নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গতবছর এই দিনে গাজী ছিলো কোয়ারেন্টাইনে !!

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪৮

কোয়ারেন্টাইনে গাজী !!
সূত্রঃ বাণীঃ সামু আমাকে ভালো সময়ে "জেনারেল" করেছে, (চাঁদগাজী)


গত বছর এই দিনে গাজীকে
কোয়ারেন্টাইনে পাঠিয়ে ছিলা সামু !!
চার দেয়ালে বন্দি তথন
কেমন গেছে মামু!!

বাড়াবাড়ি করতে ছিলো
বেশ কয়েক দিন ধরে,
অর্থনীতি, স্বাস্থ্য নীতি
কোনটা না ছাড়ে।

করোনাতে থিসিস লেখেন
কি করে কি হলো,
গজব এটা মানতে নারাজ
এ তথ্য কোথায় পেলো?

সব জান্তা গাজী মশাই
ধর্মে থোড়াই কেয়ার।
রাজীব ভায়া এ কারনে
তাকে করেন পেয়ার।

রাজীব খান মানেন তাহা
যাহা বলেন গাজী,
কথা সত্য সবাই জানে
ধরতে পারি বাজি।

সামু তাকে অবশেষে
চুপ করিয়ে রাখেন
ম্যাওপ্যাও করেন তিনি
মাথাটাও ঝাকেন!!

আমরা তাকে মিস করি যে
সামুর কাছে তাই,
কোয়ারেন্টাইনের মেয়াদ তাহার
ছোট করেন ভাই!!


প্রকাশকালঃ ২৭ মার্চ ২০২০ইং
উৎসর্গঃ গাজীর ভাবশিষ্য রাজীব খানকে

বিশ্বাস না হেলে দেখুনঃ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৫৫

ওমেরা বলেছেন: বেশ হয়েছে !





কবিতাটা।

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জম্পেস !!
ভাবছি গাজীকে নিয়ে
আমার সব লেখার সংকলন
বের করবো গাজী নামা !!
গাজীকে অমর করে রাখবো মামা।

২| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



শুনেছি, পরে সব শুনেছি, আপনার হাত ছিলো!
ছড়া বেশ সুন্দর হয়েছে।

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার হাত আমারই আছে
কাউরে করিনি দান,
সব কিছু চেপে যান
বাঁচলে বাঁচতেও পারে মান !!

৩| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:




আপনি সামুতে নাকি ভলনটিয়ার(বিনা বেতনে) এডমিন হতে চেয়েছিলেন? উদ্দেশ্য কি ছিলো?

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সামুর ভলান্টিয়ার!!
বিপজ্জনক পেশা,
দুদিনে চোখে শর্ষে ফুল
কেটে যাবে নেশা !!

৪| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: হে হে---
তরমুজ বেশি খেয়েছেন বলেই এই অবস্থা। জানি জানি।

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তরমুজ বড় দামী
কিনতে গিযে ঘামি
এত দামের তরমুজ বেশী
কেমনে খাবো আমি?

৫| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪০

ঢাবিয়ান বলেছেন: ব্লগার রাজীব নুরের শিষ্য হবার পেছনে কারন আছে সেইটা আপনি কন নাই।রাজীব নুর প্রতিদিন ব্লগে কয়েকটা করে পোস্ট দেয়। সেসব পোস্টে যেন ব্লগার চাঁদ্গাজী তিক্ত ও কটূ কমেন্ট না করে , তাই শিষ্য হবার ভান করে চলে। =p~

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধু, সাধু !!
আমারো তা আছে জানা
কিন্তু কি করে জানিলেন তা আপনি?

৬| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা বেশ! বেশ!! বেশ !!!

কবিতা বড়ই সৌন্দর্য হয়েছে । কবিতায় +++।

আমিও একবার কিছু লিখতে চেয়েছিলাম," ব্লগার চাঁদগাজী ও আমার ভাবনা" এ বিষয়ে।এ ব্যাপারে ভাইয়ের অনুমতি চেয়েছিলাম । তবে উনি অনুমতি দেননি এবং বলেছেন আমি যদি এ বিষয়ে লিখি তয় উনি ব্যাপোক বিলা(রাগ) অইব। আর জন্ম - মৃত্যু ছাড়া কারো সম্পর্কে লিখার নাকি অনুমতি নাই এবং আমি যদি লিখি তাহলে উনি মডারেটদের কাছে অভিযোগ দায়ের করবেন। কি আর করা ।তাই আর লিকিনি।

এখন আপনার লিখার সাফল্য কামনার সাথে সাথে ব্লগার চাঁদগাজীর অমরত্ম কামনা করছি।

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহামমদ কামরুজজামান ভাই
গাজীসাব বড়ই সৌন্দর্য এবং খানসাবের উপযুক্ত গুরু।
তার কথা বলতে গেলে ভাবের হয় শুরু।
খানসাব চিনতে পেরে বলে জয় গুরু জয় গুরু।

৭| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৯

ইসিয়াক বলেছেন: বাহ! দারুণ

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ কবি
লেখাটি নজরে আনবার জন্য।

৮| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: একবার এক বাঘ ঘুমাচ্ছিলো।
দুষ্ট শিয়াল পাশ দিয়ে যাবার সময় ইচ্ছা করে বাঘের লেজে পা লাগিয়ে দিলো।
বাঘের ঘুম ভেগে গেলো। বাঘ বলল, কি রে মিচকা শিয়াল আমার লেজে পা দিলি কেন?
শিয়াল বলল স্যরি ওস্তাদ। মাফ করে দিন।

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব অযথা বাঘের লেজ নিয়ে
দুষ্টামি করবেন না !! আপনার খোচানিতে
মান রাখা দ্বায় হবে আপনার গুরু ফাটাকেষ্টর !!
বরুনাস্ত্র ছাড়তে বাধ্য করবেন না!!!

