নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ছাড়তে হবে রঙের দূনিয়া !!
নূর মোহাম্মদ নূরু
ওরে মানুষ হইছো বেহুশ
মিছা এই দুনিয়ার পিছে ,
জবাব দিহি করতে হবে
বিচার দিনে খোদার কাছে।
লাল্লু কাল্লু কত আইলো
খোদায় করে অবিশ্বাস!
ত্যাড়া মানুষ সোজা হবি
উঠবে যখন মরণ শ্বাস!!
মিছা দুনিয়ার লোভে পড়ে
খোদাকে গেছো ভুলিয়া ,
ভুলে গেছো ছাড়তে হবে
রঙের এই দূনিয়া!
নতুন কিছু বলদ আবার
হইছে হেথায় আমদানী।
সময় হইছে এবার তাদের
দিতে হবে প্যাদানী।
কোরআন হাদিস মানেনা যে
তিরস্কারে বোখারী (রঃ)
বুঝবি সেদিন যাবি যে দিন
শূণ্য করে ঘরবাড়ি।
আল্লাহ তাদের শাস্তি দিবে
যা করেছো পাপ,
রাঘব বোয়াল রাজা বাদশা
পায়নি কভু মাপ।
সময় আছে তওবা করো
খোদার কাছে চাও মাফি।
তানা হলে কাজ হবেনা
পরকালে তাঁর নাম জপি।
ছেড়ে দিলাম খোদার হাতে
সবার জন্য্ নসিহত।
সময় আছে বেছে নাও
সঠিক সরল সত্য পথ।
প্রকাশকালঃ ঢাকাঃ সোমবার, ১০ মে ২০২১ ইং
উৎসর্গঃ পাগল খেদাও আন্দোলনের লড়াকু সৈনিক জটিল ভাইকে
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হতাশা নয় ইমান!!
আমার বিশ্বাস আমাকে
কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাবে।
২| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
উহাকে কি সাঁকো ধরায়ে দিয়েছেন?
১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাঁকো ধরে রাখতে বলেছি
নাড়াতে নিষেধ করেছি।
তবে পাগলের উৎপাত
যে হারে বাড়ছে তাতে
কতক্ষন নিষেধ মানবে
বুঝতে পারছিনা।
৩| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার বয়সী মানুষ আমেরিকায়, ইউরোপে আছে, তারা জীবন নিয়ে উৎসাহী।
১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও জীবন নিয়ে কম উৎসাহী নই।
নানান রঙের মানুষ অবলোকন করছি,
তাদের গতি বিধি পর্যবেক্ষণ করছি।
খেলা সাঙ্গ হলে কি সঞ্চয় থাকবে
তার হিসাব নিকাষ করছি।
৪| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
সাংবাদিক মানুষ আপনি, দেশের মানুষ মহামারীতে জর্জরিত; এর মাঝে কি নিয়ে অপ্রয়োজনীয় কথা বলে বেড়াচ্ছেন? আপনার আগে যাঁরা এসেছিলেন, তাঁরা মানব জীবনচক্র দেখে গেছেন, ইহা নতুন কিছু নয়।
১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 'সাংবাদিকের জীবনে কি হাসি তামাশা
রঙ্গ ঢং করা নিষেধ ? মাঝে মাঝে
কিছু অসংগতি দেখলে প্রতিবাদ
করি রম্য ধারায়। আপনি
দেখে থাকবেন ইদানিং
কিছু কথা চালা চালি
হচ্ছে ধর্মীয় বিশ্বাস
নিয়ে। একজন
ফিরে এসেছে
নতুন রুপে।
তাই এই
প্রতিবাদ!!
৫| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০২
জটিল ভাই বলেছেন: এক মহিলার ছেলের বউয়ের হাত ছোট ছিল। তো নদী হতে কলস ভরে কাঁখে নিয়ে আসার সময় কলসের ভেতর কান হতে দুল খুলে পরে যায়। বাড়ি এসে শাশুড়িকে বললে বলেন, কলসের ভেতর হাত দিয়ে তুলে নাও। কিন্তু হাত ছোট থাকায় কলসের তলা ছুঁতে পরেনা। ফলে অনেক্ষণ হাত নাড়ানোর পর মহিলা এই সিদ্ধান্তে পৌঁছায় যে, এই কলসের কোনো তলাই নেই!
১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল বলেছেন ভাই!
আসলে ওদের কোন তলাই নাই।
তো এক গ্রামে এক মতব্বর ছিলো।
মাতুব্বরীতে তার বেশ নাম ডাক।
তার নিজ গ্রাম ছাড়াও বিভন্ন গ্রাম থেকে
তাকে ডেকে নিতো ব্চার সালিশিতে।
বড় একটা চাদর আর লাঠি নিয়ে তিনি
বিচার সালিশি করে বেড়াতেন।
এই মাতুব্বরের মৃত্যু হওয়ায় তার
ছেলের উপর পড়লো বিচারের দ্বায়িত্ব।
একবার পাশের গ্রামে যাবেন সালিশ করতে।
ভো বেলা রওয়ানা হলেন বাবার চাদর আর লাঠি
নিয়ে। অনেক .দূরের পথ তাই খুব ভোরেই রওনা দিলেন
তিনি। বিধি বাম তার উদরের তলদেশে চাপ অনুভব করায়
চাদর খানি কোমরে জড়িয়ে নদীর পারেই প্রাকৃতিক কার্য সমাধা করে
নদীর পানি দ্বারা পশ্চাৎদেশের ময়লা পরিস্কার করার জন্য যেই পানি
তুলে পশ্চাতে দেওয়ার চেষ্টা করলেন তখন আর তা খুঁজে পেলেন না।
(আসলে চাদর কোমরে পেচানোর ফলে হাত সেখানের লাগাম পাচ্ছে না)
তখন খেদের সাথে ছেলে বললো একদিন মাতুব্বরী পাইছি তাতেই"গোয়া"
দুরে চলে গেছে !! আরো কয়েকদিন মাতুব্বরী করলেতো তাকে আর খুইজ্জাই
পামুনা । তাই ওদেরকে আর মাতুব্বরী করতে দেওয়া যাবেনা।
৬| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২২
জটিল ভাই বলেছেন: হা হা হা......
