নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
পাগল (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
পাগল কোথায়? কেবা পাগল
ভাবছি বসে নির্জনে,
কোথায় গেলো পাগল পাবো
নগর কিংবা দূর বনে।
আমি পাগল তুমি পাগল
পাগল ভরা দুনিয়া,
কোন পাগল খোঁজো তুমি
কওনা আমায় খুলিয়া।
রঙ্গে ভরা বঙ্গ দেশে
পাগলে গেছে ভরিয়া,
তাদের নানান পাগলামিতে
লজ্জাতে যা্ই মরিয়া।
পাগল আছে হরেক রকম
ভাবে শুধু নিজেকে,
নিজের কথা ভেবে ভেবে,
বাড়ায় নিজের পুঁজিকে।
গদির লোভে কেউবা পাগল
মানুষ মারে পুড়িয়া,
কেউ আবার গুম হয়ে যায়
আতঙ্ক দেশ জুড়িয়া।
এই পাগল আর সেই পাগলে
ফারাক আছে লক্ষ যোজন,
পরের কথা ভেবে ভেবে
জঙ্গলেতে কাটায় জীবন।
কোনো পাগল ঠাই পেতে চায়
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।
সে যে থাকে মনের মাঝে
ঘাপটি মেরে সবসময়
সাদা মনে খুঁজলে তারে
তবেই শুধু পাওয়া যায়।
ঝল মলে রঙ্গমেলায়
হয়না কভু তার থাকা।
অন্তরের চোঁখ খুলে গেলে
দেখতে পাবে তার দেখা।
প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবারঃ ২৩ মার্চ ২০১৫ইং
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মুজিব ভা্ই
সাথে থাকার জন্য।
২| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৮
জুন বলেছেন: পাগলা ছড়া
১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একেবারে বদ্ধ পাগল
জুন আপু।
৩| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৮
নেওয়াজ আলি বলেছেন: বাবা তোমার দরবারে সব পাগলের মেলা
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
: বাবা তোমার দরবারে সব পাগলের মেলা
৪| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
চাঁদগাজী বলেছেন:
বাউল মেলায় আছেন?
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি পাতার দলে আছি আমি ডানার দলে আছি।।
তুমিও থাকো বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো…
৫| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭
অজ্ঞাতকুলশীল বলেছেন: পাগল ছাড়া দুনিয়া চলে না।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই সব কিছু পায় নারে পাগল।
৬| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৮
মিরোরডডল বলেছেন:
পাগলরাই ভালো থাকে ।
জীবন হয়ে উঠুক পাগলামিপূর্ণ
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগলামী মানুষের সহজাত প্রবৃ্ত্তিঃ মনের অজান্তে প্রতিটি মানুষই কিছুটা পাগল।
আমার এক এক সময় ইচ্ছা করে কাউকে আচ্ছা করে পিটুনি দিতে তবে সেটা কী
কারণে তা নির্ধারণ করতে পারিনা। আবার কখনো কখনো্ কোন ছোট্ট পরিপাটি
বাচ্চার চূল এলোমেলো করে দিতে খুব ইচ্ছা করে। কোন বিশেষ মানুষকে ইচ্ছা
করে রাগিয়ে দিতে। এটা পাগলামীর পর্যায়ে পড়ে কিনা জানিনা তবে এর পিছনে
কোন যু্ক্তিসংগত কারণ নেই বলেই মনে হয় এটা পাগলামী।
৭| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৪
স্প্যানকড বলেছেন: পাগল ছাড়া দুনিয়া চলে না
পাগলি ছাড়া প্রেম জমে না
পাগল আমি
পাগলি তুমি
চলছে নানান পাগলামি !
