নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার মাসঃ অগ্নিঝরা ৪ঠা মার্চ

০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:২৯


আজ ০৪ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৬৩ তম দিন। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিজয়ের এ পথ-পরিক্রমা একদিকে যেমন রক্তাক্ত ছিল, তেমনি বিশ্ব মানচিত্রে আলাদা একটা অবস্থান তৈরিও সহজ ছিল না। এরপরও অনেক দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। আবার বিজয়ের পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কিংবা পাকিস্তানের পক্ষের অনেক দেশও পরিস্থিতির কারণে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে শ্রীলঙ্কা।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ইতিহাস শুরু আজ থেকে ৩০,০০০ বছর আগে যখন প্রথম এই দ্বীপে জনবসতি স্থাপিত হয়। শ্রীলংকার ঐতিহাসিক কাল শুরু হয় তৃতীয় শতাব্দীতে। উত্তর ভারত থেকে সিংহলিদের আগমনের কথা পালি ইতিহাসে রয়েছে। শ্রীলংকার সরকারি নাম গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রী শ্রীলঙ্কা। ১৯৭২ সালের আগে এই দ্বীপ সিলন নামেও পরিচিত ছিল। তবে বর্তমানে এটি সরকারীভাবে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রি শ্রীলংকা (Democratic Socialist Republic of Sri Lanka) নামে পরিচিত। শ্রীলঙ্কায় বহু সংস্কৃতি, ভাষা এবং জাতিগোষ্ঠীর বাসস্থান। জনসংখ্যার সিংহভাগই সিংহলি জাতিগোষ্ঠীর, অন্যদিকে তামিলদের একটি বৃহৎ সংখ্যা (সংখ্যালঘু) দ্বীপ দেশটির ইতিহাসে প্রভাবশালী ভূমিকা পালন করে চলেছে। দেশটিতে মুরস, বার্গার্স, মালয়েশিয়ান, চীনা এবং আদিবাসীদেরও দেখা যায়।

এছাড়াও এ দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কাতার।সালের ৪ মার্চ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে কাতার। কাতার পারস্য উপসাগরের একটি দেশ। কাতারের সরকারী নাম “স্টেট অফ কাতার”। এটি পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মত কাতারও একটি উত্তপ্ত এবং শুষ্ক মরু এলাকা। এখানে ভূ পৃষ্ঠস্থ কোন জলাশয় নেই । প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও যৎসামান্য। কাতারের রাজধানী হচ্ছে দোহা। এই দেশের বেশিরভাগ লোক শহরে, বিশেষত রাজধানী দোহাতে বসবাস করে। দেশটিতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। সেই প্রাকৃতিক সম্পদের কারণেই দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। ১৯শ শতকের শেষভাগ থেকে আল থানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসেবে শাসন করে আসছেন। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। ১৯৭১ সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্তও এটি একটি তুলনামূলকভাবে দরিদ্র দেশ ছিল। সে সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুদ আবিষ্কৃত হয় এবং সেগুলি উত্তোলন শুরু হয়। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির একটি। কাতারে জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। দেশটির মোট জনসংখ্যা ২৫ লাখের মতো। কাতারের মানুষদের কোন রকম ট্যাক্স দিতে হয়না। তবে এই দেশের ১ শতাংশেরও কম মানুষ বেকার।

