নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গাজীনামার তৃতীয় কিস্তিঃ গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৭


গতকালের ঘোষণা অনুযায়ী আজ গাজীনামার ৩য় কিস্তি
গাঁয়ে মানেনা আপনি মোড়ল!
নূর মোহাম্মদ নূরু

কি হনু'রে ভাবখানা তার সব কিছুতে মাদবরী
কেউ তাকে না পুছিলেও দাওয়াত নেয় অন্য বাড়ী,
খেয়ে দেয়ে আঙ্গুল চাটে বলে মজা পেলাম না
এমন হলে ভালো হতো কেন সেটা দিলাম না।

কয়লার ময়লা দূর হয়না সাবানে তা কাঁচিলে,
মানব জনম হয়কি সফল হাজার বছর বাঁচিলে?
কেউ যদিও সামনে থেকে করে নানা তোষামদ
পিছনেতে তারাই আবার দিচ্ছে তাকে অপবাদ।

নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।
এসব নিয়ে সুধী জনের সমালোচনা শোনা যায়,
তাতেও তার বুদ্ধি-শুদ্ধি হাটুর নীচে পড়ে রয়।

বয়স বাড়ে স্রোতের মতো কমেছে তার চোখের জোর,
চাঁদকে ভাবে সূর্য বুঝি দিচ্ছে এক নতুন ভোর।
গোপীগণের চোখ ইসারার মানে বোঝেন ভিন্নটা,
ধপাস করে নীচে পরে বিষিয়ে তোলেন জীবনটা!

গায়ে মানেনা আপনি মোড়ল কাহাতক আর সহ্য হয়,
ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ কতইবা আর শোনা যায়!
ধমক দিলে ম্যাওপ্যাও করে ভিন্ন সুরে কথা কয়,
কেউ তাকে যেতে বলে কথাতো আর মিথ্যা নয়।

বলি তোমার বয়স হয়েছে এসব তোমার মানায় না,
ডিজিটাল পোলাপানে তোমায় কিন্তু ছাড়বেনা।
কোমড় বেধে লেগে আছে এখানেতে অনেক জন,
যে কেরেই রুখবে তোমায় করেছে তারা মরণ পণ।

তাইতো বলি সময় আছে ভাবুন এবার নিজেকে নিয়ে,
সবার মতো সুবোধ হন মাতুব্বরি বাদ দিয়ে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে ঘোর আঁধার
বিড়াল কি আর করতে পারে সত্যি যে কাজটি গাধার!


প্রকাশকালঃ ৪ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার ওমেরা'কে

গাজীনামার পরবর্তী কিস্তি "গাজী বন্দনা"

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:




পড়তে ভালোই লাগছে, ছড়ার বাঁধন, প্রবাদ বাক্য, উপমা সবই ঠিক আছে, হিউমারও আছে; কিন্তু প্রজেক্ট ফেল করার শুরু করেছে।

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ গাজীসাব
চমৎকা্র মন্তব্য প্রদানের জন্য।
যথাই বলেছেন সম্ভবত প্রজেক্ট
ফেল করার উপক্রম হয়েছে !!
বাঙ্গালীর দূভাগ্য !! আড়ম্বর করে
শুরু করলেও পরে সকলে সটকে
পড়ে !! তখন ফেল না করে উপায় কি?

২| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: চলতে থাকুক। শেষ মেষ কোনো গতি হয় কিনা সেটা দেখার অপেক্ষায়।

০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মনে এই ছিলো ?
আপনার এই উস্কানিমূলক কথাবার্তার জন্যই
আপনার গুরুকে মাঠে নামতে হলা !!

৩| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৪

জগতারন বলেছেন:
তাইতো বলি সময় আছে ভাবুন এবার নিজেকে নিয়ে,
সবার মতো সুবোধ হন মাতুব্বরি বাদ দিয়ে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে ঘোর আঁধার
বিড়াল কি আর করতে পারে সত্যি যে কাজটি গাধার!

B:-/

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জাগতারণ দাদা কি মনে কষ্ট পেলেন :( !!

৪| ০২ রা এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০

নেওয়াজ আলি বলেছেন: পড়তে আছি মজা পাই । তবে গাজীসাব লোক ভালা

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজী ভায়া সজ্জন অতি
রা করেনা খোঁচালে।
সকালে যদি বলি কিছু
বুঝে তা সে বিকালে!!

এমন মানুষ ব্লগেতে
হাতে গোনা দুই তিন,
খোঁচালেও নাচে তারা
তাক ধিনা ধিনা ধিন !!

