নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

করোনার চরিত্র বদলঃ দ্বিতীয় ঢেউয়ে যোগ হয়ছে নতুন তিন উপসর্গ (জরুরী স্বাস্থ্য বার্তা)

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৬


করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়েছে তা ঘোষণা করেছে স্বাস্থ্যমন্ত্রণালয়। বিশেষজ্ঞরা জোর দিয়ে জানাচ্ছে, মানুষের অসচেতনতা ও করোনাকে তোয়াক্কা না করায় বাড়ছে সংক্রমণ। যার জেরে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ হাজার ৪৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ে আরও ৬২ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনার বিস্তার রোধে আগামী বুধবার (১৪ এপ্রিল) থেকে ৭ দিনের কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। কোনও যানবাহনের চাকা ঘুরবে না। পোশাক ও সকল শিল্প কারখানাও বন্ধ থাকবে। শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেখা দিচ্ছে নতুন তিন উপসর্গ। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলে আসছিল সর্দি, গলা ব্যথা, কাশি, মাথা ব্যাথা, জ্বর, হাঁচি, অবসাদ, শ্বাসকষ্ট- এসব উপসর্গ থাকলেই আপনি নিজেকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে ধরে নেবেন। কিন্তু এখন বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই সময়ে ভাইরাসটি তার চরিত্রেও পরিবর্তন এনেছে। ফলে অনেকেই কোনও ধরনের উপসর্গ ছাড়াই আক্রান্ত হচ্ছেন। করোনা মহামারির প্রথম থেকে ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হিসেবে সর্দি-কাশি, জ্বর, স্বাদ অথবা ঘ্রাণের পরিবর্তন বিবেচিত হয়ে আসলেও দ্বিতীয় ঢেউয়ে এগুলোর সঙ্গে নতুন করে আরও ৩টি উপসর্গ যুক্ত হয়েছে। সেগুলো হলোঃ

ক) Pink Eyes (গোলাপি বর্ণের চোখ) চিনে করা একটি সমীক্ষা অনুসারে, গোলাপি চোখ বা কনজেক্টিভাইটিস হ'ল COVID-19 সংক্রমণের নতুন উপসর্গ। গোলাপি চোখের মধ্যে লাল, ফোলাভাব দেখা দিচ্ছে এবং চোখে জল আসছে ক্ষণে ক্ষণে। সমীক্ষায় অংশগ্রহণকারী ১২ জন করোনাভাইরাসের নতুন স্ট্রেনে সংক্রামিত হয়েছিল।

খ) Hearing loss/ impairment (শ্রবণ ক্ষমতা হ্রাস)- শ্রবণ ক্ষমতা হ্রাস পাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ে। ৫৬ জনের মধ্যে সমীক্ষা করা হয়। যার মধ্যে দেখা গিয়েছে ২৪ জন শ্রবণ ক্ষমতা হারিয়েছে।

গ) Gastrointestinal Symptoms (গ্যাস্ট্রোইনটেস্টাইনাল) হজমে সমস্যাঃ - গবেষকরা জানাচ্ছে হজম শক্তির ক্ষতি করছে। ডায়রিয়া, বমি বমিভাব, পেটের ব্যাথা দেখা দিচ্ছে। আপনি যদি হজমের সমস্যায় ভোগেন তাহলে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিগত এক বছর ধরে করোনাভাইরাস বিশ্বব্যাপী তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। শুরু হয়েছে করোনার দ্বিতীয় ধাপ। ভয়াবহ আকার ধারণ করা করোনার দ্বিতীয় ঢেউয়ে[/sbগত বছরের মতো আবারও নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে করোনাভাইরাসে। উল্লিখিত নতুন তিনটি উপসর্গের কোনও একটি যদিও কারও শরীরে দেখা দেয় তাহলে সময় নষ্ট না করে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদী এসব সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি বাড়িতে থেকেও সামাজিক দূরত্ব ও পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সূত্রঃ zee২৪ঘন্টা
বিঃদ্রঃ জনস্বার্ধে জরুরী বিবেচনায় সামুর প্রথম পাতায় দ্বিতীয় পোস্ট জরুরী স্বাস্থ্যবার্তাটি প্রকাশ করা হলো।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০০

শায়মা বলেছেন: কানে না শুনতে পাওয়াটা তো সবচেয়ে ভয়ের!!!


হায় হায় কি বলো ভাইয়া!!!!!

চোখ থাকিতেও অন্ধ আবার কান থাকিতেও কালা হয়ে থাকতে হবে নাকি?

