নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গাজী বন্দনা (গাজীনামার শেষ কিস্তি)

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৯


গাজীসাবের শিষ্য রাজীব নুর বলেছেনঃ আর কিস্তির দরকার নাই। এখানেই শেষ করেন।
তার অনুরোধে গাজী বন্দনা করে গাজীনামা আপাতত খ্যান্ত দিলাম।
নূর মোহাম্মদ নূরু

গাজী সাবকে দেখা গেছে, পূর্ণিমার এক চান্দে
সকলের প্রাণ আকুলি ব্যাকুল, পড়ে তারই ফান্দে।
বন্দনাতে একে একে, মাঠ হলো যে গরম,
নিন্দুকেরা'র মুচকি হাসে, পাচ্ছে বুঝি সরম।

শ্যাম রাখি না কূল রাখি, আছে কতক জনা,
মুখে তাদের কুলুপ আটা, সত্য বলতে মানা।
কেহ বলে বাপরে বাপ, গাজী বলে কথা,
না খোস হলে গাজী সাব কেটে নিবে মাথা।

পড়ছে যারা যাঁতা কলে বসে বসে কান্দে,
আবডালেতে থাকলেও যে চোখ তাদের চাঁন্দে।
দ্বিধায় আছে দেখছেনি কেউ চান্দে গাজীর বদন,
নাকি কেউ শঠতা করে, বানাচ্ছে তাদের মদন।

গাজী মিয়া বিদেশ বসে, কতই রঙ্গ করে
আম-জনতা তাকে নিয়ে, যুদ্ধ করে মরে।
কেউ বা বলে মহা মতি, গাজী মিয়া সাব,
খুশিতে যে বাকুম বাকুম, খোড়া পায়ে লাফ।

খোড়া পায়ে লাফ দিয়ে, ধপাস ধরনী তল,
তখন কেবল বুঝতে পারে, নিজের বলই বল।
হুজুগেতে লাফ দিওনা, আগে পিছে ভাবো,
গাজী সাবের ভূত, এবার তোমায় আমি খাবো।


উৎসর্গঃ ইদানিং যে কয়জন ব্লগার তাদের কথার ফুলঝুড়িতে
গাজী সাহেবকে নিয়ে গেছেন চাঁন্দের উচ্চতায় তাদের কর কমলে।
প্রকাশকালঃ ঢাকা,সোমবারঃ ৩ বৈশাখ ২০২৫ বঙ্গাব্দ

এক মলাটে গাজীনামাঃ
১। গাজীনামার সূচনা পর্বঃ গতবছর এই দিনে গাজী ছিলো কোয়ারেন্টাইনে !!
২। গাজীনামার ১ম পর্বঃ ফাটাকেষ্ট !! শুরু হলো গাজীনামা
৩। গাজীনামার ২য় পর্বঃ গাজীনামার দ্বিতীয় কিস্তি " চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি"
৪। গাজীনামার ৩য় পর্বঃ গাজীনামার তৃতীয় কিস্তিঃ গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!
৫। গাজীনামার যবনিকা পর্বঃ গাজী বন্দনা (গাজীনামার শেষ কিস্তি)

কৃতজ্ঞতাঃ গাজীসাব, খানসাব, ওমেরা ছবিআপুসহ সকল পাঠকদের ধন্যবাদ যারা উৎসাহ যুগিয়েছেন গাজীনামা প্রকাশের জন্য।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ ছবি আপু
সুন্দর ছবির সমাহারে প্রকাশিত
আপনার অদ্যকার পোস্টের জন্য
ধন্যবাদ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



গাজীর খবর হয়ে গেছে; হিউমারসহ ছড়া কবিতায় আপনি অনেক অনেক ভালো করেছেন।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব ধন্যবাদ আপনাকে।

আপনি চলুন আপনার ধারায়
নিন্দুকে যাই বলুক!
কি আসে যায় তাদের কথায়
বরফ গলে গলুক !!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা, বেশ!বেশ!!বেশ!!!
গাজী বন্ধনাতে +++।

গাজী সাহেব মহামতি
মানুষ বড় অতি।
সব সময় চলেন নিজ খেয়াল খুশিমত,
ভাবেন নিজেকে রথি-মহারথি।


মুক্তিযোদ্ধা বংগবাসী সুযোগ পেয়ে
গেছে চান্দের দেশে (আমেরিকায়)
হেতায় যারা আছে সবাই তারা
বুশ-ট্রাম্প-ক্লিনটন এ নাহি বুঝবার চায় সে।

নিজেকে ভাবেন তিনি জ্ঞানী,মহাজ্ঞানী,
এত অল্প বন্ধনাতে
গাজী সাবের মন ভরবেনা, তা সত্যি
এ আমরা জানি।।


মহামতি গাজী সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা রইল।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কামরুজজামান ভাই
গাজীসাবের জবাব নাই।

যে যা বলুক নরম গরম
কেয়ার করেন থোরা।
তার জন্য সচল আছে
সামু ব্লগ পাড়া।


৪| ০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এই জাতীয় পোস্ট কেবল সময় নষ্ট।

০৪ ঠা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লকডা্উনে ঢাকা টা্উনে এখ্ন
আমার হাতে অফুরন্ত সময় !!
তাই তার স্বদব্যবহার করছি।
মাইন্ড কইরেন না সাজ্জাদ ভাই।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:২২

স্প্যানকড বলেছেন: যেতে যেতে পথে
পুর্নিমা রাতে
শালা !
চাঁদ উঠেছিল গগনে !

হা হা হা

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দেখা হয়ে ছিলো তোমাতে আমাতে
শালা
কি যেন কি মহা লগনে!!
হি =p~ হি :P হি : =p~

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩

সিগনেচার নসিব বলেছেন: অতঃপর শেষ কিস্তিও পড়ে ফেললাম। পোস্টের ছবিগুলো সুন্দর ছিলো আপনি নিজে এডিট করেন নাকি।

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাঝ রাতে গাজীনামার শেষ পর্ব
পড়ার জন্য আপনাকে ধন্যবাদ সিগনেচার ভাই।
লেখার সাথে ছবির সমন্বয় করতে একটু এডিট
করতেই হয়। ভালো লাগার জন্য ধন্যবাদ।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: গাজী সাহেব নিজের যোগ্যতায় অনন্ন্য উচ্চতায়। তাকে কেউ নাগাল পাবে না।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেমন আপনার নাগাল কেউ পায়না !!
উপযুক্ত গুরুর নিমচাঁদ শিষ্য !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.