নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
পাগলের সিক্যুয়ালঃ
১। পাগল-১ (ছড়া)
২। পাগল ভরা বঙ্গ দেশ
পাগল-২ (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
কোন গ্রামে বাড়ি তোমার,
কোনটি তোমার দেশ,
কি কারনে ধরছো তুমি
এমন পাগল বেশ!
মানুষ মারতে চাও কেন গো
ট্রাকটরের নীচে,
লাল দালানে মরবে পঁচে
জীবন হবে মিছে!
পাগল আছে হরেক রকম
ভাবে কেবল নিজেকে,
অপকর্ম করে করে,
বাড়ায় নিজের পুঁজিকে।
কোথায় পাব খাটি পাগল.
ভাবছি বসে নির্জনে,
খাঁটি পাগল খুঁজি আমি,
গ্রাম গঞ্জের দূর বনে।
কোন পাগল চায় যে যেতে,
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।
সবার সাথে থাকো তুমি
সুখে দুঃখে মিশিয়া,
মেরোনা আর কাউকে তুমি,
ট্রাকটরের তলায় পিষিয়া!!
প্রকাশকালঃ ১৬ মে ২০১৮ ইং
০৬ ই মে, ২০২১ বিকাল ৪:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কবিতা পড়ার প্রহর
গাড়ি ঘোড়া ট্রাম বাস বহুত পুরানা
এদের নিচে মরলে তেমন জোস আসেনা।
তাই এবার ট্রাকটরকে বেছে নিলাম।
চমক হবে প্রচুর মরলে ট্রাকটরের নিচে!!
২| ০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৪৫
রানার ব্লগ বলেছেন: তুমি যারে পাগল বলো
সেত পাগল নয়
যে ছেড়েছে দুনিয়াদারি
লোকে তারে পাগল কয়
০৬ ই মে, ২০২১ বিকাল ৪:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুনিযাদারি ছাড়া কিন্তু সহজ নয়
যদি না থাকে দিলে আল্লাহর ভয়।
তার প্রেমেতে পাগল হলে
জীবন হবে সুখময় !
৩| ০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষের শতকরা ১৫ ভাগের বেশী মানসিক সমস্যা ও চাপে আছে; ইয়েমেনের ৬০ ভাগ লোকের মানসিক সমস্যা আছে; ফলে,পাগলের অভাব হওয়ার কথা নয়।
০৬ ই মে, ২০২১ বিকাল ৪:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই পাগল আর সেই পাগলে
ফারাক আছে যোজন যোজন!
ভাবুক হলে বুঝতে পারে
বুঝবেনা কেউ হলে মদন!!
৪| ০৬ ই মে, ২০২১ বিকাল ৪:২০
জটিল ভাই বলেছেন: জটিলে ভাবছে এবার,
কন্ডেম ট্রাকটর কি করবে তার
০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল ভাই ভাবনার কিছু নাই
মরা বাঁচায় ক্ষতি নাই।
মরলে শহীদ বাঁচলে গাজী
আসে আসুক শতেক পাজী!!
৫| ০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৩৯
মা.হাসান বলেছেন: ছবিটা আমার দেখা এক পাগলের সাথে খুব মিলে যায়- শমশের পাগল। এর সাথে দুইটা চ্যালা থাকতো- লাল্লু আর কাল্লু।
উইকিপিডিয়ার এই ছবিতে বিভিন্ন কালার দিয়ে দেশে দেশে পাগলের পার্সেন্টেজ দেখানো হয়েছে। যত লাল ঘেষা তত পাগলের পার্সেন্টেজ বেশি। আম্রিকা-কানাডায় ২০% এর মতো পাগল, বাংলাদেশে ১২% এর মতো।
সব মানুষের অনুভুতি একই রকমের হবার কথা, সে হিসাবে সব দেশে পাগলের সংখ্যা সমান হবার কথা। তাহলে আম্রিকায় পাগোল বেশি ক্যান?
