নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ভাল্লাগেনা (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
বাঁচতে আর সাধ জাগেনা
ভাল্লাগেনা আর কিছু।
সব কিছুই তিক্ত কটু,
ভেজাল ছারছে না পিছু।
করোনাতে ঘরে বন্দি
কাজ কর্ম কিছু নাই
বাঁচতে হলে প্রতিদিনই
সকলেরই খাবার চাই।
স্বার্থ ছাড়া প্রিয়জনও,
চায়না কথা বলিতে।
টাকার লোভে মানুষ কেন,
অন্ধকারের গলিতে।
খাটি গরুর দুধ পাওয়া যায়
যায়না পাওয়া খাটি দুধ,
ধারে টাকা যায়না পাওয়া,
পাওয়া যাবে দিলে সুদ।
ফল-মূলেতে বিষ দেওয়া হয়,
লাভের কড়ি তুলিতে।
বিষ খেয়ে যে মরছে মানুষ,
পারছিনা তা ভুলিতে।
দেখে শুনে ঘৃনা লাগে,
স্বাধ জাগেনা বাঁচিতে।
সুন্দর ধরা নষ্ট হলো,
অসাধুদের দৌরত্বে।
তার পরেও বেঁচে আছি,
যেমন আছে অন্য জন।
ভেজাল প্রুফ হয়ে গেছি,
তাইতো যেন নাই মরণ।
আসবে সুদিন ঘুচবে কালো,
সেই আশাতে নিশি দিন।
অপেক্ষাতে আছি আমি,
আসাবে কবে শুভ দিন।
প্রকাশ কালঃ
ঢাকাঃ বৃহস্পতিবারঃ ৪ জুলাই'২০১৩ইং
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা আমাদের নিজেদের বিবেক মরে যাবার কারণ।
মানুষ তার মানবিক গুনাবলী হারিয়ে ফেলেছে। পশুত্ব
তাকে নিয়ন্ত্রণে নিয়েছে তাই অন্যায় করতে সে আর
কোন দ্বিধা করছেনা।
২| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৩
কবিতা পড়ার প্রহর বলেছেন: আমার তো মনে হয় এদিন আর ঘুচবে না। বাকী জীবনটা মাস্ক পরেই কাটাতে হবে।
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরেও মা্নুষের হুস হবেনা।
এত দূর্যোগ মহামারীতেও মানুষ
অন্যায় অবিচার ও পাপাচারে লিপ্ত।
,মরণ কথা স্মরণ হইলো নারে
হাসন রাজা তোর।
৩| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১০
রোকসানা লেইস বলেছেন: সব সমস্যা বেশ উঠে এসেছে ছন্দে।
ভালো থাকুন বেঁচে থাকুন
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক দিন পরে লেইস আপু!
আশা করি ভালো আছেন পরিবার
পরিজন নিয়ে। আমাদের জন্য
দোয়া করবেন। মন্তব্যের জন্য
ধন্যবাদ।
৪| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: ভালো না লাগুক তারপরও বেঁচে থাকতে হবে।
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ ছাড়া গহ্যান্তর নাই যে দাদা
শালার বিষ যে বিষ তাতেও ভেজাল
ইন্দুরও মরেনা !!!
৫| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ছবি আপু
মন্তব্য্ প্রদানে উৎসাহ দেবার জন্য।
৬| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৩
স্প্যানকড বলেছেন: ভালো লাগেনা নেতার মিথ্যে বুলি৷
তবুও রোজ
নিয়ম করে
নিতে হচ্ছে দুই চার দাওয়াই গুলি !
ভালো থাকবেন। খুব সুন্দর হইছে
১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নয় শুধু কথার বুলি
সময় মতো চালায় গুলি
উড়ে তাতে মাথার খুলি
তাই কথা নাইবা বলি!
৭| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
ইসিয়াক বলেছেন: আমার কিন্তু বেঁচে থাকতে দারুণ লাগে। কবিতা ভালো হয়েছে।
১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিরা এমনই হয়।ভ
তাইতে কবিরা বলেনঃ
মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।
কিন্তু আমিতো কবি না ! তাই দুনিয়ার
সব কান্ড কারখানাদেখে আর ভালা্লাগেনা
৮| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:০০
কালো যাদুকর বলেছেন: ছড়াতে সমাজের প্রকৃত অবস্থা উঠে এসেছে ৷
মাঝে মাঝে ভাবি যদি এমন হয়,
ছড়া কবিতা বেঁচে দুপয়সা যদি রোজগার হয়।
তবে বেঁচে যায় কবি,
বেঁচে যায় সমাজ ৷
হায় তা বুঝি হওয়ার নয়,
তাই কানা গলির অন্ধকার চলমান রয় ৷
যুগ যুগ প্রতিদিন
রাতে বা দিনের আলোতে ৷
ভাল থাকুন৷ রমজান মোবারক ৷
৯| ১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০১
বিদ্রোহী সিপাহী বলেছেন: আসবে কবে শুভ দিন?
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৬
অগ্নিবেশ বলেছেন: ৯৯ পারসেন্টের দেশে এত ভেজাল কেনো? নাকি ইহুদি মোদীর ষড়যন্ত্র??