নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)

২৫ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:৪০

পাল্টে যাও পাল্টে দাও (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

চোর ডাকাতে ভরে গেছে সোনার এই দেশটা
চুরি করার ধান্দাতে সব পাল্টে নেয় বেশটা।
খুনি যেমন খুন করে ফেলে রাখে লাশটা
চোর ডাকাতে সব লুটেছে ফাঁকা এখন দেশটা।

সোনার বাংলা চোর ডাকাতে লুটতে আছে দিন রাত
কেউ লুটে গাড়ি বাড়ি কেই শুধু ডাল ভাত।
ফাইল কলমে চুরি করে শিক্ষিত সব আমলা
মূর্খ চোরে পেটের দায়ে খোঁজে ভাতের গামলা।

যাদের আছে ভূড়ি ভূড়ি তাদেরও চাই আরো
প্রয়োজনে গুম অথবা পারলে মানুষ মারো।
যাদের হাতে নিরাপদে থাকবে সোনার দেশটা
তারাই এখন মারছে মানুষ ধরা যায়না কেশটা।

ক্ষমতাধর এতই এরা পিষে পায়ের নিচে
আম ছালা দুটোই যায় লাগলে এরা পিছে।
চোরে চোরে মাশতুতো ভাই উপর থেকে নীচে
সময় আর এনার্জি ক্ষয় দৌড়ে এদের পিছে।

চাল খায় ডাল খায় তেল চিনি সব খায়
এত ক্ষুধা তোদের যদি মল কেন বাদ যায়?
ভুখা নাঙ্গা মুচিদের মল আছে বিস্তর
খেয়ে নে মজা করে জঞ্জাল দূর কর।।

তেল গ্যাস আর সোনার খনি আছে অনেক দেশে
বঙ্গবন্ধু চোরের খনি পেয়েছিলেন বাংলাদেশে।
মান সম্ভ্রম সোনা দানা সব নিয়েছে চোরে
শেষ সম্বল কম্বলটিও নিছে ঘুমের ঘোরে।

ধরবে কে চোর সাহস কাহার বাধবে গলায় ঘণ্টা
চোর ডাকাত ধরতে হলে পাল্টাতে হয় মনটা।
সময় আছে পাল্টে নাও নিজের কালো মনটা
তা না হলে অতি লোভে খোয়াবে যে প্রাণটা।


নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২১

স্প্যানকড বলেছেন: সেই ক্ষমতা নেই তো কারো
সবার ঘড়িতে বেজে আছে বারো
এমন সাহস আছে কার
ভাংবে সমাজ
করবে সংস্কার!
আশায় আশায় ফুরায় দিন
মুখ তাই আজ ভীষণ মলিন।

ভালো থাকবেন।

২| ২৫ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

সিগনেচার নসিব বলেছেন: দেশের ৯০% মানুষই দুই নাম্বার। যারা সৎ তারা আসলে সুযোগের অভাবে সৎ। এই ধরনের পরিস্থিতিতে আসলে কিছু করারও থাকে না

৩| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩১

জগতারন বলেছেন:
চাল খায় ডাল খায় তেল চিনি সব খায়
এত ক্ষুধা তোদের যদি মল কেন বাদ যায়?
ভুখা নাঙ্গা মুচিদের মল আছে বিস্তর
খেয়ে নে মজা করে জঞ্জাল দূর কর।।


এর চেয়ে নিকৃষ্ট ভাষায় দুর্নিতিবাজদের গালি আর কিভাবে দেওয়া যায় ?
আর বলা যায়;
হে ঘুষখোর, দুর্নিতিবাজদের বলা যায় তোরা এ বার জাহান্নামে গিয়া বিলীন হ।

৪| ২৫ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা কলমে ঝলসে উঠেছে সমাজ পরিবর্তনের আহ্বান। একদিন ঠিকই এ আশা পূরণ হবে। কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় নুরু ভাইকে।

৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৬

নেওয়াজ আলি বলেছেন: কলম চলুক সত্য, ন্যায় ও ভালোবাসায়।

৬| ০৫ ই মে, ২০২১ রাত ২:৫৪

রাজীব নুর বলেছেন: খুবই সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.