নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ছবিটি বড় করে দেখার তরিকা জানা আছে কারো !
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পত্র্রিকার খবর গুলো কেমন করে যেন বড় করা যায়।
আমি জানিনা।
২| ১০ ই মার্চ, ২০২১ ভোর ৫:৫৪
কবিতা ক্থ্য বলেছেন: নুরু ভাই,
এইটা কি হইলো? আমনা লেখা আমি আজকে পড়তে পারলাম না, ধিক আমার নিজেকে।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কাছেও খুব খারাপ লাগছে।
৩| ১০ ই মার্চ, ২০২১ ভোর ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ যদি মৃত্যু রাখে বজ্রপাতে, উহা থেকে কেহ বাঁচতে পারবে না। সিকরেট কোন দোয়া টোয়া থাকলে বলিয়েন। আপনার এই পোষ্ট কিন্তু আপনার বিশ্বাসের বিপক্ষে চলে গেছে।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যেখানে মৃত্যু অবধারিত
সেখানে তার মৃত্যু হবে এটাই নিয়ম।
তবে সতর্ক থাকতে হবে।
৪| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৮
এম ইসলাম বলেছেন:
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ইসলাম ভাই
৫| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:০৯
এম ইসলাম বলেছেন:
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের সময় ২০১৬ সালের আগের
পত্রিকার আর্কা্ইভ না থাকায় সমস্যায়
ভুগছি।
৬| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:১০
এম ইসলাম বলেছেন:
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কষ্ট করার জন্য্ আপনাকে ধন্যবাদ
৭| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:১৬
এম ইসলাম বলেছেন:
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ইসলাম ভাই,
আপনার মূল্যবাস সময়
নষ্ট করার জন্য দুঃখিত
৮| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৯:২০
এম ইসলাম বলেছেন: দুঃখিত, মূল ছবিটাই ঝাপসা। তাই বড় করেও পড়া যাচ্ছেনা। ..
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা রইলো।
৯| ১০ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫১
ডঃ এম এ আলী বলেছেন:
লেখাটি একটু বড় করে গেলাম । তবে ইমেজ বড় হলেও মুল ইমেজ এ থাকা লেখা অস্পষ্ট
থাকায় ইমেজ থেকে লেখা সহজে পাঠ করা যায়না । তাই ম্যগনিফায়ার দিয়ে দেখে যতটা
সম্ভব ইমেজের ভিতরে থাকা কনটেন্ট লিখে দিয়ে গেলাম । জানিনা কতটুকু সঠিক হয়েছে ।
ভুল কিছু হলে দয়া করে শুদ্ধ করে নিবেন ।
বিষয়টি জনস্বার্থে খুবই জরুরী । সম্ভব হলে লেখাটিকে আপনার মুল পোষ্টে যুক্ত করে দিন ।
আমাদের সময় এ আপনার মুল্যবান লেখাটির জন্য ধন্যবাদ ।
ইমেজে থাকা লাইন বাই লাইন কনটেন্ট
* নূর মোহাম্মদ নূরু
বিশিষ্ট আবহাওয়াবিদ ড.সমরেন্দ্র কর্মকার জানান -বজ্রপাতের বিষয়ে সচেতনতা
সৃষ্টির মাধ্যমে মৃত্যুর সংখা কমানো সম্ভব । মৌসুমী বায়ু বাংলাদেশে প্রবেশের আগে
কালবৈশাখী ঝড় শুরু হয় । সাধারণত মার্চ থেকে মে পর্যন্ত চলে এ ঝড় । আগের
দিনে গ্রামের মানুষ বলত ১২বৈশাখ থেকে ১৩ বৈশাখের মধ্যে বেশি কালবৈশাখী হয়ে
থাকে । মেঘের উপরের অংশে পজেটিভ এবং নীচের ও মধ্য অংশে নেগেটিভ বিদ্যুৎ
তৈরী হয় । পজেটিভ ও নেগেটিভ মেঘের ভিতরের বিদ্যুৎ আধারে দুরত্ব বেড়ে গেলে
প্রকৃতির নিয়মে ভারসাম্য আনার প্রক্রিয়া শুরু হয় । পজেটিভ ও নেগেটিভ মেঘ থেকে
বিদ্যুৎ আদান প্রদান শুরু হয় । পজেটিভ ও নেগেটিভ বিদ্যুত সঞ্চালন শুরু হলে বজ্রের
