নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

তুমি নাই (রম্য ছড়া) !!

২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৬


তুমি নাই (রম্য ছড়া)
নূর মোহাম্মদ নূরু

গুরু আছে শিষ্য নাই,
দিলে বড় ব্যাথা পাই।
কোথা থেকে কি হলো,
জিজ্ঞাসিলে জবাব নাই।

গুরু কেবল লিখতে পারে
নিজের খাতা ভরি
মন্তব্য তার সেখানেতেই
করে জড়া জড়ি।

বাইরে যাবার সুযোগ নাই
নিজের বাড়ি ছাড়ি
থমকে আছে কদিন ধরে
তাহার চাঁন্দের গাড়ি।

শিষ্য তাহার বেহাল দশা
থাকেন ম্রিয়মান!
আর আসেনা তাহার বাণী
দিনে তিন চার খান।

সাগরেদ তাদের লাল্লু মিয়ার
কি হলো কি জানি
তিনে মিলে এইখানেতে
ঘোলা করতো পানি!

হঠাৎ করে ঠান্ডা হলো
তাদের ক্যাচক্যাচানি।
ক্যাচাল ফেচাল কমে গেছে
শান্ত নদীর পানি।

তার পরেও দুঃখ লাগে
মন্তব্য নাই লেখায়।
অনেক পোস্ট বিরাণ লাগে
জিরো কমেন্টস দেখায় !

থাকলে তারা দু'তিন কমেন্টস
অবশ্যই পেতে।
ক্যাচাল নিয়ে ব্লগ পাড়ায়
থাকতো সবাই মেতে।

তাদের আশায় বসে আছি
আসবে আবার ফিরে।
মোদের ছেড়ে তারা কি আর
রইতে পারে দূরে।

সবাই মিলে কোলাহলে
জাগিয়ে রাখি পাড়া
ফিরে আসুন সবাই আবার
দূরে আছেন যারা !


প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২১ ইং
উৎসর্গঃ জ্ঞানের বটবৃক্ষ গাজীসাবকে।
কৈফিয়তঃ রম্যরচনাটিকে অযথা কেউ মূল্যবান তকমা লাগাবেন না!

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৭

মা.হাসান বলেছেন: বটবৃক্ষ থাকলে তাতে কাক-বাদুড়-চামচিকা এসে বসে, পটি দিয়ে কিছু শিল্পকর্ম করে । সব বন্ধ। :(

তিন নম্বর তাইলে হাতুড়ি-বাটাল ভাই। কি আপসুস। মডু এই ভাবে হ্যাট্রিক করবে এইডা কখনো ভাবি নাই।
সকল আঁধার দিনের শেষেই সূর্য ওঠে। আজ তৃতীয় দিন । আশা করি আজ-কালের মধ্যে সকলের হাজতবাস শেষ হবে। ব্লগ আবার মুখরিত হয়ে উঠবে পটিময় শিল্পে।

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মা.হাসান ভাই
বলেছিলাম চোখ কান
খোলা রাখতে !! সফল
হলেন তো !!

দেশে লকডাউন চলছে
ভাচুয়াল কোর্টে শুনানী
হলেও নিম্ন আদালতে
জামিন হবে বলে মনে
হয়না।
তবে লকডাউনের কারনে
পরিবেশ নির্মল হচ্ছে!!

২| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৪

মনিরা সুলতানা বলেছেন: উৎসর্গ্গে বালোলাগা !!

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দন্যবাদ মনিরাপু
ভাল্লাগার জন্য চুবেচ্চা !!

৩| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫০

নতুন নকিব বলেছেন:



এই ছড়াটি না পড়লে হয়তো জানাই হয়ে উঠতো না ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে রম্য ছড়ার জন্য। কি হয়েছিল যদি একটু বলতেন!

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নকিব ভাই জানাই যখন হয়ে গেছে
তখন আবার নতুন করে কি বলার
আছে ? দেখুননা কেয়া হোতা হ্যায়
সামনে!!

৪| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩

ইসিয়াক বলেছেন: জেলের তালা ভাঙবো, জেনারেল ভাইদের আনবো ;)


# ছড়া কিন্তু ঝাক্কাস হইসে। ছড়ায় ডবল প্লাস।

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ জেলে তালা নাই
ভাঙ্গারও দরকার নাই।
সময় হলেই আসবে
গরম হাওয়ার ভাসবে।

৫| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭

ইসিয়াক বলেছেন: বাংলা সিনেমার ডায়লগ দিতে ইচ্ছা করতেছে।



"শয়তান তোকে আমি কিছুতেই ছাড়বো না। শুধু একবার ছাড়া পাই। তখন তোর হবে। হা হা হা।

ব্যপক বিনোদন নুরু ভাই।

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চিল্লাইয়া কন ঠিক কিনা ??

৬| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৯

নজসু বলেছেন:



আস সালামু আলাইকুম প্রিয় বড় ভাই।
আশা করি ভালো আছেন।
আমি অন্ততঃ মর্মাহত উনার জন্য।
ছন্দ ভালো লাগা।

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমরা সবাই মর্মাহত !!
আশা করি অচিরেই
তাদের চাঁদ মুখ দেখা
যাবে এখানে নয় চান্দে!!

৭| ২৬ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪১

নজসু বলেছেন:

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নজসু ভাই এরা কে?
চিনা চিনা লাগছে যে!!
ঘুমায় কেন ফ্লোরে?
মনে বড় জ্বালারে।

৮| ২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

শদেব বলেছেন: ভালো লাগছে।

২৬ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ শদেব দাদা
শুভেচ্ছা জানবেন।

৯| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৫৪

নেওয়াজ আলি বলেছেন: বেশ ভাল । বেশ ভাল :D

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেশ ভালো বেশ ভালো
ব্লগে তারা জালায় মোমের আলো
বেশ ভালো বেশ ভালো

১০| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ রম্য হয়েছে।

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওদিন খুব গোস্যা করে ছিলেন
আজ একটা লাইক দিয়ে দিলেন।
রম্যকে সব সময় রম্য মেনে নিয়েন।
ভালো হলে দু একটা লাইকও দিয়েন।

১১| ২৬ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

ইফতি সৌরভ বলেছেন: বংশ পরিচয় এর বৃত্তান্ত খুবই সঠিক বলে মনে হয়তেছে! :D

২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপরি সিওর ইফতি ভাই ?
তা হলে আর কোন কথা নাই।

১২| ২৭ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৬

কামাল১৮ বলেছেন: সাতলায় কি এখন পদ্মফুল ফুটে নাকি কচুরিপানায় ভর্তি।

০৩ রা জুন, ২০২১ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


এখনো সেথায় দোল খেয়ে যায়
শাপলা সালুক বিলে!
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে নামি মিলে !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.