নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

প্রামানিক ভাইকে কাব্যে স্মরণ

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪


প্রামানিক ভাইকে কাব্যে স্মরণ
নূর মোহাম্মদ নূরু

ছড়ায় প্রামানিক ছিলো ব্লগের প্রাণ
বহু দিন পাইনা তার ছড়ার ঘ্রাণ।
একদা এই খানে লিখতেন ছড়া
'ছাড়াতে কেন তিন লাগালেন খড়া?

অনেকই চলে গেছে আমাদের ছাড়ি
হেনা ভাই দিয়েছেন পরপারে পাড়ি।
মৃত্যুর আগে প্রামানিক দেখেছেন তাকে
ছিলেন যখন হেনা ভাই মুত্যুনদীর বাঁকে!

কত কথা কত স্মৃতি আজি মনে পড়ে
আমাদের ছেড়ে কেন মুখ লুকান ঘরে।
কঠিন সময় মোরা করিতেছি পার
মান ভেঙে পাশে আসো খোল তব দ্বার।

চন্দ্রিামার সবুজ ঘাসে আমরা দুইজন
সাথে ছিলো ছবি আপু আরো কতজন।
গল্প আর আড্ডাতে কেটে গেছে বেলা
এভাবেই একদিন শেষ হবে খেলা।

রাগ আছে ব্লগেতে আছে আক্রোশ
একদিন যা্নি তা সবই হবে শেষ।
যত দিন বেঁচে আছি থাকি মিলে মিশি
আধার ঘুচায়ে যাবে ভোর হবে নিশি।

ফিরে আসুন প্রমানিক ছড়া পাক প্রাণ
তানা হলে বিষাদে সবই হবে ম্লান।
নতুন ভোরে নতুন ছাড়া শুনিতে যে চাই
রাগ নাকি অভিমান ছেড়ে দেন ভা্ই!!

প্রকাশকালঃ ঢাকাঃ বাংলা ১৪২৮ নতুন বছরের প্রথম দিন

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



প্রামানিক ভাইয়ের পেশা কি, কোথায় থাকেন, গ্রামে, নাকি ঢাকায়?

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

'আপনাকে ধন্যবাদ গাজীসাব
প্রামানিক ভাই সরকারী চাকুরীজীবী'
থাকেন সাভার।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: খুবই সুন্দর হয়েছে।

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গুরু শিষ্য্যর যুগল বন্দি !
গুরু যেখানে শিষ্যও সেখানে।
দূজনে দূজনার !!

রাজীব নুর বলেছেন: খুবই সুন্দর হয়েছে।
কোনটা ? ছবি না ছড়া ?

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: ছবিতে প্রামানিক ভাইয়ের সাথে কি আপনি?

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রামানিক ভাইয়ের সাথে
যাকে দেখছেন তিনি তার বন্ধু !!

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:



আপনার চুল এরশাদের চুলের মতো, আজীবন কালো?

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব চুল সাদা হোক কালো হোক চুলই
কিন্তু যদি চুলই না থাকে তাবে সাদাই কি
আর কালোই কি !!

৫| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩২

শায়মা বলেছেন: প্রামানিকভাইয়াকে কত দিন দেখি না।

১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হ্যা আপ, প্রামানিক ভাই সেই যে হেনা ভাইয়ের মৃত্যু সংবাদ
দিয়ে গা ঢাকা দিলেন আর ফিরলেনই না কোন অভিমানে
কে জানে!!!
তবে উদ্বিগ্ন হবার কোন কারণ নাই, তিনি সুস্থ্য ও স্বাভাবিকই
আছেন। লকডাউন মেনে চলছেন সুবোধ ছেলের মতো।
তার সুস্থ্যতা ও দীর্ঘ জীবন কামনা করছি।

৬| ১৪ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

নেওয়াজ আলি বলেছেন: প্রামাণিক ভাই যেখানেই থাকুন ভালো থাকুন ফিরে আসুন

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইনসাআল্লাহ তিনি অচিরেই আমাদের
মাঝে ফিরে আসবেন।

৭| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩০

প্রামানিক বলেছেন: যতদূরেই যাই না কেনো
আছি সবার মাঝে
অবসর জীবনটা মোর
কাটে নানান কাজে।

কাছের দূরের সবাই আপন
বন্ধু সবাই মোর
সবার কথাই ভেবে থাকি
সকাল কিংবা ভোর।

নুরু ভাইকে হাজার ছালাম
এমন ছড়ার জন্যে
আমিও তাকে খুঁজতে ছিলাম
হয়ে অনেক হন্যে।

ছড়া লিখে ভালই করলেন
আবার হলো দেখা
এমন ভাবেই চলে যেন
ব্লগারদের লেখা।


১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালোবাসার ডাকে
প্রিয়জন কি দূরে থাকে?
প্রত্যাশিত জবাব্ পেয়ে
খুশী হলাম ভাই,
এভাবেই আজীবন
সাথে থাকতে চাই।

সুখ দুঃখে থাকি যেন
হয়ে সবার আপন।
ভালোবাসায় অটুট থাকুক
বন্ধুত্বের বাঁধণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.