সৃষ্টি হয় । তখনই বজ্রপাত সৃষ্টি হতে থাকে। পজেটিভ ও নেগেটিভ মেঘ একত্র হলে বিদ্যুৎ
সঞ্চালনের ফলে বাতাশের তাপমাত্রা ২০ হাজার ডিগ্রি থেকে ৩০ হাজার ডিগ্রি সেলসিয়াস
পর্যন্ত হয়ে থাকে । গুর গুর মেঘের ডাক শুনলেই নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে ।
পাকা বাড়ীতে আশ্রয় বেশী নিরাপদ । গাড়ির ভিতরও আশ্রয় নেয়া যেতে পারে । গাছের নীচে ,
টেলিফোনের খুটির পাশে বা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের খাম্বার পাশে দাঁড়ানো
মোটেই নিরাপদ নয় । ফাঁকা মাঠের মধ্যে অবস্থান সবচেয়ে বেশী বিপজ্জনক বলে
তিনি জানান । পানির সংষ্পর্শে মোটেই যাওয়া যাবেনা । মার্চ থেকে এপ্রিলে
কালবৈশাখী দুপুরের পরে হয়ে থাকে ।এর পর মের শেষ পর্যন্ত সকালেও হয়ে
থাকে । পশ্চিম , দক্ষিন-পশ্চিম,উত্তর-পশ্চিম এবং উত্তর আকাশে মেঘের গুরগুর গর্জন
শুরু হলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে । পুর্ব, উত্তর-পুর্ব এবং দক্ষিন-পুর্ব আকাশে
বিদ্যুত চমকালে বজ্রপাতে মৃত্যুর আশংকা কম থাকে । বৃষ্টি ও মেঘের গর্জন না থামা
পর্যন্ত নিরাপদে থাকা বাঞ্ছনীয় । বজ্রপাতের আওয়াজ শোনার আগেই তা মাটি স্পর্শ
করে । এটি সোজাসুজি মানুষের গায়ে পড়লে মৃত্যু অবধারিত । বজ্রপাতে আহত
ব্যক্তিকে স্পর্শ করাও বিপজ্জনক । শুকনা কাঠ দিয়ে ধাক্কা দিতে হবে । ঝড়ের
পূর্বাভাস দেখলে কখনো খোলা মাঠ , পাহাড়ের চূড়া, সমুদ্রসৈকতে অবস্থান করা যাবে
না ।গাছের নীচে , বিদ্যুতের খুঁটি বা তারের নীচে , পুরনো -জীর্ণ বাড়ির নীচে অবস্থান
করবেন না । চলন্ত অবস্থায় রাস্তার পাশে গাড়ি থামিয়ে গাড়িতে অবস্থান করতে হবে ।
কোন কর্ডযুক্ত ফোন ব্যবহার করবেন না । মাটির সাথে সংযুক্ত ধাতব পদার্থে হাত
বা হেলান দিয়ে দাঁড়ানো যাবেনা । বৈদ্যুতিক সংযুক্ত পানির ফোয়ারায় গোছল
করা যাবেনা । মরা কিংবা পচন ধরা গাছ ও খুঁটি কেটে ফেলুন । বাসা , অফিস কিংবা
ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হলে বিদ্যুতের সব সুইচ ও দরজা- জানালা ভালো করে
বন্ধ রাখুন । এ সময় সতর্ক করার আরেকটি কারণ হচ্ছে এপ্রিল, মে, জুন _এই ৩
মাস আমাদের দেশে হঠাৎ ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশী থাকে । সবাই সচেতন হই ,
নিরাপদ থাকি ।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্রদ্ধেয় আলী ভাই
আপনার মূল্যবান সময় ব্যায় করে
আমার সামান্য লেখানিকে গুরুত্বসহ
বিবেচনা করে মূল কনটেন্টস পাঠযোগ্য
করার জন্য কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময়।
১০| ১০ ই মার্চ, ২০২১ দুপুর ১:২১
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে বজ্রপাতে কেউ মারা যায় না।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যেখানে মৃত্যু অবধারিত সে
পার পাবেনা তা সে শহরে কিংবা
গ্রামে থাকুকনা কেন! তবে সতর্ক
থাকতে হবে।
১১| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৮
নেওয়াজ আলি বলেছেন: দরকারী জিনিস জানা হলো। উপকারী পোষ্ট
১১ ই মার্চ, ২০২১ রাত ১২:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ আলি ভাই
সামনে কালবৈশাখীর মওসুম
সাবধানে থাকবেন।
১২| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২২
নতুন বলেছেন: Dua when it thunders
Subhaanal-lathee yusabbihur-ra'du bihamdihi walmalaa'ikatu min kheefatihi.