কারণ আছে।
আম্রিকা পাগলদের কিছু কিছু সুবিধা দেয়। সহজে অস্ত্র কিনে স্কুলের বাচ্চাদের বা পাবলিক প্লেসে যেয়ে সাধারণ মানুষদের গুলি করা খুব সহজ। যাদের চোখের নজর কমে গেছে, গুলি করার অসুবিধা, এরা ট্রাম্পের মতো সোসাল মিডিয়ায় এসে বিনা বাধায় মানুষদের গালিগালাজ করতে পারে।
এত সুবিধা দেখে নাকি অনেক পাগল বিভিন্ন দেশ থেকে আম্রিকায় চলে গেছে। এই জন্য ঐ দেশে পাগলের সংখ্যা একটু বেশি।
০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমশের পাগলের চ্যালা দুই খান
লাল্লু আর কাল্লু একই সুরে গায় গান।
শমশের মাঝে মাঝে উস্কানি মারে
লাল্লু আর কাল্ল তাতে পুড়ে মরে!!
আমেরিকায় শমশের লাল্লু কাল্লু দেশে
তেলে আর জলে বলো কভু কি মেসে!!
তার পরেও লেজুর ছাড়েনা যে তার
লাল্লু আর কাল্লু কি নামের বাহার !!
৬| ০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৪৮
জটিল ভাই বলেছেন: মিয়া আপনে বড্ড বেরসিক
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রমজানে রস নাই সব নিয়েছে চুষি
ইফতারীতে তাই খাই ইসুবগুলের ভুষি !
তরমুজ এখন দামী ফল কেজিতে বিকায়
না খেতে পেয়ে তাই করি হায় হায়!!
৭| ০৬ ই মে, ২০২১ বিকাল ৪:৫৫
জটিল ভাই বলেছেন: আপনার কমেন্ট পড়ে উছে গেছে জোস,
কবিতা না লিখিলে হইবো বেহুঁশ!
যদি আপনর মর্জি হয়, দেন অনুমতি,
পাগল আর ট্রাক্টর নিয়া লিখি অনুভূতি
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নেমে পড়ুন কোমর বেধে বাধা নিষেদ নাই
পাগল খেদাও আন্দোলনে সামিল হওয়া চাই।
পাগল ধরো পাগল খেদাও হাতে নিয়ে বাঁশ
উর্বর ভূমিতে এবার করবো পাগল চাষ !!
৮| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:০১
নজসু বলেছেন:
পাগল চেনার সহজ উপায় সে কখনও নিজেকে পাগল মনে করেনা।
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তবে যদি বলেন পাগল নাও দোলাইস না
তখন তার প্রতিক্রিয়া দেখে বুঝবেন সেটা পাগল!!
৯| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:১৬
ইসিয়াক বলেছেন:
তিন পাগলের হলো মেলা নদে এসে।
ও তোরা যাসনে ও পাগলদের কাছে।
কামড়ে দেবে, কামড়ে দেবে, কামড়ে দেবে
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি পাগল হব, হায় হায় পাগল হব পাগল নেব
যাব পাগলের দেশে, এই পাগল কে ঠেলে দেব,
সেই পাগলের কাছে... যার জন্যে পাগল,
ও যার জন্যে পাগল...
১০| ০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১
জটিল ভাই বলেছেন: ভাই নূর মোহাম্মদ নূরু,
মানিয়া তাহাকে গুরু।
করছি পাগল বন্দন শুরু.......
০৬ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল ভাই পাগল হ্যান্ডেল করা
খুবই জটিল কাজ। সাবাধানে রাখবেন
না হলে কামড়ে দেবে, কামড়ে দেবে্ !!
১১| ০৬ ই মে, ২০২১ রাত ৮:২৮
চাঁদগাজী বলেছেন:
আপানার কালেকশান বড় হচ্ছে, একটাকে সাঁকো নাড়াতে লাগিয়ে দিয়েছেন, কাজ শুরু হয়ে গেছে!
০৭ ই মে, ২০২১ রাত ১২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয় নাই গাজী সাব আমি আছি সাথে
পথের দিশা দিবো অন্ধকার রাতে।
চ্যালা ব্যালা শিষ্য সার কথা বোঝেনা
কোথায় কি বলা লাগে সে হুস থাকেনা।
১২| ০৬ ই মে, ২০২১ রাত ৯:৪০
স্বর্ণবন্ধন বলেছেন: পাগল শব্দটাতে একটা স্টিগমা আছে। শব্দটার ব্যাবহার আমাদের দেশে নেগেটিভ অর্থে বেশি হয়। প্রকৃতপক্ষে যাদের মানসিক সমস্যা আছে তাদের মানসিক রোগী বলা শ্রেয়।
কবিতায় আপনি আসলে অনেক কিছুই বুঝিয়েছেন। দুনিয়ায় যারা অন্যায় কাজ করছেন তাদের কথাও বলেছেন আবার ভাবের দুনিয়ার মানুষের কথাও এনেছেন। কাব্যিকতার জন্য শুভেচ্ছা রইল।
০৭ ই মে, ২০২১ রাত ১২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ স্বর্ণবন্ধন
গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদানের জন্য।
ছোট বেলায় পড়িতাম কানাকে
কানা বলিওনা, খোঁড়াকে খোঁড়া
বলিও না। কিন্ত কে শোনে কার
কথা ? এখনতে যার দুইটা ড্যাব
ড্যাবে চক্ষু আছে তাকেও কানা বলে
উপহাস করে!!
