলো। তবে দিনা পাঁচ-ছয়টা করে হাদিস পয়দা করবেন বলে যে কথা উনি দিয়েছিলেন তাও আশা করি রক্ষা করতে থাকবেন।
অফ টপিকঃ আমার কাজিন বাচ্চার আকিকার জন্য ছাগল কিনেছে। কাঠাল পাতার চাহিদা বেড়ে যাওয়ায় কাঠাল পাতার দামও অনেক বেড়ে গেছে। কি এক্টা অবস্থা।
১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মা. হাসান ভাই চেপে যান সব করেনা ফাাঁস
দূর্মূখেরা কখন আবার আসবে নিয়ে বাশ !
মনে মনে পাগল খুশি আমরা দিমু কাশি
দেখতে পাবেন মহানন্দে চান্দের মুখে হাসি !!
৫| ১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়াটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
আপনার ছড়ার ছন্দ বরাবরই ভালো হয়।
১৭ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ মরুভূমির জলদস্যু
আপনার শত ব্যস্ততার মাঝেও সময় করে কবিতাটি
পাঠ করে অনুপ্রাণিত করা মন্তব্য প্রদানের জন্য।
ভালো থাকবেন সর্বদা। শুভেচ্ছা জানবেন
'
৬| ১৭ ই মে, ২০২১ রাত ৮:৩৩
জগতারন বলেছেন:
আমি এসেছিলাম, পড়ে খুউব ভালো লাগা জানিয়েগেলাম।
১৭ ই মে, ২০২১ রাত ১০:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই খুশি হলাম যখন আপনাকে পেলাম
আপনার ভালো লাগার রসে আমি ডুবে গেলাম!!
৭| ১৭ ই মে, ২০২১ রাত ৮:৪৪
জটিল ভাই বলেছেন:
মন্তব্য নিয়া মন্তব্যের জন্য লাইসেন্স আপনার আছে?
সেই লাইসেন্স পাগল শুধু দুই সাগরেদরে দিছে!
তারা মন্তব্য করে আর পাগল করে কাউন্ট,
তাই মন্তব্য নিয়া আমরা করবো না আর সাউন্ড!
যদি পারেন ব্লগ জীবন আগে মন্তব্য দিয়া ভরুন,
নইলে পাগলের পাল্লায় পরলে, জীবন হবে করুণ!
ভালো কথা জাগতরনের পোস্টের লিংকটা চাই,
মাস্ট রিডের পোস্ট হইতে বাদ থাকতে নাই!
১৭ ই মে, ২০২১ রাত ১০:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার কি লাইসেন্স লাগে এটা কেমন আশা
লাইসেন্স তবে নিয়েছে কি রক্ত চোষা মশা?
পাগল চড়াই পাগল দৌড়াই আপনারওতো জানা
তাদের নিয়ে মন্তব্য করতে কে করবে রে মানা?
জাগতারণ নয় বিজন দাদার লিংকটা আগে দেখুনপড়ে এটা বুদ্ধিটাকে একটু ঝালাই করুন।
খালি মাঠে গোল দিবেন না যুদ্ধ করা চাই
তানা হলে সবইযে নন্দলাল বলবে ভাই।
৮| ১৭ ই মে, ২০২১ রাত ৮:৫৭
শায়মা বলেছেন: আহা ভাইয়া মডু আবার কোন পোস্ট মুছে দিলো তোমার? কারো পিছে লাগা কাব্য নাকি আবার?
১৭ ই মে, ২০২১ রাত ১১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্ভবত ভুল বোঝাবুঝির খেশারত!
প্রথমে মডু পোস্টটিকে সরিয়ে দিলেও
পরে তা মুক্ত করে দেয়। আশা করছি
আাগামী কাল আবার তা পুনঃপ্রকাশ
করবো। উপরে বিজন রয় এর প্রতি
মন্তব্যে লিংক দেওয়া আছে । বিশেষ
কৌতুহলী হলে দেখতে পারেন। ধন্যবাদ
আপনাকে আপু।
৯| ১৭ ই মে, ২০২১ রাত ১০:৫০
জটিল ভাই বলেছেন: বিজনবাবুর পোস্ট সে কবেই করেছি শেষ,
সেইখানে মন্তব্যও করেছি একটা বেশ!
এমন কিছু ঘটবে তা আগেই ছিলো জানা,
সেই ইঙ্গিত আমার পোস্টে দিয়েছিলো দলকানা!
তাই এবার জাগতরনের পোস্টটা পড়তে চাই,
কষ্ট করে পোস্টটা খোঁজে দিন নূরু ভাই.........
১৭ ই মে, ২০২১ রাত ১১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেশ করেছেন পড়ে ফেলেছেন বিজন দাদার লেখা
কিন্তু আপনি পাইলেন কোথা জাগতারনের দেখা ?
জাগতারন দা কমই লেখেন পড়েন বেশী বেশী
মন্তব্যও সুন্দর করনে তাতেই থাকুন খুশি !!
১০| ১৮ ই মে, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: সমাজের দুষ্টলোকদের মনে মনে আমি গালি দেই।
১৮ ই মে, ২০২১ রাত ১:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেটাই ভালো ! দুষ্ট লোকদের
দুষ্ট কাজে ঘৃনা করা ইসলাম
সমর্থন করে তবে গালি নয়
ঘৃনা করুন।
১১| ১৮ ই মে, ২০২১ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগার জটিল ভাই'এর বিশ্রী লেখা ও কমেন্টকে সাপোর্ট করছেন, মনে হয়; এই ধরণের বিশ্রী কমেন্ট আপনার পোষ্টে স্হান পাওয়া ঠিক নয়।
১৮ ই মে, ২০২১ রাত ১:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দে্ইনা !
