নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মুজিববর্ষ শেষে এ মিনতি (ছড়া)

০১ লা মার্চ, ২০২১ বিকাল ৪:০৭

মুজিববর্ষ শেষে এ মিনতি (ছড়া)
নূর মোহাম্ম্দ নূরু


আশা ছিলো মুজিব বরষে
কাটাবো দিন মনের হরষে।
সুখে রবো সবাই মিলে
কিন্তু চোট পেলাম দিলে।

নয়ন মেলে যেদিক তাকাই
কারোর মনে শান্তি যে নাই।
করোনার উথাল পাথালে
দেশ বুঝি যায় রসাতল!!

কেমন যাবে আগামী দিন
বাজবে কি আর সুখের বীণ?
দাম বেড়ে যায় চাল ও তেলে
ভাঁজ পরে যায় সবার ভালে।

মুক্তির পথ না্ইকো জানা
চোখ থাকিতে হলাম কানা।
দেখিনা যা দেখিতে চাই
পদে পদে গঞ্জনা পাই।

যেদিন যায় সেদিন ভালো
আগামীটা ভীষণ কালো।
দিব্য চোখে দেখিতে পাই
ভালো কোন খবরও নাই।

আল্লাহ তুমি রহম করো
সোনার দেশটা সোনায় ভরো।
করোনা নাও উঠিয়ে এবার
ঘুচাও মনের কষ্ট সবার।

মুজিববর্ষে এ মিনতি
ঘুচিয়ে দাও মনের ভীতি
তুমি ছাড়া নাইযে গতি
তোমাতে হোক সবার মতি।


সূত্র-প্রথম প্রকাশঃ ঢাকা ১৮ মার্চ ২০২০

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


"আল্লাহ তুমি রহম করে
...
করোনা নাও উঠিয়ে এবার"

আল্লাহ সব কিছু পারেন; তবে, করোনা তুলে নিতে পারবেন না, করোনা তুলে নিতে পারবে শুধুমাত্র মানুষ; দেখা যাচ্ছে, আল্লাহ টিকা বানাতে জানেন না।

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার বিশ্বাস ও বোঝায় ভুল আছে !!
সব কিছু সঠিক বুঝতে হলে আল্লাহর একাত্ববাদে
বিশ্বাস রাখতে হবে।

জার্মানির ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৬৭ হাজারের বেশি মানুষের ওপর জরিপ
চালিয়ে জানিয়েছে আল্লাহর একাত্ববাদে বিশ্বাস করায় মুসলিমরাই বেশি সুখী। অন্যদিকে নাস্তিকরা
সবচেয়ে বেশি অসুখী বলে গবেষাণা বলছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদন
অনুসারে, গবেষণাপত্রটি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়।

২| ০১ লা মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ ছবি আপু
ভালো থাকবেন।

৩| ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: এই করোনা মুজিববর্ষের গায়ে পানি ঢেলে দিয়েছে।

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নাকি মুজিববর্ষ করোনার গায়ে !!
করানা এখন পালাই পালাই করছে।

৪| ০১ লা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: করোনা নিয়ন্ত্রনে ও টিকা ব্যবহারে বাংলাদেশ পৃথীবির অনেক দেশথেকে এগিয়ে।

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইতিহাস তাই বলে !!

৫| ০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "জার্মানির ম্যানহেইম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৬৭ হাজারের বেশি মানুষের ওপর জরিপ
চালিয়ে জানিয়েছে আল্লাহর একাত্ববাদে বিশ্বাস করায় মুসলিমরাই বেশি সুখী। অন্যদিকে নাস্তিকরা
সবচেয়ে বেশি অসুখী বলে গবেষাণা বলছে। যুক্তরাজ্যের সংবাদপত্র ডেইলি মেইলের এক প্রতিবেদন
অনুসারে, গবেষণাপত্রটি আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত হয়। "

-গেবষকদের অভাব নেই; ইয়েমেন, পাকিস্তানের সাথে জার্মানীর তুলনা করেন, জাপানের তুলনা করেন; তখন গবেষক লাগবে না, আপনিও বুঝতে পারবেন।

০১ লা মার্চ, ২০২১ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাতেও আমার মত বদলাবেনা।
নাস্কিকদের অবিশ্বাস তাদের ধ্ব্ংশ
নিয়ে আসবে !
তোমরা কি তাদেরকে পথ প্রদর্শন করতে চাও,যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেছেন?
আল্লাহ যাকে পথভ্রান্ত করেন,তুমি তার জন্য কোন পথ পাবে না।{সূরা নিসা-৮৮}

৬| ০১ লা মার্চ, ২০২১ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "তাতেও আমার মত বদলাবেনা। নাস্কিকদের অবিশ্বাস তাদের ধ্ব্ংশ নিয়ে আসবে ! "

- নাস্তিক বলতে কিছু নেই, আছে বুদ্ধিমান মানুষ ও কমবুদ্ধিমান মানুষ; জাপানীরা, জার্মানরা, সুইডিসরা বুদ্ধিমান মানুষ; ওরা আপনার থেকে বুদ্ধিমান বলে আমার ধারণা।

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু জাপানীরা, জার্মানরা, সুইডিসরা কেন; আমার থেকে
আপনিও অনেক বুদ্ধিমান ! তা না হলে আমিও আখের গোছাতে
কবে সাদা চামড়াদের দেশে পাড়ি জমাতাম !!

৭| ০১ লা মার্চ, ২০২১ রাত ১০:৫৫

মা.হাসান বলেছেন: মুজিব বর্ষ শেষ হবে কেনো? সরকার আপাতত ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষ এক্সটেন্ড করেছে। আমার জানা একাধিক ভূমিহীন মুজিব বর্ষ উপলক্ষে ঘর পেয়েছেন। গরিব মানুষেরা উপকার পেলে আরো এক বছর এক্সটেন্ড করা যায়। তবে আমি বলবো এক বছর না, মিনতি পুরণ না হওয়া পর্যন্ত এক্সটেন্ড করা হোক।

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তবে তাই হোক
আজীবন হোক মুজিব বর্ষ
মনের সুখে করবো হর্ষ !!

৮| ০২ রা মার্চ, ২০২১ রাত ১২:৩৯

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার কবিতা

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও ধন্যবাদ হাসান ভাই
ভালো থাকবেন, শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.