ঢং না কিন্তু সত্যিই ভাইয়া এই সব শুনলেই মহা ভয় লাগে আমার। :(

কিন্তু এই করোনা তো আর কাউকেই ছাড়বেনা মনে হচ্ছে আমার!:( :(

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাজের সীমাহীন অনাচার, বেহায়াপনা,
দূনীতি, পাপাচারে জর্জরিত। মানুষকে
হেদায়েতের জন্য এটা আল্লাহর তরফ থেকে
গজব। তার গজব থেকে পরিত্রাণ পেতে আল্লাহর
কাছে পানাহ চাইতে হবে। তবেই তিনি দয়াপরবশ
হয়ে এই গজব থেকে আমাদের মুক্তি দিতে পারেন।
সাথে সাথে সকল স্বাস্থ্য বিধিও মেনে চলতে হবে।

২| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮

রানার ব্লগ বলেছেন: করনা অনেক বেশি আকারে ছড়াচ্ছে। সচেতনতা জরুরী।


শায়মা@ আপনি তো সব কিছুই নিখুঁত চান, সামান্য খুত থাকা জরুরী, এক কানে না শুনলে বাকি কানটা কাজে লাগাবেন। সমস্যা কি( আপনি সুস্থ থাকুন এটাই কামনা)

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সচেতনতা থাকলেই হবেনা
তার সাথে সাথে স্বাস্থ্য বিধিও
মেনে চলতে হবে। আর আল্লাহর
কাছে কৃত গোনাহর জন্য মাফ চাইতে
হবে। তিনিই আমাদের রক্ষা করবেন।

=p~ কানে কম শোনা মন্দনা (বিবাহিত পুরুসদের
জন্য এটা শাপে বর) তবে শায়মা আপুর উভয় কর্ণই
সুস্থ্য্ থাকুক সে প্রার্থনা আমাদের সবার।

৩| ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩০

শায়মা বলেছেন: হায় হায় কি বলো ভাইয়া????

এই গজব থেকে কি মুক্তি পাবো!!!!!!!!! :((


২. ০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৮০

রানার ব্লগ বলেছেন: করনা অনেক বেশি আকারে ছড়াচ্ছে। সচেতনতা জরুরী।


শায়মা@ আপনি তো সব কিছুই নিখুঁত চান, সামান্য খুত থাকা জরুরী, এক কানে না শুনলে বাকি কানটা কাজে লাগাবেন। সমস্যা কি( আপনি সুস্থ থাকুন এটাই কামনা)


ভাইয়া এক কান নাকি!!!!!!! :)

যাক বাবা আমি তো ভেবেছিলাম দুই কানেই শুনবো না!!! :(

ভাইয়া এক কান কাটা যায় গাঁয়ের এক পাশ দিয়ে দুই কান কাটা যায় মাঝ দিয়ে তাইলে কি দুইটাই না শুনলে ভালো না??? :(

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বধিরদের এক সমস্যা তারা কানে শুনেনা।
আর যাদের কানে সমস্যা নাই তাদের দুনিয়ার
সকল সমস্যার কথা শুনতে হয় ঘরে বাইরে
সব যায়গায়। তরে পরেও আমরা বধির হতে
চাইনা। কান চিলে নিয়েছে শুনে যেন চিলের পিছে না দৌড়াই আগে কানে হাত দিয়ে দেখি
কানটা আছি নাকি।

৪| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮

রাজীব নুর বলেছেন: হজমের সমস্যা ইদানিং হচ্ছে আমার। আবার কানেও কম শুনছি।

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাক নিশ্চিত হলাম আপনার করোনা পজিটিভ না
কারন আপনার চোখ গোলাপী হয়নি !!

৫| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

রোকনুজ্জামান খান বলেছেন: আমি আজ ৫০ টি রোগীর শরীর পরিক্ষা করেছি ,
ডায়রিয়া বাদে আর সব গুলো উপসর্গ পেয়েছি।
সরকারের দেওয়া স্বাস্থ্য বার্তাটি একদমই হাস্যকর।

~একটা সময় ব্রেন আর কাজ করবে না। শরীর হারিয়ে ফেলবে হাত এবং পায়ের নিয়ন্ত্রন। আর এজন্য হ্রদয় কে ভাল রাখতে হবে। কারণঃ মনের সাথে মস্তিষ্কের ভালবাসার সম্পর্ক।~

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এসব বিশেষজ্ঞদের কথা আমরা শুনে বিশ্বাস করি।
আপনি একজন চিকিৎসক সুতরাং আপনার কথাও
কম গুরুত্বপূর্ণ নয়। যে ৫০ জনের মাঝে আপনি
ডায়রিয়া বাদে সব উপসর্গ পেয়েছেন তারা কি
করোনা নেগেটিভ ?

