নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ঈদ বাজারে ব্যস্ত পাগল (রম্য কবিতা-পাগল-০৪)

১৩ ই মে, ২০২১ দুপুর ২:৪২

পাগলের সিক্যুয়ালঃ
১। পাগল-১ (ছড়া)
২। পাগল ভরা বঙ্গ দেশ
৩। পাগল-২ (ছড়া)
৪।একটি রম্য ছড়া
৫। পাগল-৩ (রম্য কবিতা)

ঈদ বাজারে ব্যস্ত পাগল
নূর মোহাম্মদ নুরু
============================
ঈদ শপিংয়ে ব্যস্ত পাগল ঘুরে নানা্ন বাজার।
বাদ যায়না শপিংমল মসজিদ কিংবা মাজার।
আজ বাদে কাল ঈদ যে হবে পাগলেও তা জানে।
ঈদ এলো ওই রোজার শেষে সুর বাজে তার কানে।

ঈদ হলে যে টাকা লাগে পাগলেও বোঝে।
তাইতো তাহার চক্ষু দু'টি বিত্তবানদের খোঁজে!
তাদের দেখে হাতটি পাতে দেন না দুটো টাকা।
দু্দিন ধরে খাইনা কিছু পকেটটাও ফঁকা!

যাকাত বিলায় অনেক মানুষ ফেতরাও যে দেয়।
যে নিয়তে যে যাই দিক খুশি হয়ে নেয়।
টাকা্র মর্ম সবাই বোঝে পাগলেরও জানা
যত পায় ততই যে চা্য করেনা কভু মানা।

থালা বাটি হাড়ি পাতিল্ কিছুই যে তার নাই
তার পরেও স্বপ্ন দেখে জর্দা সেমাই খাই।
টাকা পয়সা বেশ জমেছে থাকে তাহার সনে
এটা কেনে ওটা কেনে সবই মনে মনে।

লাল্লু কাল্লু জগাই মাধাই নামনা জানা পাগল
মাঝে মাঝে ক্যাচাল কথায় লাগায় গন্ডেগোল।
অতিরিক্ত বেড়ে গেলে তাদের পাগলামী
চুবানি দেয় মোড়ল তাদের পুকুরেতে নামি।

ঠাণ্ডা থাকে কয়েকটা দিন সান্ত থাকে পাড়া
কেয়েক দিনে যায়না পাওয়া তাদের কোন সাড়া।
কিন্তু আবার নতুন বেশে ফিরে আসে পাগল
হাজার টাকার বাগানটাকে শেষ করে দেয় ছাগল।

পাগল তুমি সাকো নাড়াও কে করেছে মানা।
তোমার দৌড় যে কতটুকু আছে মোদের জানা।
পাগল বলে আর হেলা নয় যদি দেখো বনে।
মনে রেখে পাগলের সুখ রাখে মনে মনে।

ঈদের খুশী লাগুক সবার যত পাগল আছে।
পাগল হলেও সমান তারা মহান আল্লাহর কাছে।
উচু নিচু তাহার কাছে ভেদাভেদ যে নাই
পাগল হলেও মানুষ তারা আমাদেরই ভাই


প্রকাশকালঃ ঢাকাঃ ১৩ মে ২০২১ ইং বৃহস্পতিবার
উৎসর্গঃ সামুর সকল পুরাতন ও নতুন আমদানী হওয়া পাগলদের।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২১ দুপুর ২:৫৯

শেরজা তপন বলেছেন: নুরু ভাইতো ইদানিং দেখছি পাগলদের ছড়া কবিতা নিয়ে ভীষন ব্যাস্ত!
এত পাগলের মাঝে আরেকজন পাগলকে পেয়ে ভাল লাগল :)

১৩ ই মে, ২০২১ বিকাল ৩:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তপন ভাই জবাব নাই আপনার মতবাদে
আপনিও শেষে পা দিলেন ওদের পাতা ফাঁদে।
বেড়ে গেছে পাগলামি সামুর মাঠে আবার
সময় আছে এটা নিয়ে সবার কিছু ভাবার!

২| ১৩ ই মে, ২০২১ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



ঈদের শুভেচ্ছা।

১৩ ই মে, ২০২১ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনিসহ সব পাগলদেরও ঈদ শুভেচ্ছা।
সবা্ই মনের সুখে ঈদ আনন্দ উপভোগ করুন।

৩| ১৩ ই মে, ২০২১ বিকাল ৪:২৭

জটিল ভাই বলেছেন: আচ্ছা, আসলেই কি এদের পা-গোল? :D

১৩ ই মে, ২০২১ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আজকে দেখলাম আর একটা গর্ত থেকে
বের হয়েছে !! যেহেতু পা এখনো গর্তে
তাই বুঝতে পারছিনা এদের পা গোল কিনা !!

