নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
এবার তোরা মানুষ হ !!
নূর মোহাম্মদ নূরু
আল্লাহ রসুল (সঃ) ভুলে গিয়ে অহমিকা করেছো জাহির
অফুরন্ত ক্ষমতা নিয়ে ঘর থেকে কেন হওনা বাহির?
পর্যুদস্ত মানব জাতি অদৃশ্য এক কঠিন রোগে
প্রতিষোধক নাইকো যাহার অন্তহীন কষ্টে ভোগে ।
কোথায় তোমার বজ্র নিনাদ দেখাও দেখি এবার তবে!
ক্ষমতা তোমার আছে কত এবার তা বোঝা যাবে!
মুখে শুধুই বড় বোল হেন করেঙ্গা তেন করেঙ্গা
করোনা এসব ধার ধারেনা বাগে পেলে নেহি ছারেঙ্গা।
গরীব মানুষ অনাহারে পরিজনের আহার নাই
হাত পাতে জঠর জালায় বাচতে হলে খাবার চাই।
গরীবের ত্রানের চালে বাড়াও তোমার কালো হাত
ধরা পড়ে অবশেষে খুয়ালে যে তোমার জাত।
হাত পা থাকলেই হয় না মানুষ না থাকিলে মান আর হুস
সময় এখন হুস ফেরাবার যদি তোরা বুঝতে পারিস।
সময় আছে বুঝতে শেখ মা্নুষ তুমি তুচ্ছ অতি
পাপাচার ভুলে গিয়ে ধর্ম কর্মে হওগো মতি।
যতই করো ফালা ফালি লাটাই কিন্তু তারি হাতে
তাইতো বলি দয়া মাগো সকাল বিকাল সন্ধ্যা রাতে।
সৃষ্টিকর্তা দয়ার সাগর বান্দাকে সে ভালোবাসে
ইচ্ছা নয় তাহার কভু মানবের জীবন নাশে!
কষ্ট ক্লেশ যাহা আসে আমাদের কর্মদোষে
ফিরতে হবে তাহার কাছে ক্ষনিকের এইজীবন শেষে।
নিজের বলে নাইরে কিছু সব এবার ভুলে যা
হাত পা ওয়লা প্রাণি গুলো এবার তোরা মানুষ হ!
প্রকাশ কালঃ ঢাকা ১৫ এপ্রিল ২০২০ ইং
উৎসর্গঃ নীল সাধু ভাইকে যিনি ঝুঁকির মধ্যে থেকেও অসহায় মানুষের মাঝে খাদ্য পৌঁছে দিচ্ছেন
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আপনার মতো তথাকথিত উন্নত দেশে
বাস করিনা। আমি বাংলাশের মতো উন্ননশীল দেশে
বাস করছি। 'তলাবিহীন ঝুড়ি' থেকে উন্নয়নশীল দেশের
নাগরিক একজন জাপানী, একজন কানাডিয়ান, একজন
সুইডিশের মতো ভাবতে পরে না আচরণ করতে পারে?
কাককে ময়ুর পুচ্ছ পড়াতে চান কেন?
২| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৩
রাজীব নুর বলেছেন: পড়লাম।
পোষ্টে রসকস কম।
১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করলায় রস আছে করোনাতে নাই
আপনার জন্য এত রস কোথায় বলেন পাই?
আপনি আছেন মহা সুখে নিয়ে রসের হাড়ি
রাতের বেলায় স্বপ্নে দেখেন সুন্দরী নারী !!
এবার কি একটু রস রস লাগে !!
৩| ১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১১
নীলসাধু বলেছেন: আমিতো ব্লগে কম আসি। পড়িও কম। আজ এলাম। আবার এই লেখাটিতে চোখ গেলো। গত বছর করোনার সংক্রমণ বেড়ে যাবার পর আমরা পথে নেমেছিলাম। শিশু ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বতরণে যুক্ত ছিলাম- তখন লিখেছিলেন মনে আছে
শুভেচ্ছা রইল নুরু ভাই। ভাল থাকবেন।
১৯ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দাদা
ঠিক ধরেছেন । গত বছর
করোনা কালে মানুষের জন্য
জীবনের ঝুকি নিয়ে যে মহতী
কাজ করেছেন তা স্মরণ করতেই
এই লেখাটি আপনাকে উৎসর্গ
করেছিলাম। এবার ঠিক একই সময়ে
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লেখাটি
পুনঃপ্রকাশ করেছি। ভালো থাকবেন।
৪| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৬
নেওয়াজ আলি বলেছেন: মহামারী এবং রমজানে গরিবের ভালো খাবার গুলি। একটাতে জীবন শেষ
২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্তব্যটি অসম্পূর্ণ বলে মনে হলো আমার কাছে !!
তবুও আপনাকে ধন্যবাদ কিছু বলার চেষ্টা করার জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনি ইয়েমেনী আরবদের মতো রূপকাহিনীর জগতে বাস করছেন; বাস্তব জগতটার দিকে তাকিয়ে দেখেন; যেসব দেশের মানুষ শান্তি, শৃংখলায় বাস করছে, তাদের মতো ভাবুন, একজন জাপানী, একজন কানাডিয়ান, একজন সুইডিশের মতো আচরণ করুন।