৫| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

ওমেরা বলেছেন: আমারে কেন উৎসর্গ করা হল? :D |-)

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি বলে ছিলেন চলুক গাজীনামা
ওমেরা বলেছেন: চলবে - চলুক গাজীনামা।
তাই আপনার নামেই উৎসর্গ

৬| ০২ রা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



এমন প্রজেক্ট খুলেন, ওমেরার নামে উৎসর্গ করাটা ওমেরাই চাচ্ছেন না; ব্লগার নীল আকাশের নামে উৎসর্গ করে দেন।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নীল আকাশ ভাই
আকাশের মতই উদার
তাকে উৎসর্গ না করলেও চলে!!
ভাবছি লাল কোর্তাকে উৎসর্গ করবো।

৭| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৯:৫৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গ্রাম্য পলিটিক্স শুরু করেছেন ব্লগে।আধুনিক মন মানসিকতার সাথে এসব যায় না।আপনি নিজেকেই ছোট করছেন।

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার ইসলাম বিদ্বেশি কথার চেয়ে
এটা অধিক খারাপ নয়। আপনি বরং
এখানে গুতো গুতি না করে আল্লাহ ও
কোরআনের ২৫০০টি ভুল ত্রুটি অনুসন্ধান করুন।

৮| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২৫০০ টি ভুলের কথা আমি বলি নাই ।সৌদীরা বলেছে

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সৌদীরা বলেছে,
আপনি তা সমর্থন করেছেন্!
উভয়ে্ই এক তরণীর যাত্রী।

৯| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১১:৪৯

এমেরিকা বলেছেন: রাজীব নুরের জ্ঞানী (!) লাল ছাগলের জ্ঞান এখন লেদি হয়ে বেরোচ্ছে। সৌদিদের কথায় এখন ঠাং তুলে নাআচতে শুরু করেছে। জ্ঞানী ছাগল। এটা খা, তোর জ্ঞান আরো বাড়বে।

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এরা খায়না এমিরাকা ভাই
এরা যাবর কাটে !!

১০| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ১২:০১

স্প্যানকড বলেছেন: গাজী সাব রয় সুদুরে
কথা কয় অন্য সুরে
সুযোগ পেলে কথা কয়
মাঝেমধ্যে চুপ ও রয়।

গাজী সাব
রাখে সেইরম ভাব
অনেকে তাই
করে বাপ! বাপ!

গাজী সাব
কঠিন কথা কয়
নিজেরে জ্ঞ্যানী ভাবে
অন্যদের নয় !

চালাইয়া যান মন্দ হচ্ছে না... ভালো থাকবেন।



০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ স্প্যানকড ।

গাজীসাবের শিষ্য বল্নে
গাজীনামা থামান ।
তা না হলে মশা মারতে
দাগবেন নাকি কামান !!

তার কথায় গাজীনামা
খ্যান্ত দিলাম আজি।
আর কোনদিন লাগবেন না
ধরতে পারি বাজি !!

১১| ০৩ রা এপ্রিল, ২০২১ রাত ২:১৭

রানার ব্লগ বলেছেন: আপনার আর গাজি সাহেবের প্রেম দেখে আমি মুগ্ধ!!

সাবধান মুখে চুন কালি যেন না পরে।

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চুন কালি তাদের মুখে যারা করে গোসা
আমরা কভু দাগাইনাতে মারতে গিয়ে মশা।
গাজীনামার শেষ কিস্তি গাজী বন্দনা
পড়ে বুঝেন দুর হবে মনের যন্ত্রণা।।

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রানার ব্লগ আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।

গাজীসাব আর খানসাহেব হরিহর আত্তা
যা বলে ব্লগবাসী থোরাই করেন পাত্তা !
সকালে বলে যাহে বিকালে তার উল্টা
তাদের কথায় মাঝে মাঝে কেটে যায় তালটা !!

১২| ০৩ রা এপ্রিল, ২০২১ সকাল ১০:২৬

সোহানী বলেছেন: এতো দেখি বিশাল আয়োজন নুরু ভাই। আপনাদের যুদ্ধ ভালো লাগছে..... চলুক!!

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সোহানী আপু আপনাকে ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য।
তবে আর বুঝি চালাপনো যাবেনা। গাজীসাবের ভাব শিষ্য
যারপরনাই সরমিন্দা। তার অনুরোধে গাাজীবন্দানা করে আপাতত গাজীনামার সমাপ্তি !

১৩| ০৩ রা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব আর কিস্তির দরকার নাই। এখানেই শেষ করেন।

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার অ্নুরোধে গাজীনামার শেষ কিস্তি
গাজীবন্দনা করে শেষ করলাম।
উপযুুক্ত গুরুর উপযুক্ত শিষ্য। আপনিই গুরুকে ডাবাইলেন
আবার আপনিই তরাইলেন!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.