নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
গাজীনামার ১ম পর্ব ফাটাকেষ্ট !!
নূর মোহাম্মদ নূরু
আবোল তাবোল কথা বলেন মোদের ফাটাকেষ্ট
শুনতে শুনতে ফাঁকা বুলি জীবনটা অতিষ্ঠ !
রাতে বেলা ইতি উতি করেন শুধু গুতা গুত্তি,
দিনের বেলা চুপিসারে খেলেন তিন পাত্তি!!
হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা মুরোদ গেছে বোঝা
কাসতে কাসতে দম বুঝি যায় বাঁকা হইছে মাজা!!
যত বলি বুড়ো বয়সে লম্ফ ঝম্প থামান,
মশা মারতে এত বড় কামান কেন দাগান।
কে শোনে কার কথা ভাব খানা সবজান্তা
ঘি ভাতের কথা বলে সাবাড় করেন পান্তা,
চোখের দৃষ্টি লোপ পেয়েছে বেড়ে গেছে লোভ,
লোলুপ দৃষ্টি গোপীর প্রতি খুঁজে কোথায় ঝোঁপ!!
দড়ি দেখে সাপ ভাবিয়া ভৌ দৌড় মারে কেষ্টা,
কলা গাছের ডগায় ওঠতে করেন বৃথা চেষ্টা,
কেন বাপু বাহাদূরী দেখাও যা তুমি পারবানা,
নিজে করার মুরোদ নাই অপরকেও ছাড়বানা!!
হুতুম পেঁচা মন্ত্রণা দেয় মোদের ফাটাকেষ্টারে
ঢেরা পিটায় ঈদের পরে পিষবেন তিনি ট্রাকটরে!!
ট্রাকটরে পেঁচা মন্ত্রী সাথে ফাটাকেষ্টা,
চক্কর মারে বলে বেড়ায় তাদের নাকি দেশটা।
পোলাপানে হাসি লুকায় দেখে তাদের বেশটা,
দূর্মুখেরা বলে তোমার পেয়েছে কি তেষ্টা!
ঘাম ঝরে কোমর নড়ে বলে দেখবো শেষটা,
এই না হলে সাধে কি আর নামটি ফাটাকেষ্টা!!
প্রকাশকালঃ ৭ জুন ২০১৮ ইং
উৎসর্গঃ সামুর ছড়াবাহিনীকে
যারা প্রত্যাশা করেন গাজীনামা
আগামীকাল গাজীনামার দ্বিতীয় কিস্তি " চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়িঃ"
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাথে থাকার জন্য ধন্যবাদ রানার ব্লগ
আশা করি পশ্চিম বঙের ফাটাকেষ্টর সাথে
মতি গতির খুব একটা হের ফের হয়নি !!
২| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ২:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: শান্তি! শান্তি!
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই আমি আবার অশান্তি করলাম ক্ই ?
গাজীসাবের শিষ্য আমাকে উস্কানী দিছে
তাই একটু .......................
৩| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫৭
ওমেরা বলেছেন: চলবে - চলুক গাজীনামা।
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তবে তাই হোক ওমেরা আপু
খানসাব চাইলে চলবে গাজীনামা !!
৪| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৩
স্প্যানকড বলেছেন: এক্কেবারে কলিজায় হাত দিয়া দিছেন। আহ! মুরুব্বি ! কিতা করবেন এহন?
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাত যখন কলিজায় কিতা আর করা !!
তবে এমন অনেকেই আছে
কলিজা ভূনা করইরা দিলেও ক্ইবে
লবন কম হইছে !!
৫| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
লাল ট্রাক্টর দেখে ভয়ে কান্নাকাটি শুরু হয়েছে, দেখছি! ভয়ের কিছু নেই, উহা কৃষকের প্রতীক।
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাবের আগম সুভেচ্ছা স্বাগতম !!
দঁড়িকে আমরা সাপ ভাবিনা
ধোড়া সাপের বিষ থাকেনা,
এই তথ্য আছে জানা,
মৌচাকে ঢিল ছুড়না !!
৬| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৪
রাজীব নুর বলেছেন: ফাটাকেস্ট থেকে দূরে থাকুন। উহাতেই মঙ্গল।
৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফাটা কেষ্ট বকে বেশী
কাজের বেলা ঠন ঠন।
একটু জোরে কাশি দিলে
পালায় ছেড়ে রণ !!
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৮
রানার ব্লগ বলেছেন: বাহ বেশ বেশ !!