৪| ১৩ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক নুরু ভাই।

১৪ ই মে, ২০২১ দুপুর ২:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কবি
আপনাকেও পবিত্র ঈদ উল ফিতরের
শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
ঈদ মোবারক।

৫| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
বলে তো একদম ঝাক্কাস।

১৪ ই মে, ২০২১ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ খানসাব
পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানবেন।
আপনার দুই পরীর জন্য অনেক অনেক
শুভকা,মনা। ঈদ মুবারক।

৬| ১৪ ই মে, ২০২১ রাত ১২:৫৮

মা.হাসান বলেছেন: উৎসর্গপত্র চমৎকার হয়েছে।

পাগোলদের জন্যেও সেমাইয়ের ব্যবস্থা থাকুক। আর ছাগোলদের জন্য কাঠালপাতা। B-))

(কয় দিন ব্যস্ততার কারণে অনুপস্থিত ছিলাম। পুরান পাগলে ভাত পায় না নয়া পাগোল কই থেকা আইল? এখন খুইজা বার কর্তে হবে।)

১৪ ই মে, ২০২১ দুপুর ২:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পাগলের সুখ মনে মনে সবারই তা জানা
খাকনা যত সেমাই পায়েস কে করেছে মানা।
কাঠাল পাতা ছাগলে যে বড়ই মজা পায়
তাদের তরে আটি আটি অন্য কারো নয়।

(চোখ বুলালেই দেখতে পাবেন নতুন পাগলদের)

৭| ১৪ ই মে, ২০২১ রাত ১:৩৩

মনিরা সুলতানা বলেছেন: উৎসর্গে প্রত্তিবাদ জানায়ে গেলাম !
পাগলী দের স্হান না দেয়ার জন্য।

ঈদ শুভেচ্ছা নুরু ভাই।

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগল আর পাগলীতে এখন কোন বিভেদ নাই।
পাগলী পাগল এক কাতারে আমরা দেখতে পা্ই।
নারী পুরুষ সবাই মাননীয় এখন কেউ কি মাননীয়া কয়?
আমাদের মহান সামু পাগলা ও কিন্তু সামু পাগলী নয়।

নারী হলেও সবাই তাকে সামু পাগলা কয়।
পাগলা পাগলী বিভেদ আর তো কভু নয়।
দোয়া করি যেন এক কাতারে পাগলা পগলী রয়
আসুন তবে জোরে বলি পাগলা পাগলীর জয়।

৮| ১৪ ই মে, ২০২১ ভোর ৪:৫০

জগতারন বলেছেন:

যাকাত বিলায় অনেক মানুষ ফেতরাও যে দেয়।
যে নিয়তে যে যাই দিক খুশি হয়ে নেয়।
টাকা্র মর্ম সবাই বোঝে পাগলেরও জানা
যত পায় ততই যে চা্য করেনা কভু মানা।[/sb

কবিতা মনোরম হয়েছে !
আজকে এ কবিতায় গাজীর পানির ট্যাঙ্ক, চাঁদ, ট্রাক্টর বা পেঁচার হদ্দিস পাইলাম না।

তবে
আপনার প্রতিমন্তব্যঃ
আপনিসহ সব পাগলদেরও ঈদ শুভেচ্ছা।
সবা্ই মনের সুখে ঈদ আনন্দ উপভোগ করুন।


তপন ভাই জবাব নাই আপনার মতবাদে
আপনিও শেষে পা দিলেন ওদের পাতা ফাঁদে।
বেড়ে গেছে পাগলামি সামুর মাঠে আবার
সময় আছে এটা নিয়ে সবার কিছু ভাবার!


ঐ দিকের কিছু আভাস পাইলাম।

এর পরে আশা করিতে পারি পাগলীদের নিয়া কবিতা লখিবেন।
নইলে বর্নবৈসম্যের মামলায় পরতে পারেন।

সকলের প্রতি ঈদের সুভেচ্ছা জানাইলাম।
প্রার্থনা করিঃ
আপনি, সকল "সামু"-ব্লগাররা এবং দেশের সকল মানুষ সুখে থাকুক আগামী বছরের প্রত্যেক দিন।

১৪ ই মে, ২০২১ বিকাল ৩:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগতারণ দাদা
আপনার জন্য ধাধা!
বের করুনতো কয়টা পাগল
আছে হেথায় বাধা !!

সবই যদি প্রকাশ করি
দিয়া নাম ঠিকানা।
মুখ লুকাবে ছাগল পাগল
কাঠাল পাতা দিয়া।

৯| ১৬ ই মে, ২০২১ রাত ১:২৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সবারই কিছু না কিছু পাগলামি আছে। আমাদের দেশগুলোতে মৃদু পর্যায়ের পাগলামি গোপন রাখা হয়। সেই হিসাবে আপনারও চান্স আছে এই গোত্রভুক্ত হওয়ার। =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.