নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কাল্লু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম (একটি রম্য ছড়া)

৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬


কাল্লু ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম (একটি রম্য ছড়া)
নূর মোহাম্মদ নূরু

কাল্লু ভাই আসছে ফিরে
নতুন পোষাক পড়ে।
চিনা যায়না দেখে তারে
কথায় ধরা পরে।

চাল চলনে আভিজাত্য
খুশবু মাখে গায়।
তাতে কি আর পঁচা গন্ধ
দূর করা যায়?

ময়ূর পুচ্ছ ধারণ করে
কাক কি ময়ূর হয়?
ককর্শ তার কণ্ঠ শুনে
সবাই বুঝে যায়।

আগের মতোই কথা বলা
একগুয়েমি আছে।
কিছু আবার না বুঝেই
তাহার কথায় নাচে।

কান কাটাদের মান থাকেনা
ক্যাচাল নিয়ে থাকে।
ধরা তোমার খেতে হবে
জীবন নদীর বাঁকে।

সময় আছে সত্য বলো
চলো সত্য পথে।
তা না হলে জীবন তোমার
ঘুরবে উল্টা রথে!


প্রকাশ কালঃ ঢাকাঃ ৩০ এপ্রিল ২০২১ ইং
উৎসর্গঃ প্রিয় সহ-ব্লগার মা.হাসান ভাইকে

আগের রম্যঃ
১। আগের রম্য ছড়া
২। কবি উপাখ্যান
৩। আরো একটি রম্য
৪। লাল্লু মিয়া !! (একটি রম্য)

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৩১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

কোথায় তিনি লুকিয়েছিলেন
জনাব কাল্লু মিয়া
এতবড়ো ডাঙ্গর হইছে
ক্যনা করে নাই বিয়া?

৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘর বাড়ি তার বিরাণ আছে
সহায় সম্ভল নাই।
এমন পোলারে কেউ
জামাই করবে ভাই?

২| ৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ ছন্দময় লেখনি।

৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ
মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভাই
সাথে থাকার জন্য

৩| ৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৩

ইসিয়াক বলেছেন: হা হা হা....

৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ ইসিয়াক ভাই
চমৎকার হাসি উপহার
দেবার জন্য।

৪| ৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০০

জগতারন বলেছেন:
যে যাই বলুক, সত্য'তো বের হবেই, এতে কোনো সন্দেহ নেই।
মহান আল্লাহতা'আলার বানী, সত্য সমাগত, মিথ্যা অপসৃত,
মিথ্যা'তো অপসৃত হওয়ারই কথা।
কারো নাম বলার প্রযোজন নেই,
সাধারনের ব্যক্তিগত পর্যায়ে এইধরনের অনেক বিচুত্যি বা স্খলন হয়ে থাকে
তা তাঁদের বক্তিগত, পারিবারিক ক্ষতি হচ্ছে।
কিন্তু যারা যেখানেরই হউক, নেতৃত্ব পর্যায়ের, তাদের ব্যপারে বলি,
তাদের উপর, সমাজ, জাতির ভালো-মন্দে লাভ-ক্ষতি জড়িত।
তাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের সুন্দর হওয়া প্রয়োজন।
আজ একজনের দোষ-ত্রুটি বের হচ্ছে,কাল
কিন্তু অন্য প্রেক্ষাপটে আরেক জনেরটা বেরিয়ে আসবেই।
এতে কোনো সন্দেহ নেই।
অতএব এখনও সময় আছে, নিজেদেরকে শুধরিয়ে নিন,
ক্ষমা চাওয়াতে কোনো লজ্জা নেই।

এখন একজন দুজন না হয় মাইনকার চিপায় আটকাইয়া গেছে।
কিন্তু আগামীতে আরও কত জন যে মাইনকার চিপায় আটকাইবে কে জানে?
তাই রাজনৈতিক আর অরজনৈতিক সকল সাধু সাবধান।
আল্লাহ সব্বাইকে হেদায়েদ দান করুন প্রার্থনা করি।

৩০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগতারণ দাদা
মাইনকা চিপায় তারাই পরে
যারা অপরকে মাইনকা চিপায়
আটকাতে চায়। বুমেরাং যাকে বলে।
আমি ফাইসা গেছি মাইনকা চিপায়

৫| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:১৫

নেওয়াজ আলি বলেছেন: কাল্লু ভাইয়ের চরিত্র হোক ফুলের মত পবিত্র ;)

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলি ভাই সব ফুল কিন্তু পবিত্র হয় না।
ধুতরা ফুল দেখতে পবিত্র হলেও এটি বিষাক্ত।
ধুকরা ফুলকে শয়তানের শিঙ্গা বা
devil's trumpets বলা হয়।
এই ফুল খেয়ে মৃত্যুর ঘটনা
অনেক শোনা যায়। এমন আরো
বিষাক্ত ফুল আছে যেমনঃ
১) হেমলক (Hemlock)
২) রডোডেনড্রন (Rhododendron)
৩। উপত্যাকার লিলি (Lily of the Valley)
৪। অলেন্ডার (Oleander) ইত্যাদি
সুতরাং সুন্দর ফুল দেখলেই তার প্রেমে পরবেন না
তাতে জীবন নাশ হতে পারে।

৬| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৪

নয়ন বড়ুয়া বলেছেন: আমাকে সবসময় বাবা বেঁচে থাকতে কাল্লু বলে ডাকতেন...

