নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কবি মনের আজব খেয়াল !! (ছড়া)

১১ ই মে, ২০২১ বিকাল ৪:০৭


কবি মনের আজব খেয়াল !!
নূর মোহাম্মদ নূরু

ভাবছি আমি কবি হবো
লিখবো অনেক কাব্য,
ভালো হোক মন্দ হোক
কটু বা সুখ শ্রাব্য।

ভুল ত্রুটি অসঙ্গতি
ধরবো তুলে ছড়ায়,
ঘোড়া কোথায় ডিম পেড়েছে
ভূত এলো কোন পাড়ায়।

কোকিল কেন ডিম দিয়েছে
কালো কাকের বাসায়,
বক কেন সাধু সাজে
মাছ ধরিবার আশায়।

এমন করে অনেক গোপন
করে দেবো ফাঁস,
যখন যেথায় দেখতে পাবো
তোমার সর্বনাস।

সকল খানে আমার নাম
থাকবে সবার মুখে,
ধন্য আমার কবি হওয়া
কত আশা বুকে।


প্রকাশ কালঃ
ঢাকাঃ ৩০ মে ২০১৮ ইং
উৎসর্গঃ সহ ব্লগার রাজীব নুর খান, আমার প্রিয় একজন !

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২১ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগে নীচু মানের কবিতা বেশ সমস্যার সৃষ্টি করছে, কবিতার প্রতি বিরূপ মনোভাবের সৃষ্টি হয়েছে।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেমন সমস্যা হচ্ছে আপনার ?
রাতের ঘুম হারাম, নাকি
না পারার যন্ত্রণা !!

২| ১১ ই মে, ২০২১ বিকাল ৫:০৯

জটিল ভাই বলেছেন:


পাগলের‌ পরবর্তী পর্ব কবে আসবে?

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঈদে এখন ব্যাস্ত পাগল
শিরোনামে একটা সিক্যুল
আসল আসতেও পারে !!

৩| ১১ ই মে, ২০২১ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আপু
ঈদের অগ্রীম শুভেচ্ছা
জানবেন।

৪| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০১

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ আলি ভাই আপনাকে
সময় করে ছড়াটি পড়ার জন্য।

৫| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬

ডাব্বা বলেছেন: ছড়া আমার ভালো লাগে। আমি চেষ্টা করি লিখতে মাঝে মাঝে।

১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চেষ্টা অব্যাহত রাখুন্
একসময় ভালো লিখতে
পারবেন। আমি কোন ইস্যু পেলে
উপস্থিত ভাবেই ছড়া কাটি !!

৬| ১২ ই মে, ২০২১ রাত ৯:০৭

জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম।
লাইক, পাগল ছড়া আরও চাই।

১৩ ই মে, ২০২১ রাত ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ জগতারন দাদা
কবিতা ভালো লাগার জন্য।
পাগলের আর একটা সিক্যুয়াল
আসবে ঈদে !! একটু অপেক্ষা
করুন।

৭| ১২ ই মে, ২০২১ রাত ৯:৪৪

রাজীব নুর বলেছেন: মুরুব্বী আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার ছড়া, কবিতা আমার খুব ভালো লাগে। উতসর্গ করেছেন আমাকে। এটা অনেক বড় পাওয়া আমার।

১৩ ই মে, ২০২১ রাত ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খানসাব
খুব অল্পসংখ্যক ব্লগারকে আমি
পছন্দ করি তবে সেই লিষ্টে আপনার
নাম আছে। এজন্য্ই আপনাকে একটু
খোঁচাইঁ যা আপনি সহজ ভাবে গ্রহণ করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.