৯| ৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

স্প্যানকড বলেছেন: মুরুব্বি কিন্তু ছয় নাম্বার গিয়ারে আছে ফুল স্পীড যারে কয়। পুরাই হিট ! ভালো থাকবেন।

৩০ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্প্যানকড আপনাদের কাছে আমিতো নস্যি !!
ফুল স্প্রীডের পরিমাপক কি ?
ছয় নাকি নয় জানতে মন চায়!!

১০| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৬

স্প্যানকড বলেছেন: 69 ;) =p~... পাওয়ারফুল ম্যাথড !

৩০ শে মার্চ, ২০২১ রাত ৯:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে আবাারো
ধন্যবাদ স্প্যানকড ।

১১| ৩০ শে মার্চ, ২০২১ রাত ৯:৫০

নেওয়াজ আলি বলেছেন: ধর্মে কেয়ার না করলে চাঁদগাজী এক নীতির মানুষ। বীর মুক্তিযোদ্ধা।

৩০ শে মার্চ, ২০২১ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যার ধর্ম নাই তার সবই বৃথা
নীতি কথা তার মুখে মানায় না!!

১২| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১০:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে আপনি চান ফাটা কেষ্টকে আবার
জনসম্মুখে হাজির করি ?
আসেলে কি আপনি আপনার গুরুর
লেজগুটানো অবস্থায় পশ্চাদপদ গমন
প্রত্যাশা করেন ?

১৩| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:০৯

স্প্যানকড বলেছেন: আপনাকে স্বাগতম। ভালো থাকবেন।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনিও ভালো থাকবেন সবসময়।
গুরুগম্ভীর ব্লগ চাইনা, চাই হাসিখুশি
আর কৌতুকপ্রিয় ব্লগ। গাজীসাব সবজান্তা !
তার কল্যাণ কামনা করি।

১৪| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:৫২

সিগনেচার নসিব বলেছেন: চাঁদগাজী স্পষ্টবাদী এবং একরোখা মানুষ। তবে উনি সামুর হিট ব্লগার

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব জান্তা গাজী
খুনসুটিতে রাজী
দুপুর রাতে চুপি চুপি
খায় উস্তা ভাজি !!

১৫| ৩০ শে মার্চ, ২০২১ রাত ১১:৫৯

সাফকাত আজিজ বলেছেন: সব জান্তা গাজী মশাই...true !

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবজান্তা গাজী
একশত ভাগ true
ধরতে পারি বাজি !!

১৬| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই জেনেছি সেই জেনেছি
সব জান্তা কারা,
বেশি কথা বল্লে কিন্ত
খড়গ নামবে খাড়াঁ

.......................................................................
মজাই পাচ্ছি
হয়ে যাক,
গাজীনামা !!!

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তবে তাই হোক শুরু করি গাজীনামা
আসিতেছে ফাটা কেষ্ট গায়ে দিয়ে লম্বা জামা!
আমার কোন দোষ নাই খানসাব দেখতে চায়
আপনিও সায় দিছেন পাল তুলিলাম পূবাল বায় !!

১৭| ৩১ শে মার্চ, ২০২১ ভোর ৬:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সিগনেচার নসিব বলেছেন: চাঁদগাজী স্পষ্টবাদী এবং একরোখা মানুষ। তবে উনি সামুর হিট ব্লগার।

সহমত।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একেবারে খাটি কথা
সোনার মতোই খাটি,
আবোল তাবোল কথা বলে
যাত্রা করে মাটি !!

১৮| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৯

রানার ব্লগ বলেছেন: গাজীসাবরে নিয়া আপনার এই ফ্যাসিনেসান বা মুগ্ধতা আমাকে আবেগে আপ্লুত করছে !!!

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ রানার ব্লগ
ধন্যবাদ আপনাকে মুগ্ধ করতে
পারার জন্য। গুরুগম্ভীর ব্লগে
বহুক একটু মিষ্টি হাওয়া।
অপেক্ষায় থাকুন ফাটাকেষ্টর জন্য।

১৯| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৬

রানার ব্লগ বলেছেন: পশ্চিম বঙ্গের ফাটাকেস্ট তো নীতি মিতি সব গঙ্গায় বিসর্জন দিয়ে বিজিপি তে গিয়ে ছোবল ছোবল খেলছে, আপনার ফাটাকেস্ট কি খেলা খেলে কে জানে??

৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


আমাদের ফাটাকেষ্টও খুব একটা ভালোনাই।

কে শোনে কার কথা ভাব খানা সবজান্তা
ঘি ভাতের কথা বলে সাবাড় করেন পান্তা,
দড়ি দেখে সাপ ভাবিয়া ভৌ দৌড় মারে কেষ্টা,
কলা গাছের ডগায় ওঠতেবৃথাই করেন চেষ্টা,


ফাটাকেষ্টকে দেখার আমন্ত্রণ রইলো বানার ব্লগ

২০| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: চাঁদগাজী ওস্তাদ লোক। তাহার বিষয়ে সাবধান মুরুব্বী।

৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কার হেন সাধ্য যে সে রোধে মোর গতি?
দেখিব কেমনে মোরে নিবারে নৃমণি?
আমি কি ডরাই সখী
ভিখারী রাঘবে !!

২১| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:০৫

সামিয়া বলেছেন: হাহাহাহা ছড়াটা মজার ছিল

৩১ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু মজা কি শেষ হয়ে গেলো।
আমার ধারণা শেষ হয়েও হইলোনা শেষ
রয়ে গেছে মজার রেশ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.