নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
হাসিখুশির নাই শেষ, পাগল ভরা বঙ্গ দেশ!!
নূর মোহাম্মদ নূরু
রঙ্গে ভরা বঙ্গ দেশে পাগল গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে লজ্জাতে যা্ই মরিয়া।
ছুটি পেয়ে অনেক মানুষ দলে দলে গ্রামে যায়,
লক ডাউনে ঘরে থাকি তাতেও কেউ পাগল কয়।
করোনা যে ছোঁয়াছে রোগ জানি কিন্তু সবজনা
তার পরেও পাগলেরা শোনেনা কারো মানা।
নিত্য দিনই একই চিত্র দেখতে পাবেন সকলে,
রাস্তা ঘাটে বাজারেতে ভীর করে সব পাগলে।
কারো ঘরে ভাল্লাগেনা চৈত্রের এই গরমে
বুদ্ধি তাদের লোপ পেয়েছে মরে যা্ই সরমে।
ঘেমে গেলেও জানটা রবে ধরবেনাতো করোনা।
জবাব পাই আল্লাহ আছে আমার কিছু হবেনা।
আল্লাহ আছে সবাই মানি রোগ কিন্তু আপন না
সাবধানে যে থাকার হুকুম তা কেন মানোনা।
এমন শত পাগলেতে ভরে গেছে দুনিয়া,
আসল পাগলপ খুঁজতে হবে সকল কিছু জানিয়া।
এই পাগল আর সেই পাগলে ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগল ঠাই পেতে চায় সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে ঘাপটি মেরে সবসময়
সাদা মনে খুঁজলে তারে তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে এই রঙ্গমেলায় হয়না কভু তার থাকা।
অন্তরের চোঁখ খুলে গেলে দেখতে পাবে তার দেখা।
প্রকাশকালঃ
ঢাকাঃ রবিবার ৫ এপ্রিল ২০২০ইং
পাগলের সিকুয়্যালঃ পাগল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সত্য !!
আমার বোধগম্য নয় কেনযে
লাইক নচ্ছে না। দেখি অন্য কেউ
এই অভিযোগ করে কিনা।
কবিতা পাঠের জন্য ধন্যবাদ আপনাকে।
২| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০
সিগনেচার নসিব বলেছেন: হাসিখুশির নাই শেষ, পাগল ভরা বঙ্গ দেশ
বরাবরের মতই পড়ে গেলাম। সুন্দর !
১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ সিগনেচার নসিব।
সাথে থাকার জন্য। শুভেচ্ছা ও শুকামনা
আপনার জন্য সবসময়।
৩| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: পাগল নাহলে পাগল চেনা যায় না।কেউ ভবের পাগল কেউ ভাবের পাগল,কোন পাগলকে খুঁজছেন ।
১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে গাগল মানুষের অন্তরে ঠাঁই পেতে চায়
আমি সেই পাগলকে খুঁজছি !
৪| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০
অনেক কথা বলতে চাই বলেছেন: Ontore thai?! Ohhh, apni akjon "pagli" khujchen! Biye korben naki? :-)
১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি একজন পাগল খুঁজছি যাকে
অনেক কথা বলতে চাই
৫| ১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৩
সাইন বোর্ড বলেছেন: খুলে যাক অন্তরের চোখ । ভাবনা ও ছন্দ ভাল লেগেছে ।
১৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাইলেই কি অন্তরের চোঁখ খুলবে ?
তার জন্য সাধনা করতে হবে একাগ্র
চিত্তে তবেই না খুলবে অন্তরের চোঁখ!
ধন্যবাদ সাইন বোর্ড মন্তব্রে'র জন্য।
৬| ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০২
রাজীব নুর বলেছেন: ইসলাম ধর্মে নাকি বলা হয়েছে ছোঁয়াচে রোগ বলে কিছু নেই?
২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আপনি কি ওই হাদিসটি জানেন? মনে হয়না।
না জেনে না বুঝে ইসলাম ধর্মের অপব্যাখ্যা করা ঠিক নয়।
হাদিসটি হলোঃ
রাসূলুল্লাহ (সাঃ) বলেন, ‘রোগের কোনো সংক্রমণ নেই, কু-লক্ষণ বলে কিছুর অস্তিত্ব নেই,
প্যাঁচা অশুভের লক্ষণ নয়, (হিজরি সনের) সফর মাসের কোনো অশুভ ব্যাপার নেই।
কুষ্ঠরোগী থেকে দূরে থাকো, যেমন তুমি বাঘ থেকে দূরে থাকো।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৭০৭)।
হাদিসের প্রথমাংশে যে বলা হয়েছে, ‘রোগের কোনো সংক্রমণ নেই’, তার অর্থ এটা নয় যে
পৃথিবীতে কোনো সংক্রামক রোগ নেই; বরং এর অর্থ হচ্ছে, কোনো রোগের মধ্যে নিজে থেকে
সংক্রমণের ক্ষমতা নেই। আল্লাহ কোনো রোগের মধ্যে সংক্রমণের ক্ষমতা দিলেই তা সংক্রামক বা
ছোঁয়াচে রোগে পরিণত হতে পারে। এবং জমিনে কিছু রোগ তো অবশ্যই সংক্রামক রয়েছেই। যদি
তা না-ই থাকত, তবে হাদিসটির শেষাংশে নবীজি সা: বলতেন না, ‘তুমি কুষ্ঠরোগী থেকে এতটা
দূরত্ব বজায় রাখো, যতটা তুমি বাঘ থেকে দূরত্ব রাখো’। এর মানে কুষ্ঠরোগ একটি ছোঁয়াচে রোগ।
আর ছোঁয়াচে রোগ থেকে দূরত্ব বজায় রেখে সচতনতা অবলম্বন করাও এই হাদিসের শিক্ষা।
©somewhere in net ltd.
১| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৫
সভ্য বলেছেন: সুন্দর হয়েছে, মনের কথা বলেছেন তাই লাইক দিলাম। কিন্তু লা্ইক নিচ্ছে না.বলছে আরো দেখুন।