৬| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০

রোকনুজ্জামান খান বলেছেন: Brain mind relation

০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানব মস্তিষ্ক মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ ।
ব্রেন্রের সাথে শুধু মন নয়
শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের
সাথেও তার সম্পর্ক বিদ্যমান।
মস্তিষ্ক মানবদেহের সিংহভাগ
কার্যকলাপ নিয়ন্ত্রণ করে।

৭| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

স্প্যানকড বলেছেন: এমন গুরুত্বপূর্ণ পোস্টে কিছু মাদি ছাগল এসে পড়েছে ভাই! ধামরা টা কে দেখছি না কেন? যাক সে সব কথা অতি সাবধান হতে হবে বাকীটা আল্লাহর হাতে । করোনা থাকবে এ যাবার নয়। হায়াত মউত আল্লাহর হাতে। সাবধানে থাকবেন ভাই। গরীর খেটে খাওয়া মানুষ গুলির যে কি হবে? আল্লাহ মালুম।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছাগল আসুক গরু আসুক বা গাধা
সবার অবারিত দ্বার আসতে নাই বাধা।
ঘাস খাবে যাবর কাটবে দু্নিয়াতে বসে
শেষ বিচারে হিসাব দিবে ধরবে যখন্ কষে !

৮| ০৯ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

শাহ আজিজ বলেছেন: পাওনাদার থাকলে কানে কম শোনাই উত্তম ।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মন্দের ভালো কম
শোনা পাওনাদরের কাছে।
শোধ করিতে হবে দেনা
শেষ বিচার আছে !!

৯| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬

নজসু বলেছেন:


.
এখন একটু জ্বরের ভাব হলেই মনে হয় করোনায় আক্রান্ত হলাম না তো!!
প্রিয় ভাই, আমাদের সমাপ্তি এই করোনাই ঘটাবে নাকি?

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সারাদিন উৎকণ্ঠায় থাকি !!
একটু ব্যত্যয় ঘটলেই আশঙ্কা হ'য়।
তবে আল্লাহ ভরসা তিনি যা করবেন
তা বান্দার মঙ্গলের জন্য এই বিশ্বাস
অন্তরে রাখি। ভালো থাকুন

১০| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩

রানার ব্লগ বলেছেন: স্প্যানকড বলেছেন: এমন গুরুত্বপূর্ণ পোস্টে কিছু মাদি ছাগল এসে পড়েছে ভাই! ধামরা টা কে দেখছি না কেন?

আপনাদের সমস্যাখানা কি, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কেন করছেন। এই গুলা গ্রামের আধা শিক্ষিত মহিলার করে।


সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রঙ্গ ভরা বঙ্গে
থাকুক সবাই সঙ্গে !

আপনিও ভালো থাকবেন।
পৃথিবীর সকল মানুষ নিরাপদে থাকুক।

১১| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৯

নেওয়াজ আলি বলেছেন: আর ভয় দিয়েন না । মানুষ মরে যাবে না খেয়েই । আল্লাহ রহমত করো

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভয় নয় ভাই সতর্ক বার্তা
সাবধানে থাকুন চিকিৎসকদের কথা।
আল্লাহ রহমানুর রাহীম দয়াবা্ন অতি
ত্বরাবেন আমাদের যদি ধর্মে হয় মতি।

১২| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৮

স্প্যানকড বলেছেন: তার মানে আপনারা মাদি ছাগল ! আমিতো কারো নাম কই নাই ! কইছি? তাইলে? নিজেদের যদি নিজেরা মাদি ছাগল ভাবেন আমার কিচ্ছু করার নাই। তাজ্জব ! যাক জানায় দিয়া ভালো করছেন। আপনার সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করছি।

১০ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্প্যানকড ভাই বি কুল
শান্তি শান্তি শান্তি!
আপনার সুস্থতা এবং
দীর্ঘ আয়ু কামনা করছি।

১৩| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যাক নিশ্চিত হলাম আপনার করোনা পজিটিভ না
কারন আপনার চোখ গোলাপী হয়নি !!

হ্যা চোখ ঠিক আছে।

১১ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ তবে আমি আপনার গুরুর
মতো চোখে কম দেখা শুরু করছি !
্আপনার গুরুকে বলবেন দাওয়াইয়ের
সাজেসন দিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.