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাল্লু মামা কাল্লু মামা
খাচ্ছো তুমি কি?
আজও কি পড়নি পাতে
খাটি গাওয়া ঘি?

৭| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৫

মা.হাসান বলেছেন: ১৮ নম্বর কাল্লু ভাই
মুখ খুললে গন্ধে টেকা দায়
হারপিক দিয়ে মুখ ধোওনা কেনো ভাই?
যা করার এই বেলা করে নাও
এই নিক বাতিল হতেও দিন বেশি বাকি নাই।

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুদিনেই বেহাল দশা
কাল্লু মিয়ার কামে!
কপাল যানি কবে যায়
ডাইনের থেকে বামে!!

৮| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আপনার ছন্দবদ্ধ ছড়া ভালো হয়।

৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ প্রিয় জলদস্যু ভাই
আপনাদের ভালো লাগার জন্য লিখে যাই।

৯| ০১ লা মে, ২০২১ রাত ১:১৮

সিগনেচার নসিব বলেছেন: ছড়া পড়তে ভালোই লাগে :)
নিমিষে পড়ে ফেললাম

০১ লা মে, ২০২১ দুপুর ১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ সিগনেচার
ছড়ায় ভালো লাগার জন্য।

১০| ০১ লা মে, ২০২১ রাত ১:৫৭

বোবাকান্না বলেছেন: কাল্লু ভাই দিচ্ছে ডাক চামকিকারা জাগরে জাগ

০১ লা মে, ২০২১ দুপুর ১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগা জাগির সময় নাই
চামচিকারা গেলো কই?

১১| ০১ লা মে, ২০২১ ভোর ৪:৫০

জিকোব্লগ বলেছেন:




রম্য ছড়া ভালু হইছে। কাল্লু ভাইয়ের নতুন
পোশাকে আগমনের ভিড্যু দেখেন :



কাল্লু ভাইয়ের মেরিকান দুস্ত চাল্লু ভাইকে নিয়েও
সামনে আশা করি মজার রম্য ছড়া লেখবেন। =p~

০১ লা মে, ২০২১ দুপুর ১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাল্লু ভাইও আইসা পরছে
হাড়ি পাতিল লইয়া।
খিচুড়ি খাবার ইচ্ছা থাকলে
এখনই পড়েন বইয়া !!

১২| ০১ লা মে, ২০২১ বিকাল ৩:২৪

শেহজাদী১৯ বলেছেন: কাল্লুমিয়ারে নিয়ে লেখছেন
কাল্লিবিবিরে নিয়ে কে লিখবে?

০২ রা মে, ২০২১ রাত ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু সে দ্বায়িত্ব আপনি যদি নিতেন
তা হলে খুশী হতাম।
লিখুননা তাকে নিয়ে!

১৩| ০১ লা মে, ২০২১ বিকাল ৩:২৬

জটিল ভাই বলেছেন: ছড়া যদিও রম্য,
বুঝে গেছি তার
আসলে কি কাম্য :P

০২ রা মে, ২০২১ রাত ১২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জটিল ভাই সব কিছু ফাঁস করতে নাই
ডুব দিবে অতলে বুঝতে পারলে কালু ভাই!

১৪| ০১ লা মে, ২০২১ বিকাল ৪:০১

শাহিন-৯৯ বলেছেন:

অতি চমৎকার ছড়া।

০২ রা মে, ২০২১ দুপুর ১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ শাহিন ভাই
ছড়াটি ভালো লাগার জন্য।

১৫| ০১ লা মে, ২০২১ সন্ধ্যা ৬:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা ভালো হয়েছে। আপনার দোস্ত এখন প্রচুর লাইক বাটন চুজ করছেন। বিষয়টি ভালো লেগেছে।

০২ রা মে, ২০২১ রাত ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ দাদা
রম্যকে রম্য হিসেবে দেখার জন্য।
ইতিবাচক কর্মকাণ্ড কার না ভালো লাগে!
তার আমূল পরিবর্তনে আমরা সবাই হ্যাপী।

১৬| ০৫ ই মে, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: আপনি ছড়া-কবিতা ভালো লিখেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.