১৯৭২ সালের ৪ মার্চ প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশের নিজস্ব ১ ও ১০০ টাকার ব্যাংক নোটের প্রচলন হয়। ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হলেও শুরুটা ছিল ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তান হিসেবে। তখন দেশে পাকিস্তান রূপির প্রচলন ছিল, যেটিকে কাগজে-কলমে টাকাও বলা হতো। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদীরা বেসরকারিভাবে পাকিস্তানি টাকার একপাশে ‘বাংলা দেশ’ এবং অপর পাশে ‘Bangla Desh’ লেখা রাবার স্ট্যাম্প ব্যবহার করতেন। ১৯৭১ সালের ৮ জুন পাকিস্তান সরকার এই রবার স্ট্যাম্প যুক্ত টাকাকে অবৈধ এবং মূল্যহীন ঘোষণা করে। জানা যায় এরপরেও ১৯৭৩ সালের ৩ মার্চ পর্যন্ত এই রাবার-স্ট্যাম্পযুক্ত পাকিস্তানি টাকা চলেছিল সারা দেশে। এরপর বাংলাদেশ স্বাধীন হলো ১৯৭১ সালে এবং নতুন মুদ্রা প্রচলনের ঘোষণা দেয়া হয়। তাতে সময় লেগেছিল তিন মাসের মতো। তাই ঐ সময়ে পাকিস্তানি রুপিই ব্যবহৃত হতো। ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশি কারেন্সিকে ‘টাকা’ হিসেবে ঘোষণা দেয়া হয়। ১ টাকার নকশায় বাংলাদেশের মানচিত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কথাটি স্থান পায় এবং তাতে স্বাক্ষর করেছিলেন সে সময়ের অর্থসচিব কে এ জামান। অন্যদিকে ১০০ টাকার নকশায় দেখা যায় বাংলাদেশের মানচিত্র ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং তাতে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক। ১০০ টাকার ব্যাংক নোটটি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এ এন হামিদ উল্ল্যাহ্ স্বাক্ষরিত। ১৯৭২ সালের ৪ মার্চ এ নোট প্রচলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগুজে মুদ্রা চালু হয়। যেদিন এ নোট দেশের বাজারে ছাড়া হয় সেদিনই বাংলাদেশি কারেন্সিকে 'টাকা' হিসেবে ঘোষণা দেয়া হয়। এক টাকার ওই নোট ছাপা হয় ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেসে। ১৯৯৩ সাল পর্যন্ত এ নোটের চল ছিল। ১৯৭২ সালেই বাংলাদেশ ব্যাংক আরো দুটি নোট চালু করে- ৫ টাকা, ১০ টাকা। ৫ টাকার নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যু করা হলেও বর্তমানে তা বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যু করা হয়। আজ প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে ‘টাকা দিবস’। ব্যাংক নোটবিষয়ক তথ্য ও গবেষণাধর্মী পত্রিকা ‘কালেক্টার’–এর পক্ষ থেকে দিনটি উদ্‌যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। টাকা ব্যবহারে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য। গত ৫০ বছরে এই বিশেষ দিনটি আমরা উদ্‌যাপন করিনি।
১৯৭১ সালের আজকের দিনে রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়। এই অঞ্চলে বাংলাদেশ ঢাকাতে রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর, ১৯৩৯ সালে। প্রথম দিকে কেন্দ্রটি পুরনো ঢাকায় নাজিমুদ্দিন রোডে একটি ভাড়া করা বাড়িতে (বর্তমানে যেটি শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ) যাত্রা শুরু করে। প্রথম নামকরণ করা হয় “ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র”। পরবর্তীকালে যা রেডিও পাকিস্তান নামে পরিচিত ছিলো। রেডিওটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭১ সালের ৪ মার্চ রেডিও পাকিস্তান ঢাকার পরিবর্তে ঢাকা বেতার কেন্দ্র নামকরণ করা হয়।

সূত্রঃ বিভিন্ন ওয়েবসাইড/উইকিপিডিয়া। ছবি নেট থেকে সংগৃহীত।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২১ দুপুর ১:৫৯

পদাতিক চৌধুরি বলেছেন: ঘটনাবহুল আজকের দিনে অর্থাৎ চৌঠা মার্চ তারিখের জন্য সমগ্র দেশবাসীর প্রতি রইল শ্রদ্ধা ও শুভেচ্ছা।বীর শহীদদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলি।
উপরি পাওনা শ্রীলঙ্কা ও কাতার সম্পর্কে অজানা তথ্য। ধন্যবাদ নুরু ভাই আপনাকে।

শুভেচ্ছা জানবেন।

০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ পদাতিক দাদা
সুন্দর মন্তব্য প্রদানের জন্য। ঘটনাবহুল
৪ মার্চে সবার জন্য শুভেচ্ছা।

২| ০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৩৬

রাজীব নুর বলেছেন: এই বছরটা আমাদের ভালো যাবে। খেয়াল করে দেখবেন এ বছরে এখনও কোনো ধর্ষন হয়নি। তবে দূর্ঘটনা খুব বেড়েছে।

০৫ ই মার্চ, ২০২১ রাত ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব্ কে বলে এবছর ধর্ষণ হয়নি ?
১। ‘গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে রফিকুল’
২। টাঙ্গাইলে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ
৩। রাস্তা থেকে তুলে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ
৪। মুরগি খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
৫। পানিপড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী!

আরো শুনবেন ?

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:



'৭১'এর জেনারেশনের জন্য শুভেচ্ছা রলো।

০৫ ই মার্চ, ২০২১ রাত ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভেচ্ছা জানানো ভালো তরিকা!
আপনি কোন জেনারেশন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.