নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের
বারো হাত শাড়ির তেরো হাত কেচ্ছা
কেউ বললেন- এমনি এমনি পরি, কেউ বললেন- নিজেকে দারুণ লাগে, কেউ বলছেন- স্বাচ্ছন্দ্য।
সেই তো নথ খসালি তবে কেন লোক হাসালি? প্রতিবাদে নেমে বাঙালি নারী বলতে পারলেন না যে-
তাকে বিকিনিতেও মানায়, টিশার্টে গরমে আরাম লাগে, জিনসে শীত কম লাগে, স্কার্টে ফুরফুরে লাগে!
সূত্রঃ বারো হাত শাড়ির তেরো হাত কেচ্ছা
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম ফেসবুক-১ ফেসবুক-২
[email protected]
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
্আপনাকে ধন্যবাদ সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
২| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৮
রাজীব নুর বলেছেন: কি হয়েছে আজকাল আপনার?
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কিছু হয়নি তবে মন্তব্যটি করে
সমােলোচনার মুখে পড়েছেন আবু সায়ীদ স্যার
৩| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৩
স্প্যানকড বলেছেন: ভালো লাগলো পড়ে। আবু সাঈদ স্যার কে ভালো লাগে। নারীবাদীরা কি সত্যি নারীবাদী হতে পেরেছেন? ভালো থাকবেন।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সদা হাস্যজ্জল, সরল প্রকৃতির এই গুনী মানুষটির
সংস্পর্শে এলে সব দুঃখ ভুলে থাকা যায়।
তার জন্য শুভকামনা সবসময়।
আপনাকে ধন্যবাদ
৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪০
কল্পদ্রুম বলেছেন: আব্দুল্লাহ আবু সায়ীদের লেখাটি পড়েছিলাম।এর পক্ষে বিপক্ষে অনেকের লেখা পড়লেও আপনার দেওয়া লিংকের লেখাটি আজকেই প্রথম পড়লাম।লেখক বরং বাঙ্গালি পুরুষদের কেন ধুতি পড়ে উত্তম কুমার সাজা উচিত,প্যান্ট পাতলুন কিংবা লুঙ্গি পরে রাজ্জাক সাজলে কি অসুবিধা সেটা নিয়ে একটা নিয়ে একটা লেখা দিতে পারতেন।
০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ কল্পদ্রুম
লেখক ইচ্ছা করলেই পারতেন
আপনার চাহিদার খোরাক যোগাতে
তবে সে জন্য ক্ষেত্র তৈরী হতে হবে।
কোন একসম সে ক্ষেত্র তৈরী হলে
তিনি অবশ্যই এ নিয়ে লেখা
প্রকাশ করবেন।
শুভকামনা আপনার জন্য।
৫| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১:২৩
মা.হাসান বলেছেন: নূরু ভাই, আজকের এই বিশেষ দিনে এই পোস্টটি আমার কাছে অন্য কারণে গুরুত্বপূর্ণ , সে কারনে লাইক দিলাম।
সাবধানে থাকবেন, আপনাকে মামলার ধমকি দেয়া পার্টি কিন্তু 'আরেকবার সাধিলে' ফিরিয়া আসিয়াছে।
০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্ঞানী গুণী মানুষজন অল্প কথায় বোঝে
ভালো জাতের লাউ হলে অল্প জালে সেজে
এজন্যই সব সময় সর্বকালে মানুষ গুণীদের সমাদর করে !
না বলা কথা বোঝার জন্য আপনাকে ধন্যবাদ।
হামলা মামলার হুমকি !! আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে !!
৬| ০৯ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:০১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: কে কি পরবে সেটা সম্পুর্ন তার নিজস্ব রুচির বিষয়।সমাজে যতটা গ্রহন যোগ্য সেই অনুযায়ী পোশাক পরাই ঠিক।এখানে অনেক বাংঙালী মেয়েকে ছেড়া হাফ পেন্ট পরতেও দেখেছি।হয়তো বাংলাদেশে হলে এটা সে পরতো না।
০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাজে বাস করতে হলে সমাজের চাহিদাকে গুরুত্ব দিতে হবে।
সামাজবদ্ধ হয়ে বাঁচতে হলে সমাজের নিয়ম কানুনের বাইরে
যাওয়া যাবেনা। বনে জঙ্গলে দিগম্বর হয়ে ঘুরলেও পশুপাখির
আপত্তি উঠতে পারে। পৃথিবীতে এখনো অনেক দেশ আছে
যারা টপলেস বা আংশিক দিগম্বর থাকে। সেই উদাহরণ টেনে
আধুনিক সমাজকে পিছনে টেনে ধরবার কোন যুক্তি নাই।
৭| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪০
নেওয়াজ আলি বলেছেন: বাঙ্গালী নারী বিদেশে ইচ্ছামতো চলে যেমন আয়ারল্যাণ্ডের মডেল মাকসুদা আক্তার প্রিয়ন্তি।
০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
#মিটু বা যৌন হয়রানি নিয়ে মডেল মাকসুদা আক্তার প্রিয়তির কথা বলছেন?
মডেল মাকসুদা আক্তার প্রিয়তি
সম্ভব্ত তিনি একজন মেন্টালি সিক! গতবছর গত ১ সেপ্টেম্বর নিজের ছবিসহ ফেসবুকে
একটি পোস্ট দেন মডেল প্রিয়তী। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘আইরিশরা আমার
খুঁত ভরা বাদামি বর্ণের শরীরকে ভালোবাসে, মুগ্ধ হয়। তাদের প্রশংসায় আমাকে
আত্মবিশ্বাসী করে তোলে, নিজের খুঁত ভরা শরীরকে ভালোবাসতে শেখায়।
এভাবেই আমি হয়ে উঠতে থাকি একটি বারুদ রূপী মানুষ!’
কি নির্লজ্জ বেহায়া!!
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনবদ্য
(মন্তব্যটি সংগৃহীত)