১৩| ০৬ ই মে, ২০২১ রাত ১০:৩৮
কামাল১৮ বলেছেন: একসময় নিকে আপনার ছবি ছিল।পাগলের ছবিটা দেখে আপনার ছবিটার কথা মনে পড়েগেল।কেবল টুপিটা নেই।
০৭ ই মে, ২০২১ রাত ১২:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে আপনার যতদিন বয়স তার দ্বিগুন
তিনগুন আগেও আমার নিকে ছবি ছিলোনা।
আপনি কি করে আমার নিকে ছবি দেখলেন
এটাকি আপনার দিবা স্বপ্ন নাকি পাগলের
পাগলামি !!
১৪| ০৬ ই মে, ২০২১ রাত ১১:০৭
স্প্যানকড বলেছেন: আসল পাগলে হতে
হাঁটা লাগে অন্য পথে
ডর থাকা চাই দিলে
তবেই না
আল্লাহ রাসুল মিলে !
০৭ ই মে, ২০২১ রাত ১২:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দামী কথা স্প্যানকড
বোঝেনা তা পাগলে !
কথায় আছে কিনা খায়
পাগল আর ছাগলে !!
১৫| ০৬ ই মে, ২০২১ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৭ ই মে, ২০২১ রাত ১২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খানসাব
সহজ সরল মানুষের মতই
সহজ সরল মন্তব্য।
১৬| ০৭ ই মে, ২০২১ ভোর ৪:৪১
আমি রানা বলেছেন: দিলে আল্লাহর ডর ভয় না রাইখা, ভালোবাসা রাইখা পাগল হওয়া যায় না?
০৭ ই মে, ২০২১ বিকাল ৫:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগল হতে হলে ঈমন রাখতে
হবে আল্লাহ ও তার রসুলের (সঃ)
প্রতি। ভবের পাগল না হয়ে হতে
হবে ভাবের পাগল।
১৭| ০৭ ই মে, ২০২১ সকাল ৯:০৪
কালো যাদুকর বলেছেন: হাসতে হাসতে হলাম পাগল
এই পাগলের কারখানায়
সাকো নাড়ে , তাড়িয়ে বেড়ায়
এবার কোথায় পালাইরে পাগল ৷
শুনেছিলাম নাংগা পাগল, উদোম হয়ে হাটে
ট্রাক্টর নিয়ে তেডে এলো নতুন জাতের পাগল
পুরানো পাগলে ভাত পায়না, নতুন পাগলের আমদানী
তা শুনে সোহানী আপা পরেন নতুন জামদানী ৷
০৭ ই মে, ২০২১ বিকাল ৫:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ কালো যাদুকর
চমৎকার কাব্যিক মন্তব্য প্রদানের জন্য।
মাঝে একটু বিনোদন দিতে বা নিতে
আমার এই প্রয়াস। আশা করি সবাই
সহজ ভাবে নিবেন।
১৮| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৪৭
রাজীব নুর বলেছেন: ছড়া কবিতা আমা রহাতে আসে না। এটা আমার দুঃখ।
০৭ ই মে, ২০২১ বিকাল ৫:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার যেটা আসেনা তার জন্য দুঃখ
না করে যেটা আসে তার জন্য গর্বেবোধ
করুন। আপনার কন্যাকে নিয়ে আপনি
দারুন সিরিজ লিখছেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২১ বিকাল ৩:৩৯
কবিতা পড়ার প্রহর বলেছেন: গাড়ি ঘোড়া ট্রাম বাস থাকতে ট্রাক্টরে পিষাপিষি কেনো?