কমেন্ট যে কেউ করতে পারে এটা তার
স্বাধীনতা তবে তাকে উৎসাহিত করা
বাঞ্ছনীয় নয়।
১২| ১৮ ই মে, ২০২১ ভোর ৪:০৬
জটিল ভাই বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগার জটিল ভাই'এর বিশ্রী লেখা ও কমেন্টকে সাপোর্ট করছেন, মনে হয়; এই ধরণের বিশ্রী কমেন্ট আপনার পোষ্টে স্হান পাওয়া ঠিক নয়।
উনার কথায় কিছু মনে নেবেন না। উনার হয়ে আমি আপনার নিকট ক্ষমা চাচ্ছি। ইতিমধ্যে উনার সঙ্গে আমার ছোট-খাটো একটা বাহাস হয়ে গেছে চাইলে দেখতে পারেন! সেখান থেকে যে কয়টা বিষয় বুঝতে পেরেছি, ব্যক্তিগত জীবনে তিনি ভীষণ হীণমন্যতায় ভুগছেন যেকোনো কারণে। আর তাই তিনি নিতান্তই শিশুসসুলভ আচরণ করছেন। হয়তো রাজীব নূর ভাইয়ের আজকের এই অর্জন তিনি মেনে নিতে পারছেন না, ভাবছেন তিনি কেনো পরলেন না! আর তাই উল্টা-পাল্টা বলছেন। আমার সঙ্গে রাজীব ভাইকে প্যাঁচ লাগাতেও অনেক্ষণ চেষ্টা করেছেন। আসলে বিচারবুদ্ধি হ্রাস পেলে যা হয় আরকি। কিন্তু এইমুহুর্তে উনাকে আমি মেন্টাল সাপোর্ট দিতে চেষ্টা করছি। আশা করি আপনিও উনার প্রতি সহানুভূতিশীল হবেন। আজতো তিনি আমাদের পরিবারের কেউ হতে পারেতেন। সেই চিন্তা হতে আপাতত উনাকে সহানুভূতির চোখে দেখার আহ্বান থাকবে। আমরা সবাই চেষ্টা করলে উনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ্। আমি চাই তিনি মানুষ হিসেবে বাঁচুন। সেজন্য আমার সর্বোচ্চ সাহায্যের আশ্বাস ব্যক্ত করেছি। আর আপনি যেহুতু পাগল তথা মানসিক রোগী নিয়ে কাজ করেন তাই এইমুহুর্তে আপনার সহচর্য উনাকে ভীষণভাবে সাহায্য করবে বলে আশা করি। পরিশেষে এটাই বলবো, পাগলরাও এই সমাজেরই অংশ। আমরা সোচ্চার হলে পাগলামির ভূত তাড়ানো তথা পাগলামি ছুটানো কঠিন কিছু নয়!
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না??????
১৩| ১৮ ই মে, ২০২১ দুপুর ১:৫১
রাজীব নুর বলেছেন: ব্লগার জটিল ভাই একজন দুষ্ট ব্লগার। তাঁর কর্মকান্ড অতি নিম্মমানের। আশা করি তাঁর ব্যাপারে এডমিন ব্যবস্থা নেবেন।
১৪| ১৮ ই মে, ২০২১ দুপুর ২:২৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: এ এক বিরল অর্জন একজন ব্লগারের জন্য। যেখানে এখন ব্লগে মন্তব্যখরা চলছে সেখানে খান সাহেবের এ প্রচেষ্টা নিঃসন্দেহে বাকী ব্লগারদের মন্তব্য করতে উৎসাহ যোগাবে।
কবিতা চমতকার হয়েছে।তার জন্য +++ এবং খান সাহেবকে অভিনন্দন তার এ বিরল অর্জনের জন্য।
১৫| ১৮ ই মে, ২০২১ বিকাল ৪:১০
জটিল ভাই বলেছেন: রাজীব নুর বলেছেন: ব্লগার জটিল ভাই একজন দুষ্ট ব্লগার। তাঁর কর্মকান্ড অতি নিম্মমানের। আশা করি তাঁর ব্যাপারে এডমিন ব্যবস্থা নেবেন।
রাজীব নুর সাহেব,
আমার জানা মতে আপনি খুবই ভদ্র ও সাদাসিধা একজন ব্যাক্তি বটে। তাই শেষমেষ আমি না চাইলেও জনৈক আপনাকে আমার বিরুদ্ধাচরণে নিয়োজিত করিতে সক্ষম হইলেন আমাদের মাঝে ব্যক্তিগত কোনো বিভেদ না থাকা সত্বেও। তাই বলে আপনার প্রতি আমার ভালবাসা কমিবে না। আপনার মত সরলমনা মানুষকে আল্লাহ্ সরল পথ দেখান। এই কামণা রইলো। কোন সহযোগিতা দরকার হলে নির্দ্বিধায় বলিবেন। শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০২১ বিকাল ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের জন্য ফিডব্যাক খুবই প্রয়োজনীয় ফ্যাক্টর, রাজিব নুরের কমেন্টে অনেক ব্লগার উৎসাহিত হয়েছেন; রাজিব নুরকে অভিনন্দন। আপনি রাজিব নুরের ব্লগিং'এর উপর প্রভাব ফেলেছেন বিবিধভাবে।