যারা অবিশ্বাস করেছে তুমি তাদেরকে সতর্ক কর বা না কর, তাদের পক্ষে উভয়ই সমান; তারা বিশ্বাস করবে না। (সূরা ২বাকারা: ৬)
যাদের ব্যাপারে তোমার পরওয়ারদেগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান আনবে না। (সূরা ১০ ইউনুস: ৯৬)
আল্লাহ্ তাদের হৃদয় ও কানে মোহর মেরে দিয়েছেন, তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি। (সূরা ২ বাকারা: ৭)
১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাই তাদের হেদায়াতের দ্বায়িত্ব আল্লাহর উপরই
ছেড়ে দিলাম। তিনিই তাদের ব্যাপারে চুড়ান্ত
সিদ্ধান্ত নিবেন। আমরা প্রতি নিয়তই পাপ
করছি তার জন্য ক্ষমাও চাচ্ছি তার কাছে
কিন্তু যারা তার বিরুদ্ধাচরণ করছে তাদের
পরিনতি কি হবে তা একমাত্র আল্লাহই
ভালো জানেন। আল্লাহ সবাইকে
হেদায়েত দান করুন।
আমিন
৭| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০
জটিল ভাই বলেছেন: আমিন। তাদের জন্য শুধুই আফসোস। পাশাপাশি নিজেদের জন্যও ভয়, কারণ আল্লাহ্ তাদের সঙ্গ ত্যাগ করতে বলেছেন। তাদের সঙ্গে থাকলে আল্লাহ্'র নির্ধারিত তাদের আজবের সংস্পর্শে আমরাও আসবো। আবার দুনিয়ায় যে যা সঙ্গে চলবে, তার হাশর তার সঙ্গেই হবে
১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ সব কিছু দেখেন আর বুঝেন
তিনি সর্বজ্ঞ। তাই সকলের মনের ভাব
তার কাছে অপ্রকাশ্য নয়। সুতরাং
ঈমান মজবুত করুন। ভয় থেকে
দূরে থাকুন।
৮| ১০ ই মে, ২০২১ রাত ৮:১৯
নেওয়াজ আলি বলেছেন: এই রমজানে যেন আল্লাহর রহমত বর্ষিত হয় সবার উপর
১০ ই মে, ২০২১ রাত ১০:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার নেক দোয়া
সবার উপরে বর্ষিত হোক।
আমিন।
৯| ১০ ই মে, ২০২১ রাত ৮:২১
কামাল১৮ বলেছেন: ভয় থেকে দুরে থাকলে হবে না ।প্রতিনিয়ত ভয় পেতে থাকুন,আগুনের ভয়,গুর্জুর ভয়,ভয়ে ভয়ে জীবনকে তচনচ করে ফেলুন।কয় দিনের দুনিয়া ,এই দুনিয়া এক মহা ভয়ের দুনিয়া,আশল দুনিয়া তো মাটির নিচে,কবরে।যতো তাড়াতাড়ি সেই দুনিয়ায় যাওয়া যায় ততই পাপ করার ভয় কম।
১০ ই মে, ২০২১ রাত ১০:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা সৃষ্টি কর্তাকে বিশ্বাস করে
তাদের অন্তরে এই ভয় সব সময়
বিরাজ করে। দুনিয়াটা ক্ষনস্থায়ী
এখান থেকে সে সম্পদ/নেকী
অর্জন করা যায় তাই হবে
পরকালের পাথেয়।
যার যতদিন আয়ু
আছে সেটুকুর
সদ্বব্যাবহার
করুন।
১০| ১০ ই মে, ২০২১ রাত ৯:১৪
স্প্যানকড বলেছেন: আল্লাহ তে নাই যার বিশ্বাস
সে তো মানুষ নয়
নাফরমান উন্মাদ খাস !
১০ ই মে, ২০২১ রাত ১০:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যথার্থ বলেছেন স্প্যানকড ।
কিন্তু আল্লাহতে যার পূর্ণ্
ঈমান কোথা সে
মুসলমান?
১১| ১১ ই মে, ২০২১ রাত ১২:০৩
লোনার বলেছেন: পড়ুন: view this link
১২| ১১ ই মে, ২০২১ রাত ১২:১৪
লোনার বলেছেন: দুঃখিত লিংকটা ওপরে দেয়ার পর কেন কাজ করছে না জানিনা। ছবির বইটা পড়ুন:
অথবা এখানে দেখুন:
view this link
১৩| ১১ ই মে, ২০২১ রাত ১২:৪৬
রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্টে তো মন্তব্য করতেই ভয় পাচ্ছি।
১৪| ১১ ই মে, ২০২১ রাত ১২:৫৫
রাজীব নুর বলেছেন: মুরুব্বী আমার বেঁচে থাকা দরকার। আমার ছোট মেয়েটার বয়স মাত্র সাড়ে চার মাস।
©somewhere in net ltd.
১| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
টিকা নেন, হতাশা কমে যাবে। বয়স বাড়লে, এসব সমস্যা দেখা দেয়?