নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
তিনটি কুকু্র ছানা (রম্য)
এক কুকুরী জন্ম দিলো তিনটি কুকুর ছানা
একটা বধির, একটা লুলা আর একটা যে কানা।
কি নাম তাদের পেশা কি তা প্রকাশ করা মানা।
প্রকাশ পেলে যখ্ন তখন দিতে পারে হানা।
ঘেউ ঘে্উ করে সারাটা দিন পাড়া মাথায় করে,
ঘেষেণা কেউ তাদের কাছে থাকে ভয়ে ডরে।
যন্ত্রনাতে টেকা যে দ্বায় কাউকে নাহি ছাড়ে
ভয়ে থাকে কখন যানি হঠাৎ কামড় মারে।
যন্ত্রণাতে দেয়ালেতে ঠেকে গেছে পিঠ
রুখতে হবে কুকুর ছানা লুঙ্গিতে দেয় গিঠ।
অবশেষে ধরে তাদের রাখলো একটা ঘরে
সেখানেতেই তিনটা এখন ঘেউ ঘেউ করে মরে।
যায়না বাহির বিদ্যা জাহির তিনটা মিলে করে
শোননা কেউ ঘেউ ঘে্উ আর শান্তি সবার ঘরে।
বুঝ ঠেলা করছো মেলা খামচা খামছি ঘেউ
এখন তাদের চেচামেচি পা্ত্তা দেয়না কেউ।
চাই আমি সারমেয়দের আঁতে লাকুক ঘা
পরিমলের পরি বাদে সবটুকু তুই খা!
বেশী বাড়া ভালো নয় সমঝে এবার চল
জোট বেধেছি আমরা সবাই একতাই বল।
বিশ্ব এখন্ করোনাতে হাবুডুব খায়
এসময় কি ঘেউ ঘেউ করা বলো শোভা পায়?
দোয়া মাগো তাঁহার কাছে ওগো দয়াময়
সবার তরে রহম করো অযথা ঘেউ নয়।।
সূত্রঃ কিছুটা পরিমার্জিত
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মা.হাসান ভাই
যা হোক দুইটা পেলেন, আরও একটু
খোঁজেন তিন নম্বরটাও পেয়ে যাবেন।
২| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: রম্য হিসেবে মজা লাগে নাই। আপনার লেখার স্বাধীনতা লিখেছেন বটে তবে না লিখলেই পারতেন।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা রম্যকে রম্য হিসেবে নিলে
কোন সমস্যা হবার কথা নয়।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮
রানার ব্লগ বলেছেন: আপনি দিনে দিনে সহিংস হয়ে উঠছেন। নিজেকে সংযোত করুন। উত্তেজনা হৃদয়ের জন্য হানীকারক।
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রানার ব্লগ এটা একাটি অহিংস রম্য রচনা
সহিংস হতে যাবে কেন?
৪| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৪১
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন:
বধির, লুলা, কানা কি করে দিবে হানা তা-তো বুঝলাম না …
২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বধির লুলা কানা
আন্দাজে দেয় হানা,
যতই করো মানা
বলে শুনবো না না না।
৫| ২৫ শে এপ্রিল, ২০২১ রাত ৩:২২
স্প্যানকড বলেছেন: করুক যত খুশী ঘেউঘেউ
ওদের দলে নয় কেউ
কুকুর এর নজর
কেবল শুধু হাড্ডি
সুপারম্যান যায়না হওয়া
প্যান্টের উপরে
থাকুক যতই চাড্ডি !
ভালো থাকবেন।
২৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন স্প্যানকড
অকাট্য যুক্তি
ক্যাচাল নয় সহনশীলতায়
মেলে মুক্তি
৬| ০৫ ই মে, ২০২১ রাত ৩:১১
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৪
মা.হাসান বলেছেন: পরিমলের পরি বাদে সবটুকু তুই খা!
এক ঘরে আটকা আছে, খুব ভালো। খাবারের কষ্ট হবে না।
আমি তো গুনে গুনে দুইটা পাইলাম। তিন নম্বরটা চোখ এড়িয়ে গেছে।