ভালো হইছে। খুব সুন্দর। ভালো থাকবেন।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগল পাগল মানুষগুলা
পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া
কেহ পাগল শুনিয়া
আপনিও ভালো থাকবেন।
৮| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: অন্তরের চোখ খোলাই পাগলের ব্রত
১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোনো পাগল ঠাই পেতে চায়
সব মানুষের অন্তরে,
সেই পাগলের খোঁজে আমি
ঘুরছি নগর বন্দরে।
৯| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: অন্তরের চোখই হলো আসল চোখ। তারে চিনতে পারলেই যায় নিজেকে চেনা।
দারুণ ছন্দময় কবিতা ।
১০ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভাই
আমার ছড়ার মূল বক্তব্য তাই। সত্যিকারের পাগলের
দেখা পেতে হলে অ'ন্তরের চোখ দিয়ে খুঁজতে হবে।
১০| ১১ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: মুরুব্বী আমি ছড়া এবং কবিতা লিখতে পারি না। এটা আমার দঃখ। কিছু বুদ্ধি পরামর্শ দিন।
১১ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি মাঝে যে গদ্য কবিতা লেখেন তাতে
আমি টাসকি খাই ।। কিন্তু সাধারণ পাবলিক
আপনার কবিতার মূল্য বোঝেনা। বাঙ্গালীরা
দাঁত থাকতে দাঁতের মর্যদা বোঝেনা। যেদিন
আপনার এই কবিতা নোবেল পাবে সেই দিন
তারা বুঝবে, আর আপনাকে পাহাড় জঙ্গলে খুঁজবে !!
১১| ১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৩
তারেক ফাহিম বলেছেন: অন্তর চক্ষু খোলা পাগলামি।
১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার অন্তর চক্ষু খোলে নাই
সে কখনো পাগল হতে পারেনা।
পারে পাগলের ভং ধরতে !!
আপনাকে ধন্যবাদ ফাহিম ভাই
১২| ১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনি মাঝে যে গদ্য কবিতা লেখেন তাতে
আমি টাসকি খাই ।। কিন্তু সাধারণ পাবলিক
আপনার কবিতার মূল্য বোঝেনা। বাঙ্গালীরা
দাঁত থাকতে দাঁতের মর্যদা বোঝেনা। যেদিন
আপনার এই কবিতা নোবেল পাবে সেই দিন
তারা বুঝবে, আর আপনাকে পাহাড় জঙ্গলে খুঁজবে !!
আমাকে শ্বান্ত্বনা দিচ্ছেন?
অবশ্য আজকাল এই শ্বান্তনাটুকুও কেউ দেয় না।
১১ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কিন্তু সিরিয়াস!!
আপনি লেখেন দারু
ভাবেনও দারুন।
কিন্তু পাবলিক করুন !!
১৩| ১১ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ছড়া ভালো লেগেছে প্রিয় নুরু ভাই। তবে এই পাগলেরো যে রকমফের আছে।
১- শৈশবে বাবা মা বাচ্চাকে আদর করে পাগল করে ডাকে।
২-বিয়ের আগে প্রেমিকার কাছে পাগোল শোনা শুনতে কত হৃদয়ে মে সুনামি বয়েছে তার হিসেব নেই।
৩-বিয়ের পরে বৌয়ের মুখে এই পাগোলের বংশধর শুনলে সে সংসারে আগুন লেগেছে বলতেই হবে।
৪-পাড়ার লোকের কাছে পাগোল পরিচয় পেলে কপালে বিয়ের রাশি নাও ফলতে পারে।
৫-মানুষ পাগোল হলে আপনার পাবনা সেন্টার আর আমাদের রাঁচিতে গিয়ে টিউনিন করানো অবশ্যম্ভাবী।
৬-ব্লগার পাগোল হলে বিষয়টি নৈব নৈব চ।হেহেহে....
ভালো থাকুন সবসময়।
১১ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদাতিক দাদা্ আপনাকে ধন্যবাদ অনেকদিন পরে আবার
ফিরে আসার জন্য।
্আপনার পাগলের ক্লাসিফিকেশন ভালো লাগলো
তবে নিজের ভিতরের পাগলটাকে যে চিনতে পেরেছে
সেই ধন্যবরতে পেরেছে তার মানব জীবন। আমি
আমার ভিতরের পাগলটাকে আজো হন্যে হয়ে খুঁজছি।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫
মুজিব রহমান বলেছেন: ভাল ছড়া।