Translation
Glory is to Him Whom thunder and angels glorify due to fear of Him.
سُبْـحانَ الّذي يُسَبِّـحُ الـرَّعْدُ بِحَمْـدِهِ، وَالملائِكـةُ مِنْ خيـفَته
Whenever Abdullah bin Zubair (RA) would hear thunder, he would abandon all conversation and say this supplication. See Al-Muwatta' 2/992. It was graded authentic by Al-Albani as a statement of Abdullah bin Zubayr only.
এই দোয়াটা যোগ করে দেন নুরু ভাই।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ দোয়ায় কি আমার লেখাটি বড় দেখাবে নতুন ভাই !!
১৩| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, "যার যেখানে মৃত্যু অবধারিত সেখানে তার মৃত্যু হবে এটাই নিয়ম। তবে সতর্ক থাকতে হবে। "
-এই সতর্কার পেছনে কি লজিক?
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগুনে হাত দিলে হাত পুড়বে
বিশ্বাস না হয় দিয়ে দেখুন!!
নিজেকে সেফ রাখার ব্যাপারটা
পাগলেও বুঝে !
১৪| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
আল্লাহ যদি মৃত্যু রাখে বজ্রপাতে, উহা থেকে কেহ বাঁচতে পারবে না। সিকরেট কোন দোয়া টোয়া থাকলে বলিয়েন। আপনার এই পোষ্ট কিন্তু আপনার বিশ্বাসের বিপক্ষে চলে গেছে।
১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাজ্জাদ সাহেব গাজী বিশ্বাস করুক বা না করুক, আপনিতো মানবেন যে,
বজ্রপাত হচ্ছে আসমানি দুর্যোগ। মানুষকে অন্যায় থেকে বিরত রাখার সতর্কবার্তা।
এ বজ্রপাত আল্লাহ তাআলা শক্তিমত্তার এক মহা নিদর্শন। তিনি ইচ্ছা করলেই যে
কাউকেই এ বজ্রপাতের মাধ্যমে শাস্তি দিতে পারেন। আবার মানুষও এ বজ্রপাত
থেকে সর্বোত্তম শিক্ষা নিতে পারে।
বজ্রপাত থেকে রক্ষা পেতে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.) বজ্রপাতের শব্দ শুনলেই পড়তেন,
‘সুবহানাল্লাজি ইয়ুসাব্বিহুর রা‘অদু বিহামদিহি। ’
গাজীসাব কি এই দোয়া পড়বেন?
১৫| ১০ ই মার্চ, ২০২১ রাত ৮:১৮
জাহিদ হাসান বলেছেন: যা ভাবছিলাম তাই, কমেন্ট সেকশনে এসে দেখি চাঁদগাজী সাহেব বজ্রপাত থেকে বাচাঁর দোয়া চাইতেছেন। পারেনও তিনি । হা হা হা
১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা বাঁচলে গাজী আর মরলে শহীদ
তাদের কথাই আলাদা !! অবশ্যই তিনি
পারেন, কারন মুরগী পারে কচ্ছপ পারে আর
ইনিতো গাজী !
১৬| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৩৪
তারেক ফাহিম বলেছেন: ১২বৈশাখ থেকে ১৩ জৈষ্ঠের মধ্যে কাল বৈশাখি হতো।
আলী ভাই অবশ্য এটাকে সমর্থন করেনি, আমার মনে হয় এখানে জৈষ্ঠই বলা হয়েছে।
১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অলী ভাইয়ের ম্যগনিফায়ার দিয়ে দেখায়
একটু ভুল হয়েছে।এটা ১২বৈশাখ থেকে ১৩ জৈষ্ঠই
হবে। অস্পষ্ট ইমেজে যতটুকু তিনি উদ্ধার করতে পেরেছেন
তার জন্য তাকে ধন্যবাদ। আপনাকেও
১৭| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: বজ্রপাতে মরতে চাই না।
১১ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ আপনােকে
হেফাজত করুন। আমিন